<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফিলিপিন্সের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে দেশটির একটি সিনেট তদন্তে বলেছেন, প্রেসিডেন্ট হওয়ার আগে একটি শহরের মেয়র থাকা অবস্থায় কয়েকজন গ্যাংস্টারের সমন্বয়ে গুপ্তহত্যা বাহিনী নিয়ন্ত্রণ করতেন। অন্য অপরাধীদের হত্যা করার জন্য এটি করতেন বলে দাবি করেছেন দুতার্তে। গত সোমবার দুতার্তে স্বীকার করেছেন, তিনি ওই সময় গ্যাংস্টারদের বলতেন, অমুক ব্যক্তিকে হত্যা করো, এটি না করলে তোমাকে হত্যা করা হবে। পুলিশকে বুদ্ধিও দিতেন এ ব্যাপারে, যেন তারা অপরাধীদের লড়াই করতে প্রলুব্ধ করে। এটা তিনি করতেন, যেন সেই অপরাধীদের লড়াই করার অপরাধে হত্যা করার ন্যায্যতা তৈরি করা যায়। দুতার্তে ফিলিপিন্সের প্রেসিডেন্ট থাকা অবস্থায় মাদকের বিরুদ্ধে বিতর্কিত অভিযানে ছয় হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছিল। মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে, ওই সময় ৩০ হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছিল। মাদকের সঙ্গে যোগসূত্র না থাকা ব্যক্তিকেও হত্যা করা হয়েছে সে সময়। ওই হত্যার বিষয়টি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট তদন্ত করে দেখছে। সূত্র : বিবিসি</span></span></span></span></span></p>