মোগল সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরানোর দাবি ঘিরে ভারতের মহারাষ্ট্রের নাগপুর শহরে গতকাল বুধবার নতুন করে সহিংসার ঘটনা না ঘটলেও ১১টি এলাকায় কারফিউ জারি রয়েছে। এ ছাড়া এই ঘটনায় জড়িত অভিযোগে স্থানীয় এক মুসলিম রাজনীতিবিদসহ ৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের কিছু কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, মাইনরিটি ডেমোক্রেটিক পার্টির নেতা ফাহিম খানকে গতকাল গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের দাবি, মুসলিম এই রাজনীতিবিদই নাগপুরে সহিংসার ঘটনার মূল অভিযুক্ত। মহারাষ্ট্র পুলিশ জানিয়েছে, ফাহিম খান আগামীকাল শুক্রবার পর্যন্ত হেফাজতে থাকবেন। তিনিই সহিংসতা উসকে দিয়েছিলেন বলেও দাবি করেছে পুলিশ।
এদিকে নাগপুরের পুলিশ কমিশনার রবীন্দ্র কুমার সিঙ্গাল গতকাল জানিয়েছেন, ‘পরিস্থিতি এখন শান্তিপূর্ণ।
প্রায় ১১টি থানা এলাকায় কারফিউ জারি করা হয়েছে।’
মোগল সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরিয়ে দেওয়ার দাবিতে বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভকে কেন্দ্র করে গত সোমবার নাগপুরে দফায় দফায় সহিংসতার ঘটনা ঘটে। ১২টি গাড়ি ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগ, দোকানপাট ভাঙচুর করা হয়। পুলিশের ওপরও হামলা হয়।
এসব ঘটনার সঙ্গে আরো কারা জড়িত তা জানতে পুলিশ সিসিটিভি ফুটেজ ও সোশ্যাল মিডিয়া পোস্টগুলো খতিয়ে দেখছে।
এদিকে আজকের দিনে দাঁড়িয়ে মোগল সম্রাট আওরঙ্গজেবকে নিয়ে এই বিবাদ সম্পূর্ণ অপ্রাসঙ্গিক বলে গতকাল আরএসএস অন্যতম শীর্ষ নেতা সুনীল আম্বেকর মন্তব্য করেছেন। এই ইস্যুকে কেন্দ্র করে হিন্দুত্ববাদী সংগঠনগুলো যখন সরব তখন তাঁদের বিরুদ্ধে গিয়ে আরএসএসের এই বক্তব্য তাৎপর্যপূর্ণ।
মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর জেলায় অবস্থিত খুলদাবাদ থেকে আওরঙ্গজেবের কবর সরিয়ে দেওয়ার দাবিতে রাজ্যের নানা জায়গায় বিক্ষোভ হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেছেন যে আওরঙ্গজেবের ওপরে মানুষের ক্ষোভের উৎস হলো বলিউডের ছবি ‘ছাভা’।
গতকাল মহারাষ্ট্র বিধানসভায় ফড়নবিশ বলেছেন, ‘ছাভা সিনেমাটাই আওরঙ্গজেবের বিরুদ্ধে মানুষকে ক্ষুব্ধ করে তুলেছে। সহিংসতা আর দাঙ্গা দেখে মনে হচ্ছে এটা পূর্ব পরিকল্পিত। সূত্র : এনডিটিভি, বিবিসি