<p>দুই কোরিয়ার মধ্যে দিয়ে চলে যাওয়া সুরক্ষিত সীমান্তের পাশে আন্তঃ কোরিয়ান সড়ক ও রেললাইনের অংশ বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দিয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী আজ মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।</p> <p>প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যরাতের দিকে দক্ষিণের সঙ্গে সংযুক্ত সড়ক ও রেললাইনের উত্তরের কিছু অংশ উড়িয়ে দেওয়া হয়েছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ কথা জানিয়েছেন। জবাবে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী প্রতিবেশীদের বিভক্ত সামরিক সীমানারেখার দক্ষিণে সতর্কীকরণ গুলি ছোড়ে, তবে গুলির ফলে সীমান্তের সিউলের দিকে কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে বাহিনীটি।</p> <p>পিয়ংইয়ং গত সপ্তাহে আন্তঃ কোরীয় সড়ক ও রেলপথ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করার কথা বলেছিল। এ ছাড়া সীমান্তের পাশের এলাকাগুলোতে  নিরাপত্তা আরো শক্তিশালী করার ঘোষণা দেওয়ার পর বিস্ফোরণের এ ঘটনা ঘটল। এর আগে সিউল সোমবার সতর্ক করে বলেছিল, উত্তর কোরিয়া একটি বিস্ফোরণ ঘটানোর জন্য প্রস্তুত হচ্ছে। উত্তর কোরিয়া ইতিমধ্যেই সীমান্তে ল্যান্ডমাইন এবং প্রতিবন্ধক স্থাপন করছে। সোমবার ভারী সরঞ্জাম ব্যবহার করে অন্যান্য কাজ করতেও দেখা গেছে এবং এ ঘটনার পর তাদের নজরদারি এবং প্রস্তুতি বাড়িয়েছে বলে জেসিএস জানিয়েছে।</p> <p>১৯৫০-৫৩ সালে যুদ্ধবিরতিতে যুদ্ধ শেষ হওয়ার পরেও দুই কোরিয়া এখনো প্রযুক্তিগতভাবে যুদ্ধে রয়েছে। আন্তঃসীমান্ত সংযোগগুলো দেশ দুটির মধ্যে সমঝোতার সময়কালের অবশিষ্টাংশ। নেতাদের মধ্যে ২০১৮ সালে একটি শীর্ষ সম্মেলনে তারা ঘোষণা করেছিল, সেখানে আর যুদ্ধ হবে না এবং শান্তির একটি নতুন যুগের সূচনা হবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ইরানের বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা জারি করল ইইউ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/15/1728971640-b1b2f18193dc99a1a760ace02ead45b1.gif" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ইরানের বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা জারি করল ইইউ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/10/15/1435324" target="_blank"> </a></div> </div> <p>ইয়োনহাপ নিউজ এজেন্সি অনুসারে আন্তঃকোরিয়ান সড়কটি পুনর্নির্মাণের জন্য দক্ষিণ কোরিয়া করদাতার অর্থে প্রায় ১৮০ বিলিয়ন ওয়ান (১৩২ মিলিয়ন ডলার) ব্যয় করেছে।</p> <p>উত্তর কোরিয়ার অভিযোগ, দক্ষিণ কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের দিকে ড্রোন পাঠিয়েছে। এর পরেই দুই কোরিয়ার মধ্যে দ্বন্দ্ব বেড়েছে। উত্তর কোরিয়া গত শুক্রবার বলেছে, ড্রোনগুলো উত্তর কোরিয়াবিরোধী প্রচুর লিফলেট ছড়িয়ে দিয়েছে। যাকে তারা রাজনৈতিক এবং সামরিক উসকানি বলে অভিহিত করেছে এবং এমন ঘটনা সশস্ত্র সংঘাতের দিকে নিয়ে যেতে পারে বলেও জানিয়েছে। </p> <p>এদিকে দক্ষিণ কোরিয়ার সামরিক বা বেসামরিক ব্যক্তিরা কথিত ড্রোনটি উড়িয়েছিল কি না সে সম্পর্কে প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করেছেন দক্ষিণ কোরিয়ার জেসিএসের একজন মুখপাত্র।</p> <p>উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সোমবার প্রতিরক্ষা ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক করেছেন। কিভাবে ‘শত্রুর গুরুতর উসকানি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে’ এবং কিভাবে এর জবাব দিতে হবে, তা নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। উত্তর কোরিয়ার সরকারি নাম ডেমোক্র্যাটিক পিপলস রিপাবলিক অব কোরিয়ার (ডিপিআরকে)।</p> <p>সূত্র : রয়টার্স</p>