এমএলএসের বর্ষসেরা হয়েও কিসের আক্ষেপ মেসির

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
এমএলএসের বর্ষসেরা হয়েও কিসের আক্ষেপ মেসির
এমএলএসের বর্ষসেরা পুরস্কার হাতে মেসি। ছবি : সংগৃহীত

এমএলএসের বর্ষসেরা নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি। কাল লিগের পক্ষ থেকে এক বিবৃতিতে ‘ল্যান্ডন ডোনোভ্যান মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ হিসেবে মেসির নাম ঘোষণা করা হয়। 

২০১৫ সালে যুক্তরাষ্ট্রের সাবেক তারকা ফুটবলার ল্যান্ডন ডোনোভ্যানের নাম অনুসারে পুরস্কারটির নামকরণ করা হয় ‘ল্যান্ডন ডোনাভ্যান এমএলএস মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার।’

এমএলএসে ২০২৪ মৌসুমের ৩৪ ম্যাচের মধ্যে ১৯ ম্যাচ খেলেছেন মেসি।

তাতে গোল করেছেন ২০টি, করিয়েছেন আরো ১৬টি। দলকে সাপোর্টার্স শিল্ড পুরস্কার জেতাতে রেখেছেন বড় অবদান। এর স্বীকৃতিস্বরূপ পেলেন এই পুরস্কার। 

এই সিজনে রেকর্ড ৭৪ পয়েন্ট তুলতে পেরেছে মেসির দল।

যদিও চ্যাম্পিয়ন-নির্ধারণের প্লে-অফ পর্বে মায়ামির যাত্রা থেমে গেছে। বর্ষসেরা হয়েও তাই চ্যাম্পিয়ন না হওয়ার আক্ষেপ ঝরেছে মেসির কণ্ঠে, ‘এই পুরস্কারটি আমি ভিন্ন এক পরিস্থিতিতে, শনিবারের ফাইনালের সময় নিতে চাইতাম। এবারের এমএলএসে আমাদের অনেক বড় স্বপ্ন ছিল। সেটা হয়নি।
পরের মৌসুমে আমরা আরো শক্তিশালী হয়ে ফিরে চেষ্টা করব।’ শনিবার লিগের ফাইনালে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি ও নিউ ইয়র্ক রেড বুলস খেলবে।

মেসি ২০২৩ সালে মায়ামিতে যোগ দেওয়ার পর এবারই প্রথম পূর্ণ মৌসুম খেলেছেন। মায়ামিতে নিজের প্রথম মৌসুমে ১৪ ম্যাচে ১১ গোল করেন মেসি। সতীর্থদের দিয়ে করান ৫ গোল।

সেবার দলকে এনে দেন লিগস কাপের ট্রফি, যা ক্লাবটির ইতিহাসের প্রথম শিরোপা।

ইন্টার মায়ামির ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এমএলএসের সেরা খেলোয়াড় হওয়ার কীর্তি গড়েছেন মেসি।  ভোট পেয়েছেন সর্বোচ্চ ৩৮.৪৩ শতাংশ। । দ্বিতীয় সর্বোচ্চ ৩৩.৭০ ভোট পেয়েছেন কুচো হার্নান্দেস। লুইস সুয়ারেজ পেয়েছেন  ২.১৭ শতাংশ ভোট। 

মন্তব্য

সম্পর্কিত খবর

‘বাবরকে বাদ দিয়ে পাকিস্তান ক্রিকেট এগোবে কী করে’

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
‘বাবরকে বাদ দিয়ে পাকিস্তান ক্রিকেট এগোবে কী করে’
নিউজিল্যান্ডের বিপক্ষে বাবরকে বসিয়ে রাখায় ক্ষুব্ধ সাঈদ আজমল। ছবি : ক্রিকইনফো

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জায়গা হয়নি বাবর আজমের। তার সঙ্গে বাদ পড়েছেন উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ানও। তাদের বাদ দেওয়া মানতে পারছেন না সাবেক অফ স্পিনার সাঈদ আজমল।

বিশেষ করে বাবরের মতো তারকাকে বাদ দেওয়া ক্ষুব্ধ হয়েছেন আজমল।

তার মতে, পাকিস্তানের ক্রিকেটে একমাত্র তারকা ক্রিকেটারই হচ্ছেন বাবর। সেই তাকে বাদ দিয়ে পাকিস্তান ক্রিকেটকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। গণমাধ্যম স্পোর্টসস্টারকে এমনটিই জানিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার।

বাবরকে বাদ দেওয়ার বিষয়ে আজমল বলেছেন, ‘আপনার হাতে আছেই একমাত্র তারকা।

তাকেই যদি বসিয়ে রাখেন তাহলে পাকিস্তান ক্রিকেট এগিয়ে যাবে কিভাবে? এটা অনেক বড় ইস্যু। আমাদের সাবেক ক্রিকেটারদের উচিৎ মুখটা (সমালোচনা করা থেকে বিরত থাকা) বন্ধ রাখা।’

উত্থান-পত্থন ক্যারিয়ারেরই অংশ বলে জানিয়েছেন আজমল। শচীন টেন্ডুলকারকে উদাহরণ হিসেবে টেনে সাবেক অফস্পিনার বলেছেন, ‘ক্রিকেটার হিসেবে আপনাকে মানতেই হবে যে বাজে সময় ক্রিকেট ক্যারিয়ারেরই অংশ।

সারাজীবন একইভাবে খেলতে পারবেন না। এমনকি আপনি যদি শচীন টেন্ডুলকারও হতেন প্রতি ম্যাচে সেঞ্চুরি করতে পারতেন না।’

বাবর-রিজওয়ানদের এভাবে বাদ না দিয়ে আলোচনার মাধ্যমে বিশ্রাম দেওয়া যেতে পারত বলে মনে করেন আজমল। তিনি বলেছেন, ‘দেখেন, তাদে বাদ দেওয়ার প্রক্রিয়াটাই ভুল। অন্যরা করেছে, তারাই শুধু রান পায় নাই এমনটা কিন্তু নয়।

নির্বাচকদের উচিৎ ছিল তাদের সঙ্গে বসে আলোচনা করা। এরপর তাদের বোঝানো তোমার বিশ্রাম নিয়ে আরো শক্তিশালী হয়ে ফিরে আসো। বাবর-রিজওয়ান দুজনই দুর্দান্ত খেলোয়াড়। তাদের পরিসংখ্যান অন্যদের চেয়ে ভালো। পার্থক্য শুধু তারা আক্রমণাত্মকভাবে ব্যাটিং করে না। কিন্তু তারা এখন রান পাচ্ছে। আমাদের ছেলেরা হঠাৎ মনে করছে যে এটা আন্তর্জাতিক ক্রিকেট তাই প্রত্যেকে আক্রমণাত্মকভাবে খেলছে।’

মন্তব্য

৬ মাস পর ফ্রান্স দলে এমবাপ্পে

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
৬ মাস পর ফ্রান্স দলে এমবাপ্পে
কিলিয়ান এমবাপ্পে। ছবি : সংগৃহীত

ফ্রান্স জাতীয় দলে ফিরলেন কিলিয়ান এমবাপ্পে। ৬ মাস স্কোয়াডের বাইরে থাকার পর উয়েফা নেশন্স লিগে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আবার জাতীয় দলের জার্সি গায়ে জড়াবেন রিয়াল মাদ্রিদ তারকা। ওই ম্যাচে অধিনায়কত্বের ভারও থাকবে তার কাঁধে। এমবাপ্পের অধিনায়কত্বের বিষয়টি নিশ্চিত করেছেন ফরাসি কোচ দিদিয়ের দেশম।

 

সবশেষ উয়েফা নেশন্স লিগে বেলজিয়ামের বিপক্ষে জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছিলেন কিলিয়ান এমবাপ্পে। সে ম্যাচে মাত্র ২৩ মিনিট খেলেন এই ফরাসি তারকা। এরপর টানা ৪ ম্যাচে স্কোয়াড রাখা হয়নি এর ফরোয়ার্ডকে।

নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া।

 
এদিকে ইনজুরিতে দলের বাইরে থাকা মাদ্রিদ মিডফিল্ডার চুয়োমেনিও ফিরেছেন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের স্কোয়াডে। এ ছাড়া ডাক পেয়েছেন উসমান দেম্বেলে ও তরুণ ফরোয়ার্ড দিসায়ার দুয়ে।

ক্রোয়েশিয়ার স্পিট স্টেডিয়ামে ২১ মার্চ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মাঠে নামবে ফ্রান্স। দ্বিতীয় লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে ২৪ মার্চ।

ফ্রান্স স্কোয়াড

গোলরক্ষক : মাইক মাইগনান, লুকাস শেভালিয়ার, ব্রাইস সাম্বা

ডিফেন্ডার : জোনাথন ক্লস, জুলস কুন্দে, উইলিয়াম সালিবা, ইব্রাহিমা কোনাতে, দায়োত উপামেকানো, বেঞ্জামিন পাভার্ড, থিও হার্নান্দেজ, লুকাস দিগনে

মিডফিল্ডার : এদুয়ার্দো কামাভিঙ্গা, অরেলিয়েন চুয়োমেনি, মাতেও গুয়েন্দুজি, মানু কোনে, আদ্রিয়েন রাবিওট, ওয়ারেন জাইরে-এমেরি

ফরোয়ার্ড : দিসায়ার দুয়ে, ব্রাডলি বারকোলা, উসমান দেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে, কোলো মুয়ানি,  মাইকেল ওলিসে, মার্কাস থুরাম।

মন্তব্য

আফগানিস্তানের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজের পরিকল্পনা বিসিবির

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
আফগানিস্তানের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজের পরিকল্পনা বিসিবির

চলতি বছরের অক্টোবরে একটি সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।  দুই বোর্ড ইতোমধ্যেই আলোচনায় বসেছে। আশা করা হচ্ছে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে একটি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনে একমত হবে দুই বোর্ড। এমনটাই জানিয়েছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর একটি কর্মকর্তা ক্রিকবাজকে বলেছেন, আমরা ইতিমধ্যে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সাথে পূর্বে স্থগিত হওয়া সিরিজ নিয়ে আলোচনা শুরু করেছি। রমজান পরবর্তী সময়ে আরো আলোচনা হবে এবং আমরা তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার আশা করছি, কারণ আমরা এটিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বিবেচনা করছি।'

সিরিজটি অক্টোবরে হতে পারে জানিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বলেন, ‘আমি মনে করি, যদি আপনি এফটিপি (ফিউচার ট্যুর প্রোগ্রাম) দেখেন, তাহলে আপনি তথ্য পাবেন যে অক্টোবর ২ থেকে ১২ তারিখের মধ্যে একটি উইন্ডো (সময়) রয়েছে এবং আমরা তারিখ ও বিস্তারিত চূড়ান্ত করতে আলোচনা করছি।’

প্রাথমিকভাবে আফগানিস্তান ২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশের মাটিতে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল আফগানিস্তানের।

তবে ব্যস্ত সূচির কারণে ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবে সিরিজটি স্থগিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এরপর ভারতের গ্রেটার নয়ডায় জুলাই-আগস্ট মাসে একটি সীমিত ওভারের সিরিজ (তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি) আয়োজনের প্রস্তাব দেয় এসিবি, কিন্তু সেটিও বাস্তবায়িত হয়নি। বিসিবির ধারণা ছিল সেই সময় ভারতের সেই অংশের আবহাওয়া সিরিজ খেলার জন্য আদর্শ হবে না।

বাংলাদেশ ও আফগানিস্তান শেষ পর্যন্ত গত বছরের নভেম্বরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসেবে সংযুক্ত আরব আমিরাতে তিন ম্যাচের একটি ওডিআই সিরিজ খেলে।

এবার দুই দেশের ক্রিকেট বোর্ডই সুবিধাজনক সময়ে টি-টোয়েন্টি সিরিজটি আয়োজনের আত্মবিশ্বাসী।

মন্তব্য
আইপিএল-২০২৫

দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর প্যাটেল

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর প্যাটেল
অক্ষর প্যাটেল। ছবি : বিসিসিআই

আইপিলের আসন্ন আসরে অক্ষর প্যাটেলকে অধিনায়ক হিসেবে মনোনীত করেছে দিল্লি ক্যাপিটালস। ২০১৯ সালে থেকে দিল্লির হয়ে খেলা এই বাঁহাতি অলরাউন্ডার ঋষভ পন্তের স্থলাভিষিক্ত হলেন।

অধিনায়কত্ব পেয়ে অক্ষর বলেন, ‘দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হতে পারা আমার পরম সম্মানের বিষয়, এবং আমার প্রতি আস্থা রাখার জন্য আমাদের মালিক এবং সাপোর্ট স্টাফদের কাছে আমি গভীরভাবে কৃতজ্ঞ। ক্যাপিটালসে আমার সময়কালে আমি একজন ক্রিকেটার এবং একজন মানুষ হিসেবে বেড়ে উঠেছি, এবং আমি এই দলের নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত এবং আত্মবিশ্বাসী বোধ করছি।

নতুন অধিনায়ক সম্পর্কে দিল্লি ক্যাপিটালস চেয়ারম্যান কিরণ কুমার গ্র্যান্ডি বলেন, ‘অক্ষরকে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে নিয়োগ করতে পেরে আমরা আনন্দিত। ২০১৯ সাল থেকে তিনি ক্যাপিটালস পরিবারের একটি অবিচ্ছেদ্য অংশ এবং এই দল যে মূল্যবোধের উপর নির্মিত, তা তিনি ধারণ করেন। এই সিদ্ধান্তটি একজন নেতা হিসাবে তার স্বাভাবিক অগ্রগতিকে প্রতিফলিত করে।’

২০২৪ মৌসুমে পান্থের স্লো ওভার-রেটের নিষেধাজ্ঞার কারণে মাঠের বাইরে থাকতে হওয়ায় অক্ষর দিল্লির হয়ে একটি মাত্র ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন।

অবশ্য ঘরোয়া অন্য আসরে নেতৃত্ব দেওয়ার নজির আছে তার। সৈয়দ মুশতাক আলি ট্রফিতে ১৬ ম্যাচে গুজরাটের নেতৃত্ব দিয়েছেন অক্ষর। এই বছরের শুরুতে তিনি টি-টোয়েন্টিতে ভারত জাতীয় দলের সহ-অধিনায়ক পদেও উন্নীত হন।

দিল্লির অধিনায়ক পন্ত এবার ধরে রাখা খেলোয়াড়দের মধ্যে ছিলেন না, কারণ উইকেটকিপার-ব্যাটার নিলামে যাওয়ার সিদ্ধান্ত নেন, যেখানে শেষ পর্যন্ত লখনউ সুপার জায়ান্টস তাকে ২৭ কোটি টাকার রেকর্ড মূল্যে কিনে নেয়।

১৬.৫ কোটি টাকায় দিল্লি ধরে রাখে অক্ষর প্যাটেলকে।  

২৪ মার্চ লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৫ আইপিএল শুরু করবে দিল্লি। অক্ষরদের প্রতিপক্ষ দলটির নেতৃত্ব দেবেন তাদের পন্ত।

মন্তব্য

সর্বশেষ সংবাদ