<p>লঙ্কান প্রিমিয়ার লিগের এলিমিনেটর ম্যাচে রাতে কলম্বো স্ট্রাইকার্সের মুখোমুখি হয়েছে ক্যান্ডি ফ্যালকনস। ক্যান্ডির হয়ে গুরুত্বপূর্ণ এই ম্যাচে খেলার কথা ছিল শরীফুল ইসলামেরও। </p> <p>কিন্তু টুর্নামেন্টের মাঝপথেই দেশে ফেরায় খেলা আর হলো না শরীফুলের। শারীরিক অসুস্থতা ও পারিবারিক কারণে আজ দেশে ফিরেছেন বাংলাদেশের বাঁহাতি পেসার। ক্যান্ডির হয়ে ৫ ম্যাচ খেলেছেন তিনি। উইকেট পেয়েছেন ৪টি।</p> <p>পুরোপুরি ফিট হলে কানাডার টি-টোয়েন্টি লিগ গ্লোবাল টি-টোয়েন্টিতে দেখা যাবে শরীফুলকে। বাংলা টাইগার্স মিসিসাগার হয়ে খেলার সুযোগ পেয়েছেন তিনি।</p> <p>আাগামী ২৫ জুলাই শুরু হবে টুর্নামেন্টটি। বাংলা টাইগার্সের হয়ে খেলতে আগামী ২৩ জুলাই দেশ ছাড়ার কথা শরীফুলের। ২৩ বছর বয়সী পেসার দলে সতীর্থ হিসেবে পাবেন সাকিব আল হাসানকে। বাংলা টাইগার্সের দলে খেলবেন বর্তমানে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে মেজর লিগ টি-টোয়েন্টি খেলা সাকিবও।</p>