<p>সেন্টার কোর্টে রুদ্ধশ্বাস লড়াই উপহার দিলেন ডোন্না ভেকিচ ও জেসমিন পাওলিনি। হার না মানা লড়াই শেষে শেষ হাসি হেসেছেন পাওলিনি। প্রথম দুই সেট সহজেই নির্ধারণ হয়ে গেলেও তৃতীয় ও শেষ সেটে হলো তুমুল লড়াই। কেউ কাউকে ছেড়ে কথা বলছিলেন না। ভেকিচ একবার ম্যাচ পয়েন্ট বাঁচালে তো আরেকবার বাঁচান পাওলিনি।</p> <p>এভাবে খেলা চলতে চলতে শেষ পর্যন্ত টাইব্রেকারে নির্ধারণ হয় কে যাচ্ছেন ফাইনালে। ২ঘণ্টা ৫১ মিনিটের লড়াই ২-৬, ৬-৪, ৭-৬ (১০-৮) গেমে জিতে বাজিমাত করেছেন পাওলিনি। প্রথমবারের মতো উইম্বলডনের ফাইনালে ইতালির ২৮ বছরের এই টেনিস তারকা।</p> <p>দুজনেরই সামনে ছিল প্রথমবার মর্যাদার এই আসরে ফাইনালে খেলার সুযোগ। প্রথম সেটে অবশ্য ভেকিচের সামনে দাঁড়াতেই পারেননি পাওলিনি। ২-৬ সেটে হেরে হতাশায় শুরু করেন এই ইতালিয়ান। পরের সেটে অবশ্য দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান তিনি। ৬-৪ এ জিতে ম্যাচের ভাগ্য নিয়ে যান শেষ সেটে। সেখানেই জয়ের হাসি পাওলিনির। </p> <p>এ নিয়ে ক্যারিয়ারে দ্বিতীয়বার গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে তিনি। এ বছরই ফ্রেঞ্চ ওপেনের ফাইনাল খেলেছিলেন। লাল সুরকির কোর্টে অবশ্য ইগা শিয়াতেকের কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয়েছিল তাঁর। সেন্টার কোর্টে তাঁর ভাগ্যে কি আছে সেটাই এখন দেখার। এএফপি  </p>