<p>ওয়ানডে ক্রিকেটকে ২০২২ সালে বিদায় জানিয়েছিলেন বেন স্টোকস। পরে দলের চাওয়ায় ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ফিরেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক। তবে এরপর থেকে আর সীমিত ওভারের সংস্করণটিতে দেখা যায়নি তাকে।</p> <p>এবার আরেকটি বড় টুর্নামেন্টের সময় ঘনিয়ে আসার মুহূর্তে স্টোকসের ফেরা নিয়ে আলোচনা হচ্ছে। দল চাইলে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে রাজি আছেন বলে জানিয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার। দল বলতে তিনি বুঝিয়েছেন, কিছুদিন আগে সীমিত ওভারের কোচের দায়িত্ব পাওয়া ব্রেন্ডন ম্যাককালামকে। </p> <p>স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে স্টোকস বলেছেন,‘যদি আমি ডাক পাই এবং (বাজ) বলে, ‍তুমি কি আসতে এবং খেলতে চাও? তাহলে অবশ্যই আমার উত্তর হবে, হ্যাঁ। তবে ডাক না পেলেও আমি খুব বেশি হতাশ হবো না। তখন বসে দেখতে পারব, প্রত্যেকে মাঠে নেমে প্রতিপক্ষদের গুঁড়িয়ে দিচ্ছে। ইংল্যান্ডের হয়ে সাদা বলের ক্রিকেট অনেক খেলেছি। খেলাটি থেকে যা অর্জন করতে পেরেছি তাতে আমি খুশি।’</p> <p>টেস্ট সংস্করণের কোচ হওয়ার পরেই স্টোকসের সঙ্গে দারুণ সম্পর্ক ম্যাককালামের। গুরু-শিষ্য মিলে দীর্ঘ সংস্করণের ক্রিকেটই বদলে দিয়েছেন। গুরুর প্রশংসা করে স্টোকস বলেছেন, ‘সে অবিশ্বাস্য একজন কোচ। বাজ টেস্টে যা করেছে তা সাদা বলের জন্যও দুর্দান্ত এক সুযোগ।’</p>