সংখ্যালঘুদের জন্য ভারত সবচেয়ে নিরাপদ স্থান বলে দাবি করেছেন দেশটির ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকারের এক প্রতিমন্ত্রী। বাংলাদেশ, পাকিস্তান ও চীনের মতো প্রতিবেশী দেশগুলোতে সংখ্যালঘুদের অবস্থানের তুলনা করে গত মঙ্গলবার নরেন্দ্র মোদির মন্ত্রিসভার সংখ্যালঘুবিষয়ক প্রতিমন্ত্রী জর্জ কুরিয়ান বলেন, ‘ভারতে সংখ্যালঘুরা সবচেয়ে নিরাপদ।’
ভারতের জাতীয় সংখ্যালঘু কমিশন আয়োজিত এক সভায় দিল্লিতে রাজ্য সংখ্যালঘু কমিশনের সদস্যদের সঙ্গে কথা বলার সময় সংখ্যালঘু সম্প্রদায়ের ক্ষমতায়নের প্রতি কেন্দ্রীয় সরকারের প্রতিশ্রুতির ওপর জোর দিয়েছেন কুরিয়ান। তিনি উল্লেখ করেন, দেশটিতে সংখ্যালঘুদের কল্যাণের জন্য বাড়তি উদ্যোগ গ্রহণসহ তাঁদের উন্নয়নে অসংখ্য প্রকল্প রয়েছে।
কয়েকটি প্রতিবেশী দেশের তুলনায় ভারতে সংখ্যালঘুরা বেশি নিরাপত্তা ও সুরক্ষা উপভোগ করেন বলে জোর দিয়ে কুরিয়ান বলেন, ‘আমরা বলতে পারি, বিশ্বের যেকোনো দেশের তুলনায় সংখ্যালঘুদের জন্য সবচেয়ে নিরাপদ স্থান ভারত...আমাদের প্রতিবেশী পাকিস্তানের দিকে একবার তাকান। পাকিস্তানে সংখ্যালঘুদের অবস্থা কী, সেখানে খ্রিস্টানরা সংখ্যালঘু। সেখানে খ্রিস্টানদের অবস্থা কী? সেখানে হিন্দুদের অবস্থা কী? চীনে খ্রিস্টান ও মুসলিমদের দুর্দশা বিশ্ব জানে, সেখানে তাঁরা সংখ্যালঘু।’
ভারতীয় প্রতিমন্ত্রী বলেন, ‘আপনি মায়ানমারের কথা বলেন, সেখানে মুসলিমরা সংখ্যালঘু।
আমাকে রোহিঙ্গাদের সম্পর্কে ব্যাখ্যা করে কিছু বলতে হবে না।’ সূত্র : দ্য হিন্দু