ভারত-পাকিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
ভারত-পাকিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি

ভারত-পাকিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় গত রবিবার বিকেল থেকে জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় পাকিস্তান সীমান্তবর্তী জঙ্গলে নিরাপত্তাবাহিনী ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এলাকায় তল্লাশি অভিযান শুরু হলে সেনা জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে বিচ্ছিন্নতাবাদীরা। এখনো ওই ঘটনায় হতাহতের কোনো খবর মেলেনি।

সেনা সদস্যদের কাছে গোপন সূত্রে আগে থেকেই খবর ছিল, জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী জেলা কাঠুয়ায় হীরানগরের জঙ্গলে লুকিয়ে রয়েছে তিন বিচ্ছিন্নতাবাদী। এই তথ্যের ভিত্তিতে রবিবার বিকেল থেকে গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ, সিআরপিএফ ও ভারতীয় সেনার যৌথ দল। সূত্রের খবর, যৌথ বাহিনী তল্লাশি শুরু করতেই বিচ্ছিন্নতাবাদীরা তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। শুরু হয়ে যায় দুই পক্ষে গুলির লড়াই।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

 

মন্তব্য

সম্পর্কিত খবর

তুরস্কে গ্রেপ্তার সত্ত্বেও অনড় বিক্ষোভকারীরা

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
তুরস্কে গ্রেপ্তার সত্ত্বেও অনড় বিক্ষোভকারীরা

তুরস্কে ব্যাপক দমন-নিপীড়ন ও গণগ্রেপ্তার সত্ত্বেও গতকাল বুধবার বিক্ষোভ চালিয়ে গেছেন বিক্ষোভকারীরা। গতকাল পর্যন্ত প্রায় এক হাজার ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইস্তাম্বুলের মেয়র বিরোধী দলের একরেম ইমামোলুকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তারের পর গত ১৯ মার্চ বিক্ষোভ ছড়িয়ে পড়ে। রাজধানী আংকারা, ইস্তাম্বুলে বিক্ষোভের ওপর নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ সড়কে নেমে আসছে।

ফলে দেশজুড়ে অস্থিরতা ছড়িয়ে পড়েছে। সূত্র : এএফপি

 

মন্তব্য

বেলারুশের প্রেসিডেন্ট হিসেবে সপ্তমবারের মতো শপথ লুকাশেংকোর

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
বেলারুশের প্রেসিডেন্ট হিসেবে সপ্তমবারের মতো শপথ লুকাশেংকোর

বেলারুশের প্রেসিডেন্ট হিসেবে সপ্তমবারের মতো শপথ নিয়েছেন আলেক্সান্দার লুকাশেংকো। গত জানুয়ারিতে প্রায় ৮৭ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন তিনি। গত মঙ্গলবার তিনি শপথ গ্রহণ করেছেন। শপথ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সেরিমোনিয়াল হলে, যা দেশটির রাজধানী মিনস্কের প্যালেস অব ইনডিপেনডেন্সের মধ্যে সবচেয়ে বড় স্থান।

উদ্বোধনী অনুষ্ঠানে লুকাশেংকোর হাজার হাজার সমর্থক উপস্থিত ছিল। সেখানে লুকাশেংকো তাঁর সমালোচকদের বিদেশি দালাল বলে নিন্দা করেন। তিনি ভাষণে বিরোধীদের বলেন, আপনাদের জনসমর্থন নেই এবং থাকবে না, আপনাদের কোনো ভবিষ্যৎ নেই। আমাদের গণতন্ত্র তাদের চেয়ে বেশি যারা নিজেদের এর মডেল হিসেবে উপস্থাপন করে।
১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে বেলারুশ। সূত্র : এএফপি

মন্তব্য
সংক্ষিপ্ত

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ আখ্যা আলজেরিয়ার

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ আখ্যা আলজেরিয়ার

ফরাসি ঔপনিবেশিক শাসনকে অপরাধ হিসেবে স্বীকৃতি দিতে আইন প্রণয়ন করতে যাচ্ছে আলজেরিয়া। এসংক্রান্ত একটি খসড়া আইন প্রণয়নের জন্য দেশটির পার্লামেন্টে একটি কমিটি গঠন করা হয়েছে। খসড়া চূড়ান্ত হলে তা সরকারের অনুমোদনের জন্য পাঠানো হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আলজেরিয়ার এই পদক্ষেপ ফ্রান্সের সঙ্গে দেশটির চলমান উত্তেজনা আরো বাড়িয়ে দেবে।

এর আগে, ঐতিহাসিক অপরাধের জন্য ফ্রান্সকে ক্ষমা চাইতে আলজেরিয়া বহুবার চাপ দিয়েছে। তবে ফ্রান্স তা গ্রাহ্য করেনি। ১৮৩০ থেকে ১৯৬২ সাল পর্যন্ত ফ্রান্সের ঔপনিবেশ ছিল আলজেরিয়ায়। সে সময় ফরাসিরা আলজেরিয়ার মানুষের ওপর নানা রকম অত্যাচার-নিপীড়ন চালিয়েছে।
সূত্র : এএফপি

মন্তব্য
মোদির প্রতিমন্ত্রীর দাবি

সংখ্যালঘুদের জন্য সবচেয়ে নিরাপদ স্থান ভারত

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
সংখ্যালঘুদের জন্য সবচেয়ে নিরাপদ স্থান ভারত

সংখ্যালঘুদের জন্য ভারত সবচেয়ে নিরাপদ স্থান বলে দাবি করেছেন দেশটির ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকারের এক প্রতিমন্ত্রী। বাংলাদেশ, পাকিস্তান ও চীনের মতো প্রতিবেশী দেশগুলোতে সংখ্যালঘুদের অবস্থানের তুলনা করে গত মঙ্গলবার নরেন্দ্র মোদির মন্ত্রিসভার সংখ্যালঘুবিষয়ক প্রতিমন্ত্রী জর্জ কুরিয়ান বলেন, ভারতে সংখ্যালঘুরা সবচেয়ে নিরাপদ।

ভারতের জাতীয় সংখ্যালঘু কমিশন আয়োজিত এক সভায় দিল্লিতে রাজ্য সংখ্যালঘু কমিশনের সদস্যদের সঙ্গে কথা বলার সময় সংখ্যালঘু সম্প্রদায়ের ক্ষমতায়নের প্রতি কেন্দ্রীয় সরকারের প্রতিশ্রুতির ওপর জোর দিয়েছেন কুরিয়ান। তিনি উল্লেখ করেন, দেশটিতে সংখ্যালঘুদের কল্যাণের জন্য বাড়তি উদ্যোগ গ্রহণসহ তাঁদের উন্নয়নে অসংখ্য প্রকল্প রয়েছে।

কয়েকটি প্রতিবেশী দেশের তুলনায় ভারতে সংখ্যালঘুরা বেশি নিরাপত্তা ও সুরক্ষা উপভোগ করেন বলে জোর দিয়ে কুরিয়ান বলেন, আমরা বলতে পারি, বিশ্বের যেকোনো দেশের তুলনায় সংখ্যালঘুদের জন্য সবচেয়ে নিরাপদ স্থান ভারত...আমাদের প্রতিবেশী পাকিস্তানের দিকে একবার তাকান। পাকিস্তানে সংখ্যালঘুদের অবস্থা কী, সেখানে খ্রিস্টানরা সংখ্যালঘু। সেখানে খ্রিস্টানদের অবস্থা কী? সেখানে হিন্দুদের অবস্থা কী? চীনে খ্রিস্টান ও মুসলিমদের দুর্দশা বিশ্ব জানে, সেখানে তাঁরা সংখ্যালঘু।

ভারতীয় প্রতিমন্ত্রী বলেন, আপনি মায়ানমারের কথা বলেন, সেখানে মুসলিমরা সংখ্যালঘু।

আমাকে রোহিঙ্গাদের সম্পর্কে ব্যাখ্যা করে কিছু বলতে হবে না। সূত্র : দ্য হিন্দু

মন্তব্য

সর্বশেষ সংবাদ