<p>অভিষেকটা রাঙাতে পারলেন না তাজ নেহার। আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ম্যাচ খেলতে নেমে যে ‘ডাক’ মেরেছেন তিনি। শূন্য রানে ফেরার চেয়েও হয়তো বড় কষ্ট পেয়েছেন রান আউট হয়ে।</p> <p>ক্রিকেটে একজন ব্যাটারের জন্য এই আউট বড়ই হতাশার। তাজের ১ বলে আউট হওয়ার ম্যাচে ভালো শুরুর পরও বড় সংগ্রহ পায়নি বাংলাদেশ। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে প্রতিপক্ষ স্কটল্যান্ডকে শেষ পর্যন্ত ১২০ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।</p> <p>শারজাহ স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ২৬ রান এনে দেন দুই ওপেনার সাথি রানি ও মুর্শিদা খাতুন। ক্যাথরিন ব্রেইসের বলে আউট হওয়ার আগের বলে ‘জীবন’ পেলেও মুর্শিদা ১২ রানের বেশি করতে পারেননি। সঙ্গীকে হারালেও নিজের সহজাত ব্যাটিংটা চালিয়ে যাচ্ছিলেন সাথি। দ্বিতীয় উইকেটে ৪২ রানের জুটি গড়ে তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেলেন শবনম মোস্তারি।</p> <p>তিন চারে ২৯ রানে সাথি আউট হওয়ার পরেই বাংলাদেশের ম্যাচের মোড় ঘুরে যায়। দলীয় ৬৮ রানে সাথি আউট হওয়ার পরে ফিরতি ওভারে রান আউটের ফাঁদে পড়ে ড্রেসিংরুমে ফেরেন অভিষেক ম্যাচ খেলতে নামা তাজ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ।</p> <p>শেষ পর্যন্ত বাংলাদেশ ১১৯ রানের সংগ্রহ পায় অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির কল্যাণে। টি-টোয়েন্টিতে শততম ম্যাচ খেলতে নামা জ্যোতি আউট হওয়ার আগে করেন ১৮ রান। বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশি অধিনায়ক। অন্যদিকে আটে নামা ফাহিমা খাতুন খেলেন ৫ বলে অপরাজিত ১০ রানের ইনিংস। স্কটল্যান্ডের হয়ে ১৩ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলার অফস্পিনার সাসকিয়া হোলি।</p>