<p>ম্যাচ শেষ হতে তখন এক মিনিট বাকি ছিল। যোগ করা সময় শেষ হলেই ২-০ ব্যবধানের জয়ে সতীর্থদের সঙ্গে মাঠ ছাড়ার কথা ছিল দানি কারভাহালের। কিন্তু চোট তা হতে দিল না।</p> <p>উল্টো কান্নায় ভেঙে পড়া কারভাহালকে মাঠ ছাড়তে হয় স্ট্রেচারে করে। ভিয়ারিয়ালের বিপক্ষে পাওয়া হাঁটুর চোট তাকে শল্য চিকিৎসকের ছুরি-কাঁচির নিচে পাঠিয়েছে। তার অস্ত্রোপচারের বিষয়টি আজ নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। ডিফেন্ডারের মাঠে ফিরতে বেশ কয়েক মাস লাগবে জানিয়ে এক বিবৃতি দিয়েছেন লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। বিবৃতিতে রিয়াল লিখেছে, ‘পরীক্ষায় তার লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার বিষয়টা নিশ্চিত হওয়া গেছে। ভেতরের কোলাটেরাল লিগামেন্টের সঙ্গে ডান পায়ের পপলিটেল টেন্ডনে ফাটল ধরেছে।’</p> <p><iframe align="middle" frameborder="0" height="850" sandbox="allow-scripts allow-same-origin" scrolling="yes" src="https://twitframe.com/show?url=https://Twitter.com/i/status/1842872177063764319" width="800"></iframe></p> <p>নিজেদের অর্ধে বল ক্লিয়ার করার সময় ভিয়ারিয়ালের উইঙ্গার ইয়েরেমি পিনোর পায়ে আঘাত করলে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন কারভাহাল। এরপর চোটের যন্ত্রণায় তীব্র চিৎকার করে কাঁদতে শুরু করেন ৩২ বছর বয়সী ডিফেন্ডার। তার এই কান্নায় সে সময় টের পাওয়া যাচ্ছিল বড় রকমের দুঃসংবাদ পেতে যাচ্ছেন তিনি। ম্যাচ শেষে সেটাই নিশ্চিত হয়েছে।</p> <p>সর্বশেষ ১৪ মাসে লিগামেন্ট ইনজুরিতে পরা রিয়ালের চতুর্থ খেলোয়াড় কারভাহাল। ম্যাচ শেষে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে নিজের চোটের বিষয়ে তিনি লিখেছেন, ‘গুরুতর লিগামেন্টের চোট নিশ্চিত হওয়া গেছে। অস্ত্রোপচার লাগবে। এর জন্য কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে। পুনর্বাসনের জন্য আমি মুখিয়ে আছি এবং আগের চেয়ে আরো ভালো ছন্দে ফিরতে চাই। বার্তা পাঠানোর জন্য আপনাদের ধন্যবাদ। ভালোবাসা অনুভব করতে পারছি।’</p> <p>ভিয়ারিয়ালের বিপক্ষে ২-০ ব্যবধানে জয়ের ম্যাচে রিয়ালের হয়ে গোল দুটি করেছেন ফেদেরিকো ভালভার্দে এবং ভিনিসিয়ুস জুনিয়র। তবে দলকে খুশি এনে দেওয়া ভিনিসিয়ুসও হাসিমুখে মাঠ ছাড়তে পারেননি। ৭৯ মিনিটে মাঠ ছাড়ার সময় ঘাড়ের চোট নিয়ে মাঠ ছেড়েছেন ব্রাজিলিয়ান উইঙ্গার।</p>