<p>বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ জন আলফ্রেড টিনিসউড মারা গেছেন। ইংল্যান্ডের সাউথপোর্টের একটি বৃদ্ধাশ্রমে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ১১২ বছর। টিনিসউড ওই বৃদ্ধাশ্রয়েই থাকতেন। টিনিসউডের পরিবার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।</p> <p>১১৪ বছর বয়সী হুয়ান ভিসেন্ত পি রেজ মোরা মারা যাওয়ার পর গত এপ্রিলে বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত পুরুষের খাতায় নাম উঠেছিল টিনিসউডের। লিভারপুল ফুটবল দলের ভক্ত তিনি। তার পরিবার জানিয়েছে, টিনিসউডের শেষযাত্রা ছিল গান আর ভালোবাসায় সিক্ত।</p> <p>টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার বছর ১৯১২ সালের ২৬ আগস্ট লিভারপুলে জন্মগ্রহণ করেছিলেন টিনিসউড। তিনি ২০২০ সালে যুক্তরাজ্যের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে স্বীকৃতি পান। এরপর ২০২৪ সালের এপ্রিলে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস তাকে বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ হিসেবে স্বীকৃতি দেয়।</p> <p>১৯৪২ সালে বিয়ে করেছিলেন জন টিনিসউড। তার স্ত্রীর নাম ব্লডওয়েন। লিভারপুলে একটি নাচের অনুষ্ঠানে ব্লডওয়েনের সঙ্গে তার পরিচয় হয়েছিল। তাদের কন্যা সুজানের জন্ম ১৯৪৩ সালে। ৪৪ বছরের দীর্ঘ সংসারজীবন কাটানোর পর ১৯৮৬ সালে স্ত্রী ব্লডওয়েনের মৃত্যু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জন টিনিসউড জ্বালানি কম্পানি শেল ও বিপিতে হিসাবরক্ষক হিসেবে কাজ করেছিলেন। সূত্র : বিবিসি</p> <p> </p>