তৃতীয় অধ্যায়
জীবনের জন্য পানি
শূন্যস্থান পূরণ
১। আমাদের চারপাশ ঘিরে আছে ।
উত্তর : আমাদের চারপাশ ঘিরে আছে পানি।
২।
পানি ছাড়া কোনো প্রাণী থাকতে পারে না।
উত্তর : পানি ছাড়া কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না।
৩। উদ্ভিদের দেহে প্রায় পানি রয়েছে।
উত্তর : উদ্ভিদের দেহে প্রায় ৯০ ভাগ পানি রয়েছে।
৪। উদ্ভিদ খাদ্য তৈরিতে ব্যবহার করে।
উত্তর : উদ্ভিদ খাদ্য তৈরিতে পানি ব্যবহার করে।
৫। প্রচণ্ড গরমে উদ্ভিদের দেহ শীতল করতে সাহায্য করে।
উত্তর : প্রচণ্ড গরমে পানি উদ্ভিদের দেহ শীতল করতে সাহায্য করে।
৬। উদ্ভিদ সাহায্যে মাটি থেকে পানি শোষণ করে।
উত্তর : উদ্ভিদ মূলের সাহায্যে মাটি থেকে পানি শোষণ করে।
৭। মানবদেহের ভাগ পানি রয়েছে।
উত্তর : মানবদেহের ৬০-৭০ ভাগ পানি রয়েছে।
৮। মানবদেহের খাদ্য পরিপাক, পুষ্টি উপাদান শোষণের জন্য প্রয়োজন।
উত্তর : মানবদেহের খাদ্য পরিপাক, পুষ্টি উপাদান শোষণের জন্য পানি প্রয়োজন।
৯। মাটি থেকে উপাদান সংগ্রহের জন্য উদ্ভিদের পানি প্রয়োজন।
উত্তর : মাটি থেকে পুষ্টি উপাদান সংগ্রহের জন্য উদ্ভিদের পানি প্রয়োজন।
১০। প্রাণীর দেহে খাদ্য পরিপাকের জন্য প্রয়োজন।
উত্তর : প্রাণীর দেহে খাদ্য পরিপাকের জন্য পানি প্রয়োজন।
১১। রাতে ঘাস, গাছপালা ইত্যাদির ওপর যে বিন্দু বিন্দু পানি জমে তাকে বলে।
উত্তর : রাতে ঘাস, গাছপালা ইত্যাদির ওপর যে বিন্দু বিন্দু পানি জমে তাকে শিশির বলে।
১২। দেহের তাপমাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে।
উত্তর : পানি দেহের তাপমাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে।
১৩। কঠিন, তরল ও বায়বীয় এ তিনটি অবস্থায় থাকে।
উত্তর : পানি কঠিন, তরল ও বায়বীয় এ তিনটি অবস্থায় থাকে।
১৪। বিভিন্ন ক্ষতিকর পদার্থ পানিতে মিশার ফলে পানি হয়।
উত্তর : বিভিন্ন ক্ষতিকর পদার্থ পানিতে মিশার ফলে পানি দূষিত হয়।