<p>সূর্যের সবচেয়ে কাছে যাওয়ার মাধ্যমে ইতিহাস গড়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনেটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের (নাসা) একটি মহাকাশযান। স্থানীয় সময় গতকাল শুক্রবার ভোরে সংস্থাটির পার্কার সোলার প্রোব থেকে একটি সংকেত পেয়েছেন বিজ্ঞানীরা। সূর্যের অনেক কাছে প্রবেশ করায় বেশ কয়েক দিন যোগাযোগের বাইরে ছিল প্রোবটি।</p> <p>নাসা জানায়, প্রোবটি নিরাপদে আছে। এটি সৌর পৃষ্ঠ থেকে ৩.৮ মিলিয়ন মাইল অতিক্রম করার পরও স্বাভাবিকভাবে কাজ করছে এবং সংকেত পাঠাতে সক্ষম হয়েছে। সূর্যের কাছাকাছি যাওয়ার বিষয়টি পার্কার সোলার প্রোবকে সূর্যের তাপমাত্রার সঠিক পরিমাপ নিতে সাহায্য করে, যা বিজ্ঞানীদের আরো ভালোভাবে বুঝতে সাহায্য করবে, কিভাবে সূর্যের উপাদানগুলো লাখ লাখ ডিগ্রিতে উত্তপ্ত হয়। এ ছাড়া কিভাবে কণাগুলো আলোর গতিতে ত্বরান্বিত হয়, সে ব্যাপারেও ধারণা লাভ করা যাবে।</p> <p>নাসার বিজ্ঞান বিভাগের প্রধান ড. নিকোলা ফক্স বলেন, ‘শত শত বছর ধরে মানুষ সূর্যকে জানার চেষ্টা করছে। কিন্তু একটি জায়গায় না যাওয়া পর্যন্ত সেখানকার পরিবেশ সম্পর্কে আমাদের জানা সম্ভব নয়। তাই আমরা যদি সত্যিই নক্ষত্র সম্পর্কে যথাযথ জ্ঞান নিতে চাই, তাহলে অবশ্যই তার কাছাকাছি যেতে হবে আমাদের।’ সূত্র : বিবিসি</p> <p> </p>