অস্কারজয়ী ফিলিস্তিনি চলচ্চিত্র নির্মাতা হামদান বল্লালকে গত মঙ্গলবার মুক্তি দিয়েছে ইসরায়েলি পুলিশ। অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলার শিকার হওয়ার পর গত সোমবার তাঁকে আটক করে ইসরায়েলি বাহিনী।
বল্লালের অস্কারজয়ী ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রে কাজ করেছেন বাসেল আদ্রা নামের একজন। বল্লালের মুক্তির পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বল্লালের শার্টের রক্তের দাগসহ একটি ছবি পোস্ট করেছেন তিনি।
মাসাফের ইয়াত্তায় ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীদের হাতে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার গল্প ফুটে উঠেছে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রে। আশির দশকে এলাকাটিকে সামরিক অঞ্চল ঘোষণা করে ইসরায়েল।
হামদান বল্লাল বলেন, অস্কার জেতার পর আমি আশা করিনি যে এই ধরনের আক্রমণের মুখোমুখি হব। এটা ছিল খুবই মারাত্মক হামলা এবং লক্ষ্য ছিল হত্যা করা।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, পশ্চিম তীরের সুসিয়া গ্রামে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের সংঘর্ষের সময় পাথর নিক্ষেপের অভিযোগে তিন ফিলিস্তিনিকে আটক করা হয়। এরপর দুই পক্ষের সহিংস সংঘাত শুরু হয়।
পুলিশের এক মুখপাত্র বল্লালকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে। অন্যদিকে তিনজনকে জামিনে মুক্তি দেওয়ার কথা জানিয়েছে সেনাবাহিনী।
পাথর নিক্ষেপ, সম্পত্তির ক্ষতি এবং আঞ্চলিক নিরাপত্তা বিপন্ন করার অভিযোগে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়।
বল্লাল জানান, একজন বসতি স্থাপনকারী তাঁর ওপর হামলা করেছেন। তিনি বলেন, ‘তিনি আমার সারা গায়ে আঘাত করেন এবং তাঁর সঙ্গে একজন সেনাও আমাকে মারধর করে।’
‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক ইয়ুভাল আব্রাহাম বলেন, বল্লালের মাথা থেকে পেট পর্যন্ত আঘাত করা হয়েছে, রক্তপাত হয়েছে।
দখলবিরোধী গোষ্ঠী সেন্টার ফর জিউইশ ননভায়োলেন্স বলেছে, তারা সুসিয়ায় বসতি স্থাপনকারীদের সহিংসতা সচক্ষে দেখেছে।
সূত্র : এএফপি