ভারত-বাংলাদেশ ম্যাচ নিয়ে উত্তেজনার শেষ নেই। বরাবরই রোমাঞ্চ ছড়ায় এই ফুটবল দ্বৈরথ। তাতে এবার বাড়তি আকর্ষণ হামজা চৌধুরী। বাংলাদেশের বড় ভরসাও তিনি। ছবি : মীর ফরিদ, শিলং থেকে
মৃত্যুর মুখ থেকে ফিরে আসা তামিম ইকবালকে আবার ব্যাট হাতে দেখা যাবে? এই প্রশ্নের উত্তরের জন্য অন্তত তিন মাস অপেক্ষা করতে বলেছেন তাঁর চিকিৎসকরা। তবে তামিম যেভাবে সুস্থ হয়ে উঠছেন, তাতে দ্রুত এই অভিজ্ঞ ক্রিকেটারের মাঠে ফেরার আশা দেখছেন তাঁর চাচা আকরাম খান। গতকাল সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে তামিমের বর্তমান অবস্থাও জানান তিনি।