<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ক্রীড়া প্রতিবেদক : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রত্যাশা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> জাগিয়েও সাফের ফাইনালে ভারতের সঙ্গে পেরে ওঠেনি অনূর্ধ্ব-১৭ দল। কম্বোডিয়ায় এশিয়ান কাপ বাছাই টুর্নামেন্টও তারা শুরু করেছিল স্বাগতিকদের কাছে হারের হতাশা নিয়ে। তবে দলটির সামর্থ্য যে আরো বেশি, গতকাল দ্বিতীয় ম্যাচে ফিলিপিন্সকে ১-০ গোলে হারিয়ে আবার তারা তা জানান দিয়েছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><img alt="যুবা" height="173" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/10.October/17-10-2024/mk/kalerkantho-sp-14-2024-10-24-08a.jpg" style="float:left" width="173" />ফিলিপিন্সের বিপক্ষে ম্যাচের ১৭ মিনিটে ফ্রি কিক থেকে শফিক রহমানের অসাধারণ এক গোল এগিয়ে দেয় বাংলাদেশকে। গত অনূর্ধ্ব-২০ সাফে ফাইনালে নেপালকে হারানোর পথে ঠিক এমনই দৃষ্টিনন্দন গোল ছিল মিরাজুল ইসলামের। ঠিক বক্সের বাইরে থেকে কিছুটা নিচু আর গতিময় শটে এদিন বল জালে জড়িয়েছে শফিক। এগিয়ে যাওয়ার পর দারুণভাবে ম্যাচের নিয়ন্ত্রণটাও রাখতে পেরেছে সাইফুল বারীর দল। সুযোগ এসেছে ব্যবধান বাড়ানোর। সেটি না হলেও লিড হাতছাড়া করেনি যুবারা। শেষ দিকে গোলরক্ষক আলিফ রহমান অসাধারণ সেভে পোস্ট অক্ষত রেখেছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রবাসী ফুটবলার আরহাম ইসলামেরও এই জয়ে বড় কৃতিত্বে। বক্সের ঠিক সামনে ড্রিবল করে ভেতরে ঢোকার মুখেই তাকে ফেলে দিয়েছিল প্রতিপক্ষ ডিফেন্ডার। তাতেই অমন সুবিধাজনক জায়গায় ফ্রি কিক পায় বাংলাদেশ। সেটি কি দারুণভাবেই না কাজে লাগিয়েছে শফিক।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই জয়ে মূল পর্বে যাওয়ার সম্ভাবনা খোলা থাকল বাংলাদেশের। ম্যাকাও ও আফগানিস্তানের বিপক্ষে আরো দুটি ম্যাচ সামনে। গ্রুপে এই মুহূর্তে তৃতীয় স্থানে বাংলাদেশ। আফগানিস্তান ও কম্বোডিয়া দুই জয় নিয়ে এই মুহূর্তে প্রথম ও দ্বিতীয় স্থানে।</span></span></span></span></p>