সংক্ষিপ্ত

১৩ বছর পর পাকিস্তানে দাদাবাড়িতে মালালা

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
১৩ বছর পর পাকিস্তানে দাদাবাড়িতে মালালা

পাকিস্তানে খাইবার পাকতুনখোয়া প্রদেশে দাদাবাড়ি শাংলাতে ঘুরে গেলেন শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই (২৭)। তালেবানের গুলিতে মারাত্মক আহত হওয়ার প্রায় ১৩ বছর পর তিনি সেখানে গেলেন। গত শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে  দাদাবাড়ির কিছু ছবি দিয়েছেন মালালা। পাকিস্তানের উত্তরাঞ্চলের অসাধারণ প্রাকৃতিক দৃশ্যও চোখে পড়ে।

ছবির সঙ্গে মালালা লিখেছেন, ১৫ বছর বয়সে গুলিবিদ্ধ হওয়ার পর ‘প্রথম দাদাবাড়িতে ফিরলাম’। নোবেলজয়ী এই নারী তাঁর ছোটবেলার দাদাবাড়ি বেড়ানোর স্মৃতিচারণাও করেন। ২০১২ সালের অক্টোবরে তালেবানের গুলিতে গুরুতর আহত হন মালালা। তাঁকে পাকিস্তান থেকে আকাশপথে ইংল্যান্ডের বার্মিংহামে নিয়ে যাওয়া হয়, সেখানে জটিল অস্ত্রোপচারের পর প্রাণে বাঁচেন তিনি।
সূত্র : সিএনএন

 

 

মন্তব্য

সম্পর্কিত খবর

ইতালির উপকূলে নৌকা ডুবে নিখোঁজ ৪০ অভিবাসনপ্রত্যাশী

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
ইতালির উপকূলে নৌকা ডুবে নিখোঁজ ৪০ অভিবাসনপ্রত্যাশী

ইতালীয় দ্বীপ ল্যাম্পেডুসার কাছে একটি নৌকাডুবির ঘটনায় ছয় অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছেন আরো ৪০ অভিবাসনপ্রত্যাশী। গতকাল বুধবার ইতালির প্রধান সংবাদ সংস্থা এএনএসএ ও অন্যান্য গণমাধ্যম এই তথ্য জানিয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাতের ওই ঘটনায় ইতালির উপকূলরক্ষী বাহিনী এখন পর্যন্ত ১০ জনকে উদ্ধার করেছে।

স্থানীয় সময় গতকাল বুধবার ভোরে জীবিতদের সন্ধানে ফের অনুসন্ধান শুরু করেছে। পূর্ব ভূমধ্যসাগরীয় অভিবাসন রুট পেরিয়ে ২০২৩ সালে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করা অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা ছিল ৪১ হাজার ৫৮৪। তার আগের বছর, অর্থাৎ ২০২২ সালে এই সংখ্যাটি ছিল ১২ হাজার ৭৫৮ জন। পূর্ব ভূমধ্যসাগরীয় রুটে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে সাইপ্রাস ও গ্রিস।
মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকার বিভিন্ন দেশ থেকে যাওয়া অভিবাসনপ্রত্যাশীরা এই রুটে ইউরোপে পৌঁছাতে চান। সূত্র : রয়টার্স

 

মন্তব্য

এরদোয়ানের মূল প্রতিদ্বন্দ্বী ইমামোগলু আটক

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
এরদোয়ানের মূল প্রতিদ্বন্দ্বী ইমামোগলু আটক

তুরস্কে দুর্নীতি ও সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইস্তাম্বুলের মেয়র ইকরাম ইমামোগলুকে আটক করেছে দেশটির পুলিশ। স্থানীয় সময় গতকাল বুধবার সকালে তাঁকে আটক করা হয়। তিনি দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, মেয়র ইমামোগলুসহ প্রায় ১০০ জনের বিরুদ্ধে আটক পরোয়ানা জারি করা হয়েছে।

দেশটির বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) এই আটকের নিন্দা জানিয়ে একে তাদের পরবর্তী প্রেসিডেন্টের বিরুদ্ধে অভ্যুত্থানচেষ্টা অ্যাখ্যা দিয়েছে। সিএইচপি আর কয়েক দিনের মধ্যেই এরদোয়ানের প্রতিদ্বন্দ্বী হিসেবে ইমামোগলুর নাম ঘোষণা করতে যাচ্ছিল। তাঁকে রাজনৈতিক ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে আটক করা হয়েছে বলে মন্তব্য করেছেন সমালোচকরা। এদিকে ইমামোগলুর আটকের খবর প্রকাশের সঙ্গে সঙ্গে দেশটিতে সাময়িকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
বন্ধ করে দেওয়া হয়েছে তাকসিম স্কয়ার। সূত্র : এএফপি, আলজাজিরা

মন্তব্য
সংক্ষিপ্ত

কেনেডি হত্যার ৬৩ হাজার পৃষ্ঠার নথি

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
কেনেডি হত্যার ৬৩ হাজার পৃষ্ঠার নথি

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি হত্যাকাণ্ডের সঙ্গে সম্পর্কিত চূড়ান্ত গোপন নথি গত মঙ্গলবার প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল আর্কাইভস। গত জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ওই আদেশে কেনেডি, তাঁর ভাই সাবেক অ্যাটর্নি জেনারেল রবার্ট এফ কেনেডি এবং নাগরিক অধিকার নেতা মার্টিন লুথার কিং জুনিয়র হত্যার সঙ্গে সম্পর্কিত অবশিষ্ট নথি অসম্পাদিত অবস্থায় প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছিল। এক বিবৃতিতে ন্যাশনাল আর্কাইভস জানিয়েছে, কেনেডি হত্যার সঙ্গে সম্পর্কিত যেসব নথি আগে গোপন হিসেবে সংরক্ষিত ছিল, সেসব নথি প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশ অনুযায়ী প্রকাশ করা হয়েছে।

গত মঙ্গলবার দুই হাজার ১৮২টি পিডিএফ ফাইলে প্রায় ৬৩ হাজার ৪০০ পৃষ্ঠার গোপন নথি ন্যাশনাল আর্কাইভস অ্যান্ড রেকর্ডস অ্যাডমিনিস্ট্রেশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। দুই ধাপে নথিগুলো প্রকাশ করা হয়। প্রেসিডেন্ট কেনেডি হত্যার সঙ্গে সম্পর্কিত লাখ লাখ পৃষ্ঠার নথি গত কয়েক দশক ধরে প্রকাশ করেছে ন্যাশনাল আর্কাইভস। সূত্র : এএফপি, আলজাজিরা

 

মন্তব্য

নাগপুরে কারফিউ অব্যাহত

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
নাগপুরে কারফিউ অব্যাহত
মহারাষ্ট্রে মোগল সম্রাট আওরঙ্গজেবের সমাধি। ছবি : উইকিপিডিয়া

মোগল সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরানোর দাবি ঘিরে ভারতের মহারাষ্ট্রের নাগপুর শহরে গতকাল বুধবার নতুন করে সহিংসার ঘটনা না ঘটলেও ১১টি এলাকায় কারফিউ জারি রয়েছে। এ ছাড়া এই ঘটনায় জড়িত অভিযোগে স্থানীয় এক মুসলিম রাজনীতিবিদসহ ৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের কিছু কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, মাইনরিটি ডেমোক্রেটিক পার্টির নেতা ফাহিম খানকে গতকাল গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের দাবি, মুসলিম এই রাজনীতিবিদই নাগপুরে সহিংসার ঘটনার মূল অভিযুক্ত। মহারাষ্ট্র পুলিশ জানিয়েছে, ফাহিম খান আগামীকাল শুক্রবার পর্যন্ত হেফাজতে থাকবেন। তিনিই সহিংসতা উসকে দিয়েছিলেন বলেও দাবি করেছে পুলিশ।

এদিকে নাগপুরের পুলিশ কমিশনার রবীন্দ্র কুমার সিঙ্গাল গতকাল জানিয়েছেন, পরিস্থিতি এখন শান্তিপূর্ণ।

প্রায় ১১টি থানা এলাকায় কারফিউ জারি করা হয়েছে।

মোগল সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরিয়ে দেওয়ার দাবিতে বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভকে কেন্দ্র করে গত সোমবার নাগপুরে দফায় দফায় সহিংসতার ঘটনা ঘটে। ১২টি গাড়ি ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগ, দোকানপাট ভাঙচুর করা হয়। পুলিশের ওপরও হামলা হয়।

এসব ঘটনার সঙ্গে আরো কারা জড়িত তা জানতে পুলিশ সিসিটিভি ফুটেজ ও সোশ্যাল মিডিয়া পোস্টগুলো খতিয়ে দেখছে।

এদিকে আজকের দিনে দাঁড়িয়ে মোগল সম্রাট আওরঙ্গজেবকে নিয়ে এই বিবাদ সম্পূর্ণ অপ্রাসঙ্গিক বলে গতকাল আরএসএস অন্যতম শীর্ষ নেতা সুনীল আম্বেকর মন্তব্য করেছেন। এই ইস্যুকে কেন্দ্র করে হিন্দুত্ববাদী সংগঠনগুলো যখন সরব তখন তাঁদের বিরুদ্ধে গিয়ে আরএসএসের এই বক্তব্য তাৎপর্যপূর্ণ।

মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর জেলায় অবস্থিত খুলদাবাদ থেকে আওরঙ্গজেবের কবর সরিয়ে দেওয়ার দাবিতে রাজ্যের নানা জায়গায় বিক্ষোভ হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেছেন যে আওরঙ্গজেবের ওপরে মানুষের ক্ষোভের উৎস হলো বলিউডের ছবি ছাভা

গতকাল মহারাষ্ট্র বিধানসভায়  ফড়নবিশ বলেছেন, ছাভা সিনেমাটাই আওরঙ্গজেবের বিরুদ্ধে মানুষকে ক্ষুব্ধ করে তুলেছে। সহিংসতা আর দাঙ্গা দেখে মনে হচ্ছে এটা পূর্ব পরিকল্পিত। সূত্র : এনডিটিভি, বিবিসি

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ