<p>বগুড়ায় গত এক মাসে নাশকতা ও হত্যা মামলায় কারাবন্দি চার আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। গত ১১ নভেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত বগুড়ায় কারাগারে বন্দি থাকা চারজন আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। নিহতদের পরিবার থেকে অভিযোগ করেছেন, কারাগারের ভেতরে অব্যবস্থাপনা ও চিকিৎসা সংকটের কারণে এসব কারাবন্দি মারা যাচ্ছে। ‘হার্ট অ্যাটাক কিংবা অন্য অসুস্থতায়’ এদের মৃত্যু হয়েছে বলে কারা কর্তৃপক্ষ বললেও নিহতদের পরিবার থেকে বলা হচ্ছে, কারাগারে যখন তারা সাক্ষাৎ করতে গিয়েছিলেন তখন অসুস্থতার কথা তাদের জানাননি। যদিও কারা কর্তৃপক্ষ বলছে. আওয়ামী লীগের এসব নেতা আগে থেকেই বিভিন্ন রোগে ভুগছিলেন এবং  চিকিৎসাধীন অবস্থায় তাদের স্বাভাবিক মৃত্যুই হয়েছে। এসব ঘটনা খতিয়ে দেখতে জেলা প্রশাসন সিভিল সার্জনকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে।</p> <p> </p> <p> </p>