<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারতের জম্মু-কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে গোলাগুলিতে ভারতীয় সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিন সেনা সদস্য। গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (টুইটার) পোস্টে ভারতীয় সেনাবাহিনীর ১৬ কর্পস এ কথা জানিয়েছে। তারা বলেছে, গত শনিবার জম্মু-কাশ্মীরের কিশতওয়ারে সন্ত্রাসবিরোধী যৌথ অভিযানে জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) নায়েব সুবেদার রাকেশ কুমার নিহত হয়েছেন। সম্প্রতি হামলায় গ্রাম প্রতিরক্ষা গার্ডের (ভিডিজি) দুই সদস্য নিহত হওয়ার পর ব্যাপক অনুসন্ধানের মধ্যে সন্ত্রাসবিরোধী অভিযানটি শুরু করে ভারতীয় সেনাবাহিনী। সূত্র : এনডিটিভি</span></span></span></span></span></p>