<p>তিন ওয়ানডে সিরিজের দুই ম্যাচ শেষে ১-১-এ সমতা। আজ পার্থে যে দল জিতবে সিরিজও তাদের। এমন সমীকরণে শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৪০ রান গুটিয়ে দিয়েছে পাকিস্তান। সিরিজ জয়ের জন্য রিজোয়ানদের প্রয়োজন মাত্র ১৪১ রান।</p> <p>টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৩১.৫ ওভারে ১৪০ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। মূলত অস্ট্রেলিয়ার ইনিংসে ধস নামিয়েছে পাকিস্তানের পেসাররা। ১০টি উইকেটই নিয়েছেন চার পেসার মিলে। আফ্রিদি ও নাসিম শাহ ৩টি করে, হারিস রউফ ২টি ও বাকি উইকেট হাসনাইনের। </p> <p>অস্ট্রেলিয়ার ইনিংসে সর্বোচ্চ রান শন অ্যাবটের। এই বোলিং অলরাউন্ডার ৩০ রানের ইনিংস খেলেন। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান ওপেনার ম্যাথু শর্টের। </p> <p>তিন ম্যাচের এই সিরিজে পাকিস্তানের হয়ে পেসাররা উইকেট নিয়েছেন ২৬টি। যা পাকিস্তানের হয়ে তিন ম্যাচের সিরিজে সর্বোচ্চ। যার মধ্যে হারিস রউফ উইকেট নিয়েছেন ১০টি, আফ্রিদি নিয়েছেন ৮টি, নাসিম শাহ ৫টি ও হাসনাইন ৩টি। পুরো সিরিজে স্পিনাররা বোলিং করেছেন মাত্র তিন ওভার। </p>