<p>নতুন মৌসুম ট্রফি দিয়ে শুরু করেছে বসুন্ধরা কিংস। মোহামেডানকে বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপে হারিয়ে। এরপর চট্টগ্রাম আবাহনীকে ৭-০ ব্যবধানে বিধ্বস্ত করে প্রিমিয়ার লিগেও জয় দিয়ে শুরু করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।</p> <p>সেই জয় ভাগ্যটাই ফেডারেশন কাপে সঙ্গী হয়েছে বসুন্ধরার। তবে বড় কোনো ব্যবধানে নয় কষ্টার্জিত এক জয়ে। পুরো ৯০ মিনিট খেলে ব্রাদার্স ইউনিয়নকে মাত্র এক গোলই দিতে পেরেছে বসুন্ধরা। সেই গোলটিও এসেছে দ্বিতীয়ার্ধে। বিরতির পর পরেই নয়, ম্যাচ শেষ হওয়ার ২১ মিনিট আগে। এর আগে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যে।</p> <p>জয়সূচক গোলটির নায়ক তপু বর্মণ। ৬৯ মিনিটে বাংলাদেশি ডিফেন্ডারকে দারুণ এক ক্রস দেন গোলের কারিগর মিগেল দামাশিনো। বসুন্ধরা অধিনায়কের ক্রসে ব্রাদার্সের গোলরক্ষককে হেডে পরাজিত করেন ২৯ বছর বয়সী ডিফেন্ডার। পরে চেষ্টা করেও গোল শোধ দিতে পারেন ব্রাদার্স। এতে ১-০ গোলের জয়ে ফেডারেশন কাপ শুরু করে বসুন্ধরা। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অবশ্য দুই দলের কেউই স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি। কেননা মাঠটি খেলার মতো উপযোগী নয় বলে টুর্নামেন্ট শুরুর আগেই বিতর্ক তৈরি হয়েছিল।</p>