<p>লেবাননের শক্তিশালী সামরিক গোষ্ঠী হিজবুল্লাহ মঙ্গলবার ঘোষণা করেছে, ডেপুটি সেক্রেটারি জেনারেল নাইম কাসেম তাদের নতুন প্রধান হিসেবে নিযুক্ত হবেন।</p> <p>দীর্ঘমেয়াদি নেতা হাসান নাসরাল্লাহ গত মাসে বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন। তারই স্থলাভিষিক্ত হচ্ছেন নাইম কাসেম। ইসরায়েলের ধারাবাহিক হামলায় হিজবুল্লাহর বেশির ভাগ শীর্ষ নেতা নিহত হওয়ার পর জীবিত কয়েকজন নেতার মধ্যে কাসেম অন্যতম। লেবাননে সাম্প্রতিক সপ্তাহগুলোতে সংঘাত আরো বৃদ্ধি পাওয়ার মধ্যেই এই নিয়োগের ঘোষণা এলো।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নাসরাল্লাহর সম্ভাব্য উত্তরসূরি মারা গেছেন? যা বলল ইসরায়েল" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/07/1728314326-f3ccdd27d2000e3f9255a7e3e2c48800.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নাসরাল্লাহর সম্ভাব্য উত্তরসূরি মারা গেছেন? যা বলল ইসরায়েল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/10/07/1432826" target="_blank"> </a></div> </div> <p>নাইম কাসেম প্রায় ৩০ বছর ধরে হিজবুল্লাহর ডেপুটি সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি গোষ্ঠীটির অন্যতম পরিচিত মুখ হিসেবে পরিচিত। তাকে দলটির শুরা কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত করা হয়েছে বলে হিজবুল্লাহ জানিয়েছে। তবে তার বর্তমান অবস্থান স্পষ্ট নয়। কিছু সূত্রে বলা হয়েছে, তিনি হিজবুল্লাহর প্রধান সমর্থক দেশ ইরানে আশ্রয় নিয়েছেন।</p> <p>কাসেমের পদোন্নতি ঘোষণা করতে গিয়ে হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, ‘তিনি এই যাত্রায় বরকতময় পতাকা বহন করছেন।’ বিবৃতিতে প্রয়াত হাসান নাসরাল্লাহ ও সংঘাতে নিহত অন্যদেরও সম্মান জানানো হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="খোঁজ পাওয়া যাচ্ছে না নাসরাল্লাহর সম্ভাব্য উত্তরসূরির" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/05/1728138732-f3ccdd27d2000e3f9255a7e3e2c48800.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>খোঁজ পাওয়া যাচ্ছে না নাসরাল্লাহর সম্ভাব্য উত্তরসূরির</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/10/05/1432111" target="_blank"> </a></div> </div> <p>এর আগে নতুন নেতৃত্ব হিসেবে হাশেম সাফিয়েদ্দিনের হাতে ক্ষমতা হস্তান্তরের কথা ছিল। তবে ২২ অক্টোবর জানা যায়, প্রায় তিন সপ্তাহ আগে ইসরায়েলি বিমান হামলায় তিনিও নিহত হয়েছেন।</p> <p>সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েল লেবাননের বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে। তারা হিজবুল্লাহর অপারেটিভ, অবকাঠামো ও অস্ত্র লক্ষ্য করে এসব হামলা চালানোর দাবি করেছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ইসরায়েলের ‘সবচেয়ে বড় শত্রু’র মৃত্যু নিশ্চিত করল হিজবুল্লাহ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/28/1727527629-f3ccdd27d2000e3f9255a7e3e2c48800.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ইসরায়েলের ‘সবচেয়ে বড় শত্রু’র মৃত্যু নিশ্চিত করল হিজবুল্লাহ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/09/28/1429800" target="_blank"> </a></div> </div> <p>গাজায় যুদ্ধের কারণে প্রায় এক বছর ধরে চলমান সীমান্ত সংঘর্ষের পর ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থান নেয়। ইসরায়েল সীমান্ত এলাকায় হিজবুল্লাহর রকেট, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে বাস্তুচ্যুত হওয়া বাসিন্দাদের নিরাপদে ফিরিয়ে আনতে চায়। গত এক বছরে লেবাননে দুই হাজার ৭০০ জনেরও বেশি মানুষ নিহত এবং প্রায় সাড়ে ১২ হাজার জন আহত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। একই সময়ে হিজবুল্লাহ ইসরায়েলে হাজার হাজার রকেট ও ড্রোন হামলা চালিয়েছে, ফলে উত্তর ইসরায়েল ও অধিকৃত গোলান উপত্যকায় কমপক্ষে ৫৯ জন নিহত হয়েছে।</p> <p>সূত্র : বিবিসি</p>