জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সীমান্তে ভারত ও পাকিস্তানি সেনাদের মধ্যে গোলাগুলি হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর দাবি, গত মঙ্গলবার নিয়ন্ত্রণরেখা বা লাইন অব কন্ট্রোল (এলওসি) লঙ্ঘন করে পাকিস্তান সেনাবাহিনী হামলা চালালে তারা পাল্টা জবাব দেয়। একটি সূত্র জানিয়েছে, গত মঙ্গলবার এলওসি সংলগ্ন কৃষ্ণা ঘাঁটি সেক্টরে পাকিস্তানি সেনাবাহিনীর টহলের সময় একটি মাইন বিস্ফোরিত হয়। এরপর পাকিস্তান সেনাবাহিনী বিনা উসকানিতে গুলি চালায় এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে।
ভারতীয় সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, ‘পাকিস্তানের হামলার পর সংযত ও পরিকল্পিতভাবে পাল্টা জবাব দেয় আমাদের সেনারা। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।’ এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে ভারত। তবে ভারতীয় সেনাবাহিনী উভয় দেশের সামরিক পরিচালকদের মধ্যে থাকা সমঝোতা ও চুক্তিগুলোর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকার আহবান জানিয়েছে, যাতে নিয়ন্ত্রণরেখায় শান্তি বজায় থাকে। তবে আরেকটি সূত্র বলছে, অনুপ্রবেশকারী চার থেকে পাঁচজন পাকিস্তানি সেনা নিহত হয়েছে; যদিও এই বিষয়ের সত্যতা নিশ্চিত করা যায়নি, এমনকি কোনো আনুষ্ঠানিক ঘোষণাও আসেনি।
সূত্র : এনডিটিভি, ইন্ডিয়া টুডে