<p>ভারতের উত্তরাখণ্ডের রামনগরের কাছে বাস খাদে পড়ে কমপক্ষে ২৩ জন মারা গেছেন বলে জানা গিয়েছিল। এখন মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৩৬ জনে। সোমবার একজন সরকারি কর্মকর্তা এ কথা জানিয়েছেন। </p> <p>উত্তরাখণ্ড রাজ্যের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা দীপক রাওয়াত সাংবাদিকদের বলেন, ‘এখন পর্যন্ত ৩৬ জন নিহতের খবর নিশ্চিত করা হয়েছে।’ গুরুতর আহত তিনজনকে হেলিকপ্টার ব্যবহার করে হাসপাতালে পাঠানো হয়েছে।</p> <p>বাসটি গারোয়াল থেকে কুমায়ুন যাচ্ছিল, পথে মারচুলার কাছে ২০০ ফিট গভীর খাদে পড়ে যায়। পুলিশ ও জেলা বিপর্যয় মোকাবেলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে। সরকারি উদ্ধারকারী দলগুলো যে ছবিগুলো প্রকাশ করেছে, তাতে দেখা গেছে, খাদে বাসের বিধ্বস্ত ধ্বংসাবশেষ পড়ে আছে। গাড়ির সামনের দিকটা প্রায় ধ্বংস হয়ে গেছে। স্বেচ্ছাসেবকরাও আহতদের বের করতে সাহায্য করছে। মৃতদেহগুলো বের করে একটি ট্রাকের পেছনে রাখা হচ্ছে।</p> <p>পাহাড়ি হিমালয় অঞ্চলের রাস্তায় সড়ক দুর্ঘটনা সাধারণ ঘটনা হয়ে পড়েছে। বেশির ভাগ ক্ষেত্রেই খারাপ রক্ষণাবেক্ষণ এবং বেপরোয়া গাড়ি চালানোর কারণে এমন দুর্ঘটনা ঘটে। </p> <p>প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সড়ক দুর্ঘটনায় যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মোদির কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, হতাহতদের পরিবারকে সহায়তা প্রদান করা হবে। </p> <p>উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি বলেছেন, সরকারি কর্মকর্তাদের উদ্ধার ও ত্রাণের কাজে আরো গতি আনতে বলা হয়েছে।  তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করে বলেছেন, ‘খুবই দুর্ভাগ্যজনক দুর্ঘটনা। আলমোরা জেলার মারচুলার কাছে এই দুর্ঘটনায় প্রাণহানি হয়েছে। জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন দ্রুত ত্রাণ ও উদ্ধারকাজ চালায়।’ নিহতদের পরিবারকে চার লাখ টাকা ও আহতদের এক লাখ টাকা দেওয়া হবে। ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে।</p> <p>সূত্র : এএফপি</p>