ব্যবসায়ের সমৃদ্ধির জন্য অপরিহার্য কী?
উত্তর : ব্যবসায়ের সমৃদ্ধির জন্য সামাজিক দায়িত্ব পালন অপরিহার্য।
১০। সামাজিক দায়বদ্ধতা কী?
উত্তর : সমাজের জন্য কল্যাণমূলক কাজই সামাজিক দায়বদ্ধতা।
১১। নাগরিক হিসেবে একজন ব্যবসায়ীর বৈশিষ্ট্য কেমন হবে?
উত্তর : নাগরিক হিসেবে একজন ব্যবসায়ী সৃজনশীল ও সচেতন হবে।
১২। ব্যবসায়ের স্থায়িত্ব ও মুনাফা নির্ভর করে কিসের ওপর?
উত্তর : ব্যবসায়ের স্থায়িত্ব ও মুনাফা নির্ভর করে জনগণের আস্থার ওপর।
১৩। ব্যবসায় প্রতিষ্ঠানকে কয়টি পক্ষের প্রতি দায়বদ্ধতা পালন করতে হয়?
উত্তর : ব্যবসায় প্রতিষ্ঠানকে চারটি পক্ষের প্রতি দায়বদ্ধতা পালন করতে হয়।
১৪। রাষ্ট্র, সমাজ, ক্রেতা ও কর্মচারী কোনো না কোনোভাবে কিসের সঙ্গে জড়িত?
উত্তর : রাষ্ট্র, সমাজ, ক্রেতা ও কর্মচারী কোনো না কোনোভাবে ব্যবসায়ের সঙ্গে জড়িত।
১৫। শিল্পোন্নয়নের সবচেয়ে বড় সমস্যা কী?
উত্তর : শিল্পোন্নয়নের সবচেয়ে বড় সমস্যা পরিবেশদূষণ।
১৬। কারখানা থেকে নির্গত তরল শিল্পবর্জ্য কী ক্ষতি করে?
উত্তর : কারখানা থেকে নির্গত তরল শিল্পবর্জ্য পানি দূষণ করে।
১৭। কিসের কারণে জীববৈচিত্র্য মারাত্মক হুমকির সম্মুখীন হচ্ছে?
উত্তর : পরিবেশদূষণের কারণে জীববৈচিত্র্য মারাত্মক হুমকির সম্মুখীন হচ্ছে।
১৮। দূষণের মোকাবেলায় সরকারের পদক্ষেপ কী?
উত্তর : দূষণের প্রতিরোধে সরকার আইন প্রণয়ন করেছে।
১৯। যত্রতত্র ময়লা-আবর্জনা নিক্ষেপ কিসের দূষণ ঘটায়?
উত্তর : যত্রতত্র ময়লা-আবর্জনা নিক্ষেপ বায়ুদূষণ ঘটায়।
২০। পরিবেশদূষণ রোধে কী করা প্রয়োজন?
উত্তর : পরিবেশদূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন।
২১। সহায়তার উৎস কয়টি?
উত্তর : সহায়তার উৎস আটটি।
২২। সুনাম ব্যবসায়ের কী?
উত্তর : সুনাম ব্যবসায়ের সম্পদ।
২৩। পণ্যের মজুদদারি না করা কোন পক্ষের প্রতি দায়বদ্ধতা?
উত্তর : পণ্যের মজুদদারি না করা সমাজের প্রতি দায়বদ্ধতার মধ্যে পড়ে।
২৪। কার স্বার্থ অবহেলা করলে ব্যবসায় করা যায় না?
উত্তর : শ্রমিকদের স্বার্থ অবহেলা করে ব্যবসায় করা যায় না।
২৫। পরিবেশদূষণ থেকে রক্ষা পেতে কয়টি বিষয়ের প্রতি লক্ষ রাখা একান্ত আবশ্যক?
উত্তর : পরিবেশদূষণ থেকে রক্ষা পেতে চারটি বিষয়ের প্রতি লক্ষ রাখা একান্ত আবশ্যক।
২৬। প্রতিটি কারখানায় কী থাকা প্রয়োজন?
উত্তর : প্রতিটি কারখানায় বর্জ্য শোধনাগার থাকা দরকার।