ঢাকা, শুক্রবার ১৪ মার্চ ২০২৫
২৯ ফাল্গুন ১৪৩১, ১৩ রমজান ১৪৪৬

ঢাকা, শুক্রবার ১৪ মার্চ ২০২৫
২৯ ফাল্গুন ১৪৩১, ১৩ রমজান ১৪৪৬

ঐতিহাসিক জয়ে সরাসরি বিশ্বকাপে খেলার সম্ভাবনা টিকিয়ে রাখল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
ঐতিহাসিক জয়ে সরাসরি বিশ্বকাপে খেলার সম্ভাবনা টিকিয়ে রাখল বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজকে ৬০ রানে হারিয়েছে বাংলাদেশ। ছবি : উইন্ডিজ ক্রিকেট

প্রথম ওয়ানডেতে হারের পর দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ দল। আর তাতেই সরাসরি বিশ্বকাপে খেলার সম্ভাবনা টিকিয়ে রইলো বাংলাদেশের মেয়েদের। এখন শেষ ম্যাচ জিতলে ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলবে নিগার সুলতানার দল।

সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৬০ রানে হারিয়েছে বাংলাদেশ।

প্রথমে ব্যাট করে জ্যোতির ১২০ বলে ৬৮ রানে ভর করে ১৮৪ রানের পুঁজি পায় বাংলাদেশের মেয়েরা । জবাবে বাংলাদেশি বোলারদের দুর্দান্ত বোলিংয়ে  ৩৫ ওভারে স্রেফ ১২৪ রানে থেমে যায় স্বাগতিক দল।

১৮৫ রানের লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজ প্রথম উইকেট হারায় তৃতীয় ওভারে। কিয়ানা জোসেফকে উইকেটের পেছনে ক্যাচ বানান  মারুফা।

বিপদজনক হেইলি ম্যাথিউসকে থামান  থামান নাহিদা। খানিক পর দান্দেন্দ্র ডটিনকেও তুলে নেন মারুফা। 
শেমাইন ক্যাম্পবেল আশা বাঁচিয়ে রেখেছিলেন দলের। ২৮ রান করা কিপার ব্যাটারকে বোল্ড করে দেন নাহিদা।
মান্ডি মানগ্রুকেও নাহিদা শিকার বানালে ৭০ রানে পড়ে যায় ৬ উইকেট। বাকিরাও উইকেট নেওয়া শুরু করলে আর ম্যাচে থাকেনি ক্যারিবিয়ানরা।

বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার ৩০ রানে ৩ উইকেট নিয়েছেন। দুই লেগ স্পিনার রাবেয়া খান ও ফাহিমা খাতুন ও পেসার মারুফা আক্তার পেয়েছেন ২টি করে উইকেট।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৫৬ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশও।

এরপর সোবহানা মুশতারিকে নিয়ে জুটি গড়েন জ্যোতি।  দুজনের ৫১ রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর কিছুটা পথ মিলে যায়। মুশতারির পর ফাহিমা খাতুন দ্রুত ফিরে গেলে স্বর্ণা আক্তারকে নিয়ে এগুতে থাকেন জ্যোতি। তিনিই পুরো ইনিংসে টেনে নেন দলকে। স্বর্ণা ২১ করে আউট হয়ে গেলে দলকে লড়াইয়ের পুঁজি এনে দিতে দৃঢ়তা দেখান জ্যোতি। ৪৯তম ওভারে থামার আগে ৭ চারে ৬৮ করে বাংলাদেশের অধিনায়ক। তিনি আউট হওয়ার পর আর কোন রান যোগ হয়নি, তবে তাতেই মিলে যায় জয়ের ভিত।  

দুই  শ’র নিচে পুঁজি নিয়ে প্রথম ওয়ানডেতে হারলে দ্বিতীয় ম্যাচে ঠিকই জয় পেল বাংলাদেশ। আর তাতেই হয়ে যায় আরেক রেকর্ড। নারীদের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটি প্রথম জয় বাংলাদেশের। 

মন্তব্য

সম্পর্কিত খবর

তিন ম্যাচ পর মাঠে ফিরেই মেসির গোল, শেষ আটে মায়ামি

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
তিন ম্যাচ পর মাঠে ফিরেই মেসির গোল, শেষ আটে মায়ামি
দ্বিতীয় গোলের পর লিওনেল মেসির উদযাপন। ছবি : এএফপি

চোট শঙ্কায় টানা তিন ম্যাচ মাঠের বাইরে থাকার পর অবশেষে মাঠে ফিরে গোলের দেখা পেয়েছেন লিওনেল মেসি। কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ ষোলোর দ্বিতীয় লেগে আজ ক্যাভালিয়েরের বিপক্ষে ইন্টার মায়ামি জিতেছে ২-০ ব্যবধানে।

প্রথমবারের মতো জ্যামাইকায় খেলতে যাওয়ায় মেসিকে নিয়ে দেশটিতে উত্তেজনা ছিল তুঙ্গে। এমনকি মেসির কারণে ক্যাভালিয়েরের ৩ হাজার ধারণ ক্ষমতাসম্পন্ন মাঠ থকে ম্যাচটি সরিয়ে নেওয়া হয় ন্যাশনাল স্টেডিয়াম ইনডিপেনডেন্টস পার্কে।

পরিবর্তিত এই মাঠের ধারণক্ষমতা ছিল প্রায় ৩৫ হাজার। আর মেসিকে একনজর ধেখতে কানান-কানায় ভর্তি ছিল গ্যালারি।

আরো পড়ুন
তিন গেমসের প্রশিক্ষণে ৫০ কোটি টাকার বাজেট

তিন গেমসের প্রশিক্ষণে ৫০ কোটি টাকার বাজেট

 

কিন্তু এত কিছুর পরও ম্যাচের শুরু থেকে ছিলেন না মেসি। তবে দর্শকদের হতাশ করেননি।

বিরতির পর ম্যাচের ৫৩ মিনিটে লুইস সুয়ারেজের বদলি হিসেবে মাঠে নামেন আর্জেন্টাইন তারকা। আর তিন ম্যাচ পর মাঠে নেমে দারুণ এক গোলও করেছেন। আর দর্শকেরা ফিরেছেন মেসিকে গোল করতে দেখার আনন্দ নিয়ে।

প্রথমার্ধে সুয়ারেজের পেনাল্টি গোলে ৩৭ মিনিটে এগিয়ে যায় ইন্টার মায়ামি।

আর যোগ করা সময়ে  দ্বিতীয় গোলটি করেছেন মেসি। আর মেসির গোলের পর ক্যাভালিয়েরের বিপক্ষে ইন্টার মায়ামি জিতেছে ২-০ ব্যবধানে। এর ফলে দুই লেগ মিলিয়ে ৪-০ গোলের জয় নিয়ে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ আটে পৌঁছে গেছেন মেসিরা। 

আরো পড়ুন
১০০০ টাকার একটি নোট ছাপাতে কত খরচ হয়

১০০০ টাকার একটি নোট ছাপাতে কত খরচ হয়

 
মন্তব্য

তিন গেমসের প্রশিক্ষণে ৫০ কোটি টাকার বাজেট

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
শেয়ার
তিন গেমসের প্রশিক্ষণে ৫০ কোটি টাকার বাজেট

দ্বাদশ এসএ গেমসের তারিখ চূড়ান্ত হয়ে গেছে। অ্যাথলেটরা আছেন প্রস্তুতি শুরুর অপেক্ষায়। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনও বসে নেই। তারা প্রাথমিক একটি প্রস্তুতি পরিকল্পনা সাজিয়ে ফেলেছে এর মধ্যেই।

তবে খেলোয়াড়দের সেই প্রশিক্ষণের আওতায় আনতে প্রথমেই চাই অর্থ। যার জন্য তারা একটি খসড়া বাজেটও জমা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদে।

আগামী জানুয়ারিতে দক্ষিণ এশীয় গেমসের আগে নভেম্বরে ইসলামিক সলিডারিটি গেমস এবং তার আগে এশিয়ান যুব গেমসও আছে। তিনটি গেমসের জন্য একই সঙ্গে প্রস্তুতি পরিকল্পনা সাজাতে হয়েছে তাই বিওএকে।

তিনটি গেমসের সেই প্রশিক্ষণ খাতে ৫০ কোটি টাকার বাজেট জমা দিয়েছে তারা জাতীয় ক্রীড়া পরিষদে। ‘আসলে যেমনটা হওয়া উচিত, শীর্ষ অ্যাথলেটরা সারা বছর অনুশীলনের মধ্যে থাকবে। গেমস এলে তখন আর নতুন করে কিছু শুরু করতে হবে না। কিন্তু আমাদের দেশে তো সেই চর্চা নেই।

প্রতিটা গেমসের আগে প্রশিক্ষণ নিয়ে দুশ্চিন্তা, অর্থ নিয়ে দুশ্চিন্তা’, বলছিলেন বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।

তিনি জানিয়েছেন, আগামী মাসে বিওএর কার্যনির্বাহী কমিটির সভায় খসড়া এই বাজেট চূড়ান্ত হবে। পাকিস্তানে এবারের আসরে ২৬টি ডিসিপ্লিনে হবে খেলা। দুই-একটি বাদে বাংলাদেশ অংশ নেবে বাকি সব কটিইতেই।

মন্তব্য

দুই বছরের জন্য আইপিএলে নিষিদ্ধ ব্রুক!

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
দুই বছরের জন্য আইপিএলে নিষিদ্ধ ব্রুক!
আইপিএল দুই বছরের জন্য নিষিদ্ধ হতে যাচ্ছেন ব্রুক। ছবি : ক্রিকইনফো

আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার সময়ই বোঝা গিয়েছিল বড় শাস্তি পেতে যাচ্ছেন হ্যারি ব্রুক। আনুষ্ঠানিকভাবে এখনো জানা না গেলেও, শোনা যাচ্ছে ২ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন ইংল্যান্ডের ব্যাটার।

বিসিসিআইয়ের এক সূত্রের বরাত দিয়ে এমনটিই জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। ব্রুককে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে বিসিসিআই।

ভারতীয় বোর্ডের এক কর্মকর্তা গণমাধ্যমটিকে বলেছেন, ‘ইসিবি এবং হ্যারি ব্রুককে দুই বছরের নিষেধাজ্ঞার একটি আনুষ্ঠানিক বার্তা পাঠিয়েছে বিসিসিআই। গত বছরের নিলামের পরেই টুর্নামেন্টের নীতি অনুযায়ী প্রত্যেক ক্রিকেটারকে বিষয়টি জানানো হয়েছে। বোর্ডের তৈরি এই নীতি সব ক্রিকেটারকে মানতে হবে।’

আইপিএলের নতুন নিয়মে বলা হয়েছে, ‘যেকোনো খেলোয়াড় রেজিস্ট্রেশন করে এবং নির্বাচন করার পর টুর্নামেন্ট শুরুর আগে নিজেকে সরে নেন, তাকে টুর্নামেন্ট এবং নিলামে দুই মৌসুমের জন্য নিষিদ্ধ করা হবে।

এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার কথা ছিল ব্রুকের। নিলাম থেকে ৬ কোটি ২৫ লাখ রুপিতে তাকে দলে নিয়েছিল দিল্লি। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। এর আগের আসরেও নাম সরিয়ে নেন ব্রুক।

সেবার ৪ কোটি রুপিতে নিয়েছিল দিল্লিই।

মন্তব্য

দ্য হানড্রেডে দল পাননি বাংলাদেশের কোনো ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
দ্য হানড্রেডে দল পাননি বাংলাদেশের কোনো ক্রিকেটার
দ্য হানড্রেডে দল পাননি বাংলাদেশের কোনো ক্রিকেটার। ছবি : ক্রিকইনফো

দ্য হানড্রেডে খেলতে প্লেয়ার্স ড্রাফটে বাংলাদেশের ২৯ জন ক্রিকেটার নাম লিখেছিলেন। তবে আজকের নিলামে কোনো ক্রিকেটারই দল পাননি। সাকিব আল হাসান-রিশাদ হোসেনদের দলে ভেড়াতে কোনো ফ্র্যাঞ্চাইজিই আগ্রহ দেখায়নি।

টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ১ লাখ ২০ হাজার পাউন্ডের ভিত্তিমূল্যে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে নাম ছিল সাকিবের।

বাংলাদেশি অলরাউন্ডারের পরেই ৬৩ হাজার পাউন্ডের ক্যাটাগরিতে ছিলেন লেগ স্পিনার রিশাদ। অন্যদিকে ৫২ হাজার পাউন্ডের ক্যাটাগরিতে ছিলেন তিন ক্রিকেটার। তারা হচ্ছেন লিটন দাস, তাওহিদ হৃদয় ও শেখ মাহাদী।

ভিত্তিমূল্য ৪১ হাজার ৫০০ পাউন্ডের ক্যাটাগরিতে ছিলেন চার ক্রিকেটার।

তারা হচ্ছেন তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরীফুল ইসলাম। নির্দিষ্ট ভিত্তিমূল্য ছাড়াই বাকি ২০ ক্রিকেটার হচ্ছেন খালেদ আহমেদ, নাসুম আহমেদ, আলিস আল ইসলাম, জাকের আলী অনিক, এনামুল হক বিজয়, শামীম হোসেন পাটোয়ারি, ইবাদত হোসেন চৌধুরী, জাকির হাসান, সাইফ হাসান, আফিফ হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, হাসান মাহমুদ, রুয়েল মিয়া, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, রনি তালুকদার ও মোহাম্মদ সাইফউদ্দিন।

বাংলাদেশের মতো দল পাননি পাকিস্তানের ৪৫ ক্রিকেটারও। আগামী ৫ আগস্ট টুর্নামেন্টেটি শুরু হবে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ