<p><span style="font-size:14pt"><span style="font-family:Kantho"><span style="font-family:SolaimanLipi">চট্টগ্রামে গত মঙ্গলবার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন না দেওয়াকে কেন্দ্র করে তার ভক্ত ও অনুসারীদের সঙ্গে সংঘর্ষের সময় সাইফুল ইসলাম আলিফ নামের একজন আইনজীবী নিহত হন। </span></span></span></p> <p><span style="font-size:14pt"><span style="font-family:Kantho"><span style="font-family:SolaimanLipi">চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব তার ভেরিফায়েড ফেসবুকে দেওয়া পোস্টে জানিয়েছেন, প্রধান উপদেষ্টা দেশবাসীকে ধৈর্য ধারণ এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডে অংশগ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। অন্তর্বর্তী সরকার যেকোনো মূল্যে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা। তিনি এই হত্যাকাণ্ডের তদন্ত করতে এবং যথাযথ আইনি ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দিয়েছেন। এরই মধ্যে সহিংসতার ঘটনায় ৩০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিশৃঙ্খলা সৃষ্টিকারী যত বড় নেতাই হোন না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে কোনো সম্প্রদায়ের মানুষ যেন নিরাপত্তাহীনতায় না ভোগে, সে ব্যবস্থাও নেওয়া হবে।</span></span></span></p> <p><span style="font-size:14pt"><span style="font-family:Kantho"><span style="font-family:SolaimanLipi">চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) গণমাধ্যমকে জানিয়েছেন, সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে পাঠানোর সময় চট্টগ্রামে সহিংসতার ঘটনায় আইনজীবী হত্যা এবং পুলিশের ওপর হামলা ও কর্তব্যে বাধা দেওয়ার অভিযোগে আলাদা দুটি মামলা হবে। </span></span></span></p> <p><span style="font-size:14pt"><span style="font-family:Kantho"><span style="font-family:SolaimanLipi">গত মঙ্গলবার চিন্ময় কৃষ্ণের জামিন বাতিল করে কারাগারে নিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রিজন ভ্যান আটকে দেয় তার সমর্থক ও ভক্তরা। আড়াই ঘণ্টা পর আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড ছুড়ে চিন্ময়ের ভক্ত ও সমর্থকদের সরিয়ে দিয়ে তাকে কারাগারে নিয়ে যায়। চট্টগ্রামে আইনজীবী সাইফুল নিহত হওয়ার ঘটনায় দোষীদের বিচারের দাবিতে ঢাকায় বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবীরা।  </span></span></span></p> <p><span style="font-size:14pt"><span style="font-family:Kantho"><span style="font-family:SolaimanLipi">চিন্ময় দাসকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। এরই মধ্যে ইসকন নিষিদ্ধের দাবিতে হাইকোর্টে রিট আবেদন করেছেন এক আইনজীবী। আদালত থেকে এক দিনের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে। ইসকন নিষিদ্ধ ও কয়েকটি জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে সরকার কী পদক্ষেপ নিয়েছে, তা জানাতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।</span></span></span></p> <p><span style="font-size:14pt"><span style="font-family:Kantho"><span style="font-family:SolaimanLipi">আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ড শুধু নির্মমতা নয়, মানবসমাজের জন্য কলঙ্কজনক এক ঘটনা। এ ঘটনার নেপথ্যে যারা, তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন কোনো ঘটনার পুনরাবৃত্তির সাহস না পায়। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আমাদের আর দেখতে না হয় সে জন্য রাষ্ট্রের পাশাপাশি সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের সমাজজীবন থেকে মানবতা ও সহমর্মিতার বোধ একেবারে নির্বাসিত হোক, এটা আমাদের কাম্য নয়।</span></span></span></p> <p> </p>