<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চট্টগ্রামে চার দফা জানাজা শেষে গতকাল বুধবার লোহাগাড়ায় গ্রামের বাড়িতে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের লাশ দাফন সম্পন্ন হয়েছে। এসব জানাজায় জনতার ঢল নামে। সাইফুল হত্যাসহ আদালত ভাঙচুর এবং আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ওপর হামলার ঘটনায় নগরীর কোতোয়ালি থানায় গত দুই দিনে তিনটি মামলা করেছে পুলিশ। মামলায় এক হাজার ৪৭৪ জনকে আসামি করা হয়। এজাহারে ৭৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ। ভিডিও ফুটেজ দেখে হত্যায় জড়িত সাতজনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে মহানগর পুলিশ। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল চট্টগ্রাম নগরে আইনজীবী সাইফুলের দুই দফা জানাজা হয়েছে। সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম আদালত চত্বরে প্রথম জানাজা হয়। সকাল সাড়ে ১১টার দিকে নগরের জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে দ্বিতীয় জানাজা হয়। এসব জানাজায় সরকারের উপদেষ্টা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং আইনজীবীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের ঢল নামে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্য দুই জানাজা হয় চট্টগ্রামের লোহাগাড়ায়। উপজেলার চুনতি ফারেঙ্গা গ্রামের বাড়িতে সর্বশেষ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে আইনজীবীর লাশের দাফন সম্পন্ন হয়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এসব জানাজায় অন্তর্বর্তী সরকারের ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার তোফায়েল আহমেদ, মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সদস্যসচিব নাজিমুর রহমান, মহানগর জামায়াতে ইসলামীর আমির শাহজাহান চৌধুরী ও সেক্রেটারি জেনারেল নুরুল আমিন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, হেফাজতে ইসলামের নেতা হারুন ইজাহারসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা অংশ নেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রথম জানাজা শেষে আদালত চত্বরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল আদালত এলাকায় পুলিশ নীরব ছিল। এত বড় ঘটনা ঘটছে, তারা কেন এগিয়ে গেল না। এই ঘটনায় যারা জড়িত ছিল, যারা নেপথ্যে ছিল, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চট্টগ্রামের সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হামলাকারী যে-ই হোক, দল-মত-নির্বিশেষে যে দলেরই হোক, যে বর্ণের হোক, সন্ত্রাসী সন্ত্রাসীই। সন্ত্রাসীর কোনো ধর্ম নেই, কোনো দল নেই। সন্ত্রাসীকে আমরা সন্ত্রাসী হিসেবে ট্রিট করব। যে দলের, যে ধর্মের, যে বর্ণের হোক, অনতিবিলম্বে তাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমির শাহজাহান চৌধুরী বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমাদের প্রশাসনের ভাইদের বলতে চাই, ১৫ দিন ধরেই আমি বলে আসছিলাম, এই চিন্ময় দাস উসকানিমূলক সমাবেশ প্রেস ক্লাবের সামনে করেছে, চেরাগীর পাহাড়ে করেছে, লালদীঘির ময়দানে করেছে। আমি বলেছি, এরা বেড়ে যাচ্ছে। তাদের কোনো কর্মসূচি করতে দেবেন না। কিন্তু কেউ পাত্তা দেননি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত মঙ্গলবার চট্টগ্রামে ইসকন পরিচালিত মন্দির পুণ্ডরীক ধামের অধ্যক্ষ এবং সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিনকে কেন্দ্র করে তার ভক্ত-অনুসারীদের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সংঘর্ষের সময় নিহত হন সাইফুল। তিনি সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) ছিলেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে আজ দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করবেন আইনজীবীরা। এ ছাড়া জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজনসহ আরো পাঁচটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আইনজীবী সাইফুল হত্যায় ভিডিও ফুটেজে শনাক্ত ৭ : চট্টগ্রাম আদালত চত্বরের বাইরের সড়কে সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল হত্যার ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে সাতজনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। তিন মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছেন সিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ। মঙ্গলবার রাতে কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে যৌথ বাহিনী ২৮ জনকে আটক করে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ বলেন, আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে সাতজনকে জড়িত হিসেবে শনাক্ত করা হয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার ও ইসকন নিষিদ্ধ করার দাবি : আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। একই সঙ্গে তিনি ইসকন নিষিদ্ধেরও দাবি জানান।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল দুপুরে চট্টগ্রাম নগরের টাইগারপাস মোড়ে আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এই দাবি জানান। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হাসনাত আবদুল্লাহ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমাদের দেশে সব ধর্মের সহাবস্থান থাকবে। আমরা সবার অধিকার রক্ষায় কাজ করব। কিন্তু ধর্মের দোহাই দিয়ে উগ্রবাদী সংগঠন পরিচালনা করলে বাংলাদেশে এক হাত জায়গাও দেওয়া হবে না। আমার ভাই সাইফুলকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই ইসকনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে নিষিদ্ধ করতে হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সমাবেশে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য রাসেল আহমেদ, কেন্দ্রীয় সহসমন্বয়ক খান তালাত মাহমুদ প্রমুখ বক্তব্য দেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সারজিস আলম সাংবাদিকদের বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সরকারকে স্পষ্ট করে বলতে চাই, যারা আমার ভাইকে হত্যা করেছে, তাদের যদি গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয়, তাহলে পুরো বাংলাদেশে একসঙ্গে ছাত্র-জনতা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে। যারা ইসকন নামে উগ্রপন্থী হিন্দুত্ববাদী মনোভাব বাংলাদেশে ছড়াচ্ছে, বাংলাদেশের স্থিতিশীলতার জন্য ও শান্তিপূর্ণ পরিবেশের জন্য তাদের অবিলম্বে নিষিদ্ধ করতে হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিবাদ : চট্টগ্রামে আইনজীবী হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। গতকাল পরিষদের এক বিবৃতিতে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সারা দেশে বিক্ষোভ-মানববন্ধন, ইসকন নিষিদ্ধ করার দাবি : আইনজীবী সাইফুল হত্যার ঘটনার প্রতিবাদ, দোষী ব্যক্তিদের বিচারের দাবি এবং ইসকন নিষিদ্ধ করার দাবিতে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করা হয়েছে। খুলনা, রাজশাহী, রংপুর, বাগেরহাট, বান্দরবান, চুয়াডাঙ্গা, কক্সবাজার, গাইবান্ধা, হবিগঞ্জ, যশোর, লক্ষ্মীপুর, ঠাকুরগাঁও, নারায়ণগঞ্জ, নীলফামারী, রাজবাড়ী, গাজীপুরের কালিয়াকৈর, নরসিংদীর মাধবদী, মাদারীপুরের শিবচর এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">(তথ্য দিয়ে সহযোগিতা করেছেন নিজস্ব প্রতিবেদক ও আঞ্চলিক প্রতিনিধিরা)</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"> </p>