<p>ভারতের মাটিতে টেস্ট জয় ছিল না নিউজিল্যান্ডের। এবারের সফরে সেই আক্ষেপ ঘুচানো কিউইদের জন্য বড় পাওনা ছিল। তবে তার চেয়েও বড় অর্জন অপেক্ষা করছিল শেষে। ঐতিহাসিক টেস্ট জয়ের পর যে তারা ইতিহাস গড়েছে। </p> <p>প্রথমবারের মতো ভারতকে তিন বা তার বেশি ম্যাচের সিরিজে তাদের মাঠে ধবলধোলাইয়ের তিক্ত স্বাদ দিয়েছে নিউজিল্যান্ড। মাঠ ভারতের হলেও আধিপত্য দেখিয়েছে কিউইরা। ব্যাটে-বলে ছড়ি ঘুরিয়েছে নিউজিল্যান্ডের ব্যাটার-স্পিনাররা। যার ফল হিসেবে ৩-০ ব্যবধানে হেরেছে ভারত।</p> <p>সিরিজে ধবলধোলাই হয়ে নিজেদের দায় স্বীকারও করেছে ভারত। বিশেষ করে পুরো সিরিজে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে না পারা রোহিত শর্মা হারের দায় নিজের কাঁধেই নিয়েছেন। অধিনায়ক হিসেবে ব্যর্থতার দায় স্বীকার করে তিনি বলেছেন, ‘ আমার ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময়। ঘরের মাঠে তিন ম্যাচ হারা। এর পুরো দায় আমি নিচ্ছি। অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে সেরাটা দিতে পারিনি। ব্যাট হাতেও নিজের সেরা জায়গায় ছিলাম না।’</p> <p>ছয় ইনিংসে মাত্র একটি ফিফটি পেয়েছেন রোহিত (৫১)। বাকি পাঁ ইনিংস ছিল এমন-২, ০, ৮, ১৮ ও ১১। ঘরের মাঠে এমন হারে হতাশ ভারতের পরবর্তী সফরটিও হতে যাচ্ছে কঠিন। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাঠে পাঁচ ম্যাচের সিরিজটি যে সহজ হবে না সেটা মানছেন রোহিতও। তবে প্রতিপক্ষের মাঠে খেলতে নামার আগে সর্বশেষ সফর থেকে আত্মবিশ্বাস নেওয়ার কথা জানিয়েছেন তিনি। রোহিত বলেছেন, ‘অস্ট্রেলিয়ায় খেলাটা সহজ হবে না। তবে সর্বশেষ দুই অস্ট্রেলিয়া সফরের আত্মবিশ্বাস নিয়ে যাবো আমরা কীভাবে লড়েছি সেখানে।’</p> <p>তবে সিরিজের প্রথম ম্যাচে পার্থে তিনি থাকবেন কিনা তা নিশ্চিত নন রোহিত। ২২ নভেম্বর শুরু হতে যাওয়া প্রথম টেস্ট নিয়ে ভারতীয় অধিনায়ক বলেছেন, ‘এই মুহূর্তে, আমি নিশ্চিত নই সেখানে (পার্থ টেস্ট) থাকতে পারব কিনা।’</p>