সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাইয়ে যানজট প্রকট আকার ধারণ করছে। যানজট সমস্যার সমাধানে তরুণ উদ্ভাবকদের প্রতি আহবান জানিয়েছে নগর কর্তৃপক্ষ। দুবাইয়ের যানজট সমস্যার সমাধান দিতে পারলে তরুণ উদ্ভাবকদের ৫০ হাজার দিরহাম (প্রায় ১৬ লাখ ৫০ হাজার টাকা) পর্যন্ত বৃত্তি দেওয়া হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দুবাই শহরের ট্রাফিক বিশৃঙ্খলা মোকাবেলা এবং নির্বিঘ্নে যানবাহন চলাচলের যুগান্তকারী আইডিয়া উপস্থাপন করতে পারলে ৫০ হাজার দিরহাম পর্যন্ত বৃত্তি, পরামর্শ ও তহবিল দেওয়া হবে।
বৃত্তির জন্য নির্বাচিত অংশগ্রহণকারীরা তাঁদের ধারণা বাস্তবে রূপান্তর করতে বিনামূল্যে কর্মক্ষেত্র, ভিসা সহায়তা, লাইসেন্স ও বিশেষজ্ঞ পরামর্শ পাবেন। দুবাই কমিউনিটি ডেভেলপমেন্ট অথরিটির অংশীদারিতে চালু এই উদ্যোগ ২০ থেকে ৩০ বছর বয়সী আমিরাতি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রিধারীদের জন্য উন্মুক্ত। সূত্র : জিও নিউজ