চেয়ারম্যান : আপনার পড়াশোনা তো ফলিত পরিসংখ্যানে। বলুন ৭, ৭, ৭-এর ভ্যারিয়েন্স কত?
—শূন্য।
আচ্ছা বলুন, গ্রামীণ এলাকায় আইসিটি সেক্টরের উন্নতির উপকারিতাগুলো কী কী?
—স্যার, এতে সরকারি সেবাপ্রাপ্তি সহজলভ্য হবে। এ ছাড়া শিক্ষার্থীরা উন্নত শিক্ষার সংস্পর্শে আসবে।
এ ছাড়া ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে গ্রামীণ বেকাররা আত্মকর্মসংস্থানের সুযোগ পাবে।
প্রত্যন্ত অঞ্চলে আইসিটি প্রসারে প্রতিবন্ধকতা কী কী?
—লোডশেডিং সমস্যা একটা বড় ইস্যু। ইন্টারনেট সংযোগের বিস্তার ও গতি নিশ্চিত করাটাও একটা চ্যালেঞ্জ। এ ছাড়া প্রত্যন্ত অঞ্চলের জনসাধারণের মাঝে ডিজিটাল লিটারেসির অভাব আছে।
এই প্রতিবন্ধকতা দূরীকরণে কী পদক্ষেপ নেওয়া যায়?
—সমস্যাগুলো চিহ্নিত করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করতে হবে। সরকারি সংস্থা ও বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে এগুলো দূর করার ব্যবস্থা নেওয়া দরকার।
এক্সটার্নাল-১ : অটোমেশনের ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জ কী কী?
—এ ক্ষেত্রে সাইবার সিকিউরিটি একটা চ্যালেঞ্জ। এ ছাড়া অটোমেশন হলে কর্মী ছাঁটাই হতে পারে, এতে বেকারত্ব বাড়বে।
এটা একটা চ্যালেঞ্জ।
চেয়ারম্যান : বাংলাদেশে পর্যটনশিল্পে সমস্যাগুলো কী কী?
—ট্যুরিস্ট নিরাপত্তার অভাব, অবকাঠামোগত দুর্বলতা, পর্যাপ্ত ব্র্যান্ডিংয়ের অভাব, অনুন্নত যোগাযোগব্যবস্থা ইত্যাদি।
সমস্যার সমাধান কী হতে পারে?
—স্যার, ট্যুরিস্ট পুলিশদের আরো সক্রিয় ও তৎপর হতে হবে। পরিকল্পিত উপায়ে অবকাঠামো নির্মাণ করতে হবে। পরিবেশবান্ধব রিসোর্ট তৈরি করতে হবে।
অখ্যাত কিন্তু দৃষ্টিনন্দন এমন স্থানের প্রচারণায় ডকুমেন্টারি করা যেতে পারে।
এক্সটার্নাল-১ : ভার্চুয়াল রিয়ালিটি ও সিমুলেশন কী?
—স্যার, ভার্চুয়াল রিয়ালিটি প্রকৃতপক্ষে বাস্তব নয়, কিন্তু বাস্তবের মতো। আর সিমুলেশন হচ্ছে বাস্তব অবস্থা বোঝার জন্য একটা কম্পিউটার মডেলিং। বিমান চালনা শেখানোসহ বিভিন্ন কাজে সিমুলেশনের ব্যবহার হয়।
এক্সটার্নাল-২ : আচ্ছা বলো, আইন ও অধ্যাদেশের পার্থক্য কী?
—স্যার, আইন সংসদে বিল আকারে পাস হয়। কোনো কারণে সংসদ কার্যকর না থাকলে রাষ্ট্রপতি সংবিধানের ৯৩ ধারা অনুযায়ী অধ্যাদেশ জারি করতে পারেন।
আইনের ক্ষেত্রে ‘পিও’ বলতে কী বোঝ? এর সঙ্গে অধ্যাদেশের পার্থক্য বলো।
—দুঃখিত, স্যার। (সঠিক উত্তর—সংবিধান বা সংসদ কার্যকর না থাকলে প্রেসিডেন্ট যে আদেশ দেন সেটাই প্রেসিডেন্ট’স অর্ডার বা পিও।)
এসআরও বলতে কী বোঝ?
—স্যার, এসআরও হচ্ছে স্ট্যাটুটরি রেগুলেটরি অর্ডার। সরকার সংসদে প্রণীত আইন ব্যাখ্যার জন্য এসআরও জারি করতে পারে। এ ছাড়া সরকারি সব আইন, বিধি, প্রবিধিতে একটি এসআরও নম্বর দেওয়া হয়।
বাংলা সাহিত্যে পঞ্চকবি কারা?
—রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন ও অতুলপ্রসাদ সেন।
তাঁদের কেন পঞ্চকবি বলা হয়? পঞ্চপাণ্ডবদের সঙ্গে তাঁদের পার্থক্য কোথায়?
—স্যার, পঞ্চকবিগণ কবিতা লেখার পাশাপাশি একই সঙ্গে গীতিকার, সুরকার এবং গায়ক। অন্যদিকে পঞ্চপাণ্ডব তাঁরাই (অমিয় চক্রবর্তী, জীবননান্দ দাশ, বুদ্ধদেব বসু , বিষ্ণু দে, সুধীন্দ্রনাথ দত্ত), যাঁরা রবীন্দ্র ধারার বাইরে এসে আধুনিক কবিতার সৃষ্টি করেছিলেন।
এক্সটার্নাল-১ : সাবরাং-এর নাম শুনেছ?
—জি স্যার। এটা টেকনাফে অবস্থিত একটা উদীয়মান পর্যটন এলাকা।
এক্সটার্নাল-১ : ‘সম্ভাব্যতা’ ব্যাখ্যা করো।
—স্যার, পরিসংখ্যানের ভাষায় অনুকূল ফলাফলকে মোট ফলাফল দিয়ে ভাগ করলে সম্ভাব্যতা পাওয়া যাবে। এর মান ০-১। উদাহরণস্বরূপ—একটা মেডিক্যাল কলেজে আসনসংখ্যা ৫টি। ভর্তি পরীক্ষা দিয়েছে ২০ জন। তাহলে ভর্তীচ্ছু শিক্ষার্থীদের চান্স পাওয়ার সম্ভাবনা ৫/২০।
[চেয়ারম্যান স্যার বললেন, ‘ঠিক আছে, আপনার ভাইভা শেষ, আপনি আসুন।’]