ঢাকা, শনিবার ০৫ এপ্রিল ২০২৫
২২ চৈত্র ১৪৩১, ০৫ শাওয়াল ১৪৪৬

ঢাকা, শনিবার ০৫ এপ্রিল ২০২৫
২২ চৈত্র ১৪৩১, ০৫ শাওয়াল ১৪৪৬

টালবাহানার পর ফিলিস্তিনি বন্দিদের মুক্তি শুরু

  • গাজা থেকে তিন ইসরায়েলি ও পাঁচ থাই জিম্মি ছাড়া পেল
কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
টালবাহানার পর ফিলিস্তিনি বন্দিদের মুক্তি শুরু
গাজার খান ইউনিসে গতকাল রেড ক্রসের হাতে ইসরায়েলি ও থাই জিম্মিদের তুলে দিতে হামাস ও ইসলামিক জিহাদের যোদ্ধারা উপস্থিত হলে সেখানে ব্যাপক ভিড় হয়। ছবি : এএফপি

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির শর্ত হিসেবে গতকাল বৃহস্পতিবার আট জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এদের মধ্যে তিনজন ইসরায়েলি ও পাঁচজন থাই নাগরিক। তবে নানা টালবাহানা করার পর গতকাল অনেক দেরিতে ইসরায়েলের কারাগার থেকে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি শুরু হয়। জিম্মি মুক্তির বিনিময়ে গতকাল ইসরায়েলের কারাগার থেকে ৩০ শিশুসহ ১১০ ফিলিস্তিনি বন্দির ছাড়া পাওয়ার কথা।

তবে জিম্মিদের ছেড়ে দেওয়ার পর কারাবন্দিদের মুক্তি দেওয়ার কথা থাকলেও প্রথমদিকে তা স্থগিত করেছিল ইসরায়েল।  ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাত্জ ফিলিস্তিনি বন্দিদের মুক্তি বিলম্বিত করার নির্দেশ দিয়েছিলেন। 

গাজার খান ইউনিসে সাত জিম্মিকে মুক্তি দেওয়ার সময় হট্টগোল পরিস্থিতির পর ইসরায়েল থেকে কারাবন্দি ফিলিস্তিনিদের মুক্তি বিলম্বিত করার নির্দেশের খবর মেলে। নেতানিয়াহুর কার্যালয় বলেছে,  আগামী কয়েক দিনের মধ্যে আমাদের জিম্মিদের নিরাপদে বের করে দেওয়ার নিশ্চয়তা না দেওয়া পর্যন্ত ফিলিস্তিনি কারাবন্দিদের মুক্তি দিতে বিলম্ব করার সিদ্ধান্ত বহাল থাকবে।

এ ব্যাপারে মধ্যস্থতাকারীদের এগিয়ে আসতে বলেছেন নেতানিয়াহু। ইসরায়েলি কারাগার থেকে ১১০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা। এদিকে পশ্চিম তীরের রামাল্লায় গতকাল কারাবন্দিদের জন্য অপেক্ষায় থাকে তাদের স্বজন, বন্ধু ও সমর্থকরা।

কারাবন্দিবিষয়ক সংগঠন ফিলিস্তিনি প্রিজনার সোসাইটি জানায়, মুক্তি পেতে যাওয়া বন্দিদের মধ্যে রামাল্লা এলাকার মোহাম্মেদ ফালনা (৬০) থাকতে পারেন।

দীর্ঘ ৩৩ বছর ধরে তিনি ইসরায়েলের কারাগারে বন্দি। এক বছর তাকে নির্জন কারাবাসে রাখা হয়। এ ছাড়া পশ্চিম তীরের  কালকিলিয়া এলাকা থেকে গ্রেপ্তার হওয়া সামেহ আল শোবাকিকও (৪৫) সম্ভাব্য মুক্তির তালিকায় থাকতে পারেন। টানা ২২ বছর ইসরায়েলি কারাগারে সাজা ভোগ করছেন তিনি। প্রিজনার সোসাইটি আরো জানায়, হেবরনের ফাওয়ার শিবিরের আবু ওয়ার্দা (৫০) এই মুক্তি তালিকায় থাকতে পারেন।
২০০২ সালে তাকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের কারাগারে  যাবজ্জীবন সাজা ভোগ করছেন তিনি। 

সাত জিম্মিকে হস্তান্তর : ইসরায়েলি বাহিনী গতকাল জানায়, হামাসের হাত থেকে মুক্তি পাওয়া আট জিম্মি ইসরায়েলে ফেরত গেছেন। তাদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ ইসরায়েলি এবং পাঁচজন থাই নাগরিক রয়েছেন। হামাস রেড ক্রসের হাতে তাদের হস্তান্তর করেছে। উত্তর গাজার জাবালিয়া থেকে প্রথম আগাম বারগারকে (২০) রেড ক্রসের হাতে তুলে দেয় হামাস। ৪৮২ দিন তিনি জিম্মি ছিলেন। ইসরায়েলে পরিবারের কাছে ফেরত গেছেন তিনি। বাকি সাতজনকে দক্ষিণ গাজার খান ইউনিস থেকে মুক্তি দেয় হামাস। মুক্তি পাওয়া জিম্মিদের মধ্যে ইসরায়েলি নারী আবরেল ইয়েহুদ (২৯) রয়েছেন। ফিলিস্তিনি গণমাধ্যমে দক্ষিণ গাজার খান ইউনিস শহর থেকে রেড ক্রসের হাতে হস্তান্তরের ভিডিও ফুটেজ প্রচার করা হয়েছে। এ ছাড়া ৮০ বছর বয়সী বৃদ্ধ ইসরায়েলি জিম্মি গাদি মোসেস মুক্তি পেয়েছেন। মুক্তি পাওয়া পাঁচ থাই নাগরিক হলেন পংসাক থায়েন্না, সাথিয়ান সুওয়ান্নাখান, ওয়াতচারা স্রিয়ুআর, বান্নাওয়াত সিয়াথো ও সুরাসাক লামনাউ। এই থাই নাগরিকরা কৃষি শ্রমিক বলে জানা গেছে। তারা ইসরায়েলে কাজ করতেন। সেখান থেকেই হামাস তাদের ধরে নিয়ে যায়। ২০২৩ সালের নভেম্বরে সাময়িক যুদ্ধবিরতির সময়ে ২০ বিদেশি জিম্মিকে মুক্তি দিয়েছিল, তাদের মধ্যে ১৯ জনই থাই নাগরিক।  খান ইউনিসে জিম্মিদের রেড ক্রসের গাড়িতে তুলে দেওয়ার সময় ব্যাপক ভিড় তৈরি হয়। হামাস ও ফিলিস্তিনি ইসলামিক জিহাদের যোদ্ধারা জিম্মিদের রেড ক্রসের গাড়িতে তুলে দেন। সূত্র: বিবিসি, আলজাজিরা

মন্তব্য

সম্পর্কিত খবর

তুরস্ক ও গ্রিস উপকূলে নৌকা ডুবে ১৬ মৃত্যু

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
তুরস্ক ও গ্রিস উপকূলে নৌকা ডুবে ১৬ মৃত্যু

তুরস্ক ও গ্রিস উপকূলে শরণার্থী বহনকারী দুটি নৌকা ডুবে অন্তত ১৬ জন নিহত হয়েছে। নৌকা দুটিতে ৬০ জনেরও বেশি যাত্রী ছিল। গতকাল আলজাজিরা জানিয়েছে, কয়েক ঘণ্টার ব্যবধানে নৌকা দুটি ডুবে হতাহতের ঘটনা ঘটেছে। উভয় দেশের কর্মকর্তারা জানান, গত বৃহস্পতিবার প্রায় ৬৬ জনকে বহনকারী দুটি নৌকা কয়েক ঘণ্টার ব্যবধানে তুরস্ক ও গ্রিক দ্বীপ লেসবোসের মধ্যবর্তী সমুদ্রের সংকীর্ণ অংশে শরণার্থী বহন করার সময় ডুবে যায়।

নৌকাডুবির বিষয়ে উভয় দেশের সরকার অন্য দেশের উদ্ধার প্রচেষ্টা সম্পর্কে অবগত ছিল না।

গ্রিসের কোস্ট গার্ড জানিয়েছে, তাদের একটি টহল নৌকা প্রায় পাঁচ মিটার লম্বা একটি ছোট ডিঙিকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায় এবং মোট ৩১ জন যাত্রীর মধ্যে ২৩ জনকে উদ্ধার করে। এর মধ্যে ১১ জন কিশোর, আটজন পুরুষ এবং চারজন নারীকে উদ্ধার হয়েছে। কর্তৃপক্ষ পরে হেলিকপ্টার, কোস্ট গার্ডের জাহাজ, ফ্রন্টেক্স ইউরোপীয় সীমান্ত সংস্থাসহ অনুসন্ধান ও উদ্ধার অভিযানের পর সাতজনের মরদেহ উদ্ধার করে।

তুরস্ক জানিয়েছে, একটি নৌকা থেকে সাহায্যের জন্য জরুরি কল পেয়েছিল উপকূলরক্ষীরা। পরে তিনটি নৌকা এবং একটি হেলিকপ্টার পাঠানোর পর তারা ২৫ জনকে উদ্ধার করে। এ সময় ৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সূত্র : এএফপি

মন্তব্য

যুক্তরাষ্ট্রের এনএসএ প্রধান বরখাস্ত

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
যুক্তরাষ্ট্রের এনএসএ প্রধান বরখাস্ত

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) প্রধান জেনারেল টিমোথি হফকে গত বৃহস্পতিবার বরখাস্ত করা হয়েছে। গতকাল শুক্রবার দেশটির সরকারি কর্মকর্তাদের বরাতে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট এ কথা জানিয়েছে। ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, এনএসএ প্রধান হিসেবে এক বছরেরও বেশি সময় দায়িত্ব পালনের পর টিমোথি হফকে বরখাস্ত করা হয়। তবে কেন তাঁকে বরখাস্ত করা হয়েছে তা জানা যায়নি।

তিনি মার্কিন সাইবার কমান্ডের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। টিমোথির পাশাপাশি তাঁর সহকারী এবং এনএসএর উপপরিচালক ওয়েন্ডি নোবেলকেও বরখাস্ত করা হয়েছে। তবে ওয়েন্ডিকে পেন্টাগনে আরেকটি পদে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁদের বরখাস্তের বিষয়ে মন্তব্য জানতে চাইলে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি পেন্টাগন।
এদিকে এনএসএর ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে মার্কিন সাইবার কমান্ডের ডেপুটি কমান্ডার উইলিয়াম জে. হার্টম্যানের নাম ঘোষণা করা হয়েছে। এনএসএর নির্বাহী পরিচালক শিলা থমাসকে সংস্থাটির ভারপ্রাপ্ত উপপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এনএসএ হলো মার্কিন সরকারের সবচেয়ে বড় এবং সবচেয়ে গোপন গোয়েন্দা সংস্থা। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে এনএসএর পরিচালক হিসেবে নিয়োগ পান টিমোথি হফ।
এর আগে অভিজাত সাইবার ন্যাশনাল মিশন ফোর্সের কমান্ডারসহ বেশ কয়েকটি সরকারি সাইবার নিরাপত্তাবিষয়ক সংস্থায় দায়িত্ব পালন করেন তিনি।

সূত্র : এএফপি

মন্তব্য
সংক্ষিপ্ত

চীনের মহাকাশ স্টেশন প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দিচ্ছে পাকিস্তান

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
চীনের মহাকাশ স্টেশন প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দিচ্ছে পাকিস্তান

প্রথম বিদেশি দেশ হিসেবে চীনের মহাকাশ স্টেশন প্রশিক্ষণ কর্মসূচিতে যোগদান করতে যাচ্ছে পাকিস্তান। গতকাল শুক্রবার পাকিস্তান স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশনের (সুপারকো) পরিচালক শাফাত আলী এ তথ্য জানান। শাফাত আলী বলেন, চীনে প্রশিক্ষণের জন্য দুটি যোগ্যতার ভিত্তিতে দুজন মহাকাশচারী পাঠাবে পাকিস্তান। এটিকে একটি মাইলফলক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নেতৃত্বে পাকিস্তানি মহাকাশচারীদের প্রশিক্ষণের জন্য চীনের সঙ্গে একটি চুক্তি সই হয়েছে। এর মধ্যে পিএইচডিধারী, অভিজ্ঞ পাইলট, শারীরিকভাবে সবলসহ বিভিন্ন যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত প্রার্থীরা এতে অংশ নেবেন। শাফাত আলী আরো বলেন, চীন প্রাথমিকভাবে মহাকাশচারী প্রশিক্ষণকে শুধু তার নাগরিকদের জন্য সংরক্ষিত করেছিল। কিন্তু এখন এই সুযোগটি পাকিস্তানের কাছে প্রসারিত হয়েছে, যা দুই দেশের মধ্যে বৃহত্তর বন্ধন এবং বন্ধুত্ব গড়ে তুলেছে।
সূত্র : ডন

মন্তব্য

ট্রাম্পকে ৭ লাখ ৪১ হাজার ডলার জরিমানা

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
ট্রাম্পকে ৭ লাখ ৪১ হাজার ডলার জরিমানা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জরিমানা হিসেবে সাত লাখ ৪১ হাজার ডলার প্রদানের নির্দেশ দিয়েছেন যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের হাইকোর্ট। স্থানীয় সময় গত বৃহস্পতিবার এক রায়ে এই নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালত সূত্রে জানা গেছে, যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এম সিক্সটিনের সাবেক কর্মকর্তা ক্রিস্টোফার স্টিল ডোনাল্ড ট্রাম্পের ওপর একটি প্রবন্ধ লিখেছিলেন, যেটি প্রকাশিত হয়েছিল ২০১৭ সালের জানুয়ারিতে, অর্থাৎ প্রথম মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে যেবার ট্রাম্প শপথ নিয়েছিলেন, সে সময়। ওই প্রবন্ধে বলা হয়েছিল, রাশিয়ার গুপ্তচর ও গোয়েন্দাদের সঙ্গে সমঝোতার ভিত্তিতেই ২০১৬ সালের নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছিলেন ট্রাম্প।

আরো বলা হয়েছিল, ২০১৩ সালে মস্কো সফরে গিয়েছিলেন ট্রাম্প, সে সময়েই রুশ গোয়েন্দা সংস্থা এফএসবির সঙ্গে তাঁর সমঝোতা হয়। প্রবন্ধে ট্রাম্পের অতীত জীবনের কথিত যৌন অসদাচরণেরও রগরগে বর্ণনা দিয়েছিলেন স্টিল। ট্রাম্প সে সময় বলেছিলেন, স্টিলের প্রবন্ধের সব তথ্য সর্বৈব মিথ্যা। পরে ২০২২ সালে যুক্তরাজ্যের তথ্য সুরক্ষা আইনের আওতায় ক্রিস্টোফার স্টিলের মালিকানাধীন কম্পানি অরবিস বিজনেস ইন্টেলিজেন্সের বিরুদ্ধে মামলা করেন ট্রাম্প।
সেই মামলার চূড়ান্ত রায়ে পরাজিত হয়েছেন তিনি। আর এর জরিমানা হিসেবেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সাত লাখ ৪১ হাজার ডলার পরিশোধ করতে বলেছেন লন্ডন হাইকোর্ট। সূত্র : এএফপি

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ