<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় পুরোপুরি সন্তুষ্ট হতে পারেনি বিএনপি। তবে সরকার যে নির্বাচনের চিন্তা করছে, তাতে আশা দেখছে দলটি। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বিএনপির দায়িত্বশীল নেতাদের সঙ্গে কথা বলে তাঁদের এমন মনোভাব জানা গেছে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বিএনপি বলেছে, প্রধান উপদেষ্টা ভাষণে আগামী নির্বাচন নিয়ে যা বলেছেন, তা শুধু নির্বাচনের সম্ভাব্য সময়সূচি নিয়ে ধারণা। দলের উচ্চ পর্যায়ের নেতারা মনে করেন, এই ঘোষণায় নির্বাচন নিয়ে জনমনে সংশয় কাটবে কি না তা এখনই বলা যাচ্ছে না। সরকারের আগামী কিছুদিনের দৃশ্যমান কাজের মাধ্যমে বোঝা যাবে। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সংস্কার ও রোডম্যাপ নিয়ে অন্তর্বর্তী সরকারের অন্তত দুজন উপদেষ্টার বক্তব্য নিয়ে বিএনপি সমালোচনা করেছে। কয়েকজন প্রভাবশালী উপদেষ্টা দ্রুত নির্বাচন চান না বলে দলটির নেতারা মনে করছেন। এমন প্রেক্ষাপটে নির্বাচনের সময়সূচি নিয়ে ড. ইউনূস যে ধারণা দিয়েছেন, তা ইতিবাচক বলছেন বিএনপি নেতারা। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">দলটির গুরুত্বপূর্ণ নেতারা বলেন, তাঁরা আগামী বছরের মাঝামাঝি নাগাদ নির্বাচন চাইলেও তা ওই বছরের শেষ নাগাদ হলেও তাতে আপত্তি থাকবে না। আগামী বছর পর্যন্ত সময়কে সহনীয় হিসেবে বিবেচনা করে অন্তর্বর্তী সরকারকে এই সময়টুকু দিতে চান তাঁরা। এটাকে যৌক্তিক সময় হিসেবে মেনে নেবেন তাঁরা। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর কথায় সেটিই ইঙ্গিত দেয়। কালের কণ্ঠকে তিনি বলেন, এই ঘোষণার পর বিএনপি সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ করবে। তবে নির্বাচন করতে এত সময় লাগার কথা নয়। সরকার আন্তরিক হলে আরো দ্রুত নির্বাচন সম্ভব। জনগণ দ্রুত নির্বাচনই প্রত্যাশা করে। তিনি বলেন, অংশীজনরা দ্রুত নির্বাচন চায়। তারা অনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে চান না। জবাবদিহিমূলক সরকার না থাকলে অংশীজনরা স্বাচ্ছন্দ্যবোধ করেন না।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">দলটির নেতারা সংশয় প্রকাশ করে বলেন, </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">অন্তর্বর্তী সরকার দেশকে নির্বাচনমুখী করতে না পারলে দেশবিরোধী নানা ধরনের যে অপপ্রচার-ষড়যন্ত্র অব্যাহত থাকবে। পতিত সরকার দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বিএনপি মনে করে, আগামী বছরের প্রথমার্ধের ভেতরে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শেষে পরবর্তী তিন-চার মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব। তবে নির্বাচন ২০২৬ সালে গেলে সেটি হবে দীর্ঘ সময়, এর মধ্য দিয়ে সময়ক্ষেপণ হবে, যেটি কাম্য নয়।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গতকাল জাতীয় স্মৃতসৌধে সাংবাদিকদের বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এ দেশের মানুষ ভোটের অধিকার চায়। আমরা শুনেছি, আমরা দেখেছি, ভোটের কথা বললে, ইলেকশনের কথা বললে, অনেকের মুখ বাঁকা হয়ে যায়। বিএনপি চায়, এই সরকার একটা রোডম্যাপ ঘোষণা করুক।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">তিনি বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আমরা অপেক্ষা করতে রাজি আছি। সংস্কার হবে, অপেক্ষা করব। কিন্তু যুগ যুগ ধরে এভাবে চলতে পারে না। যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার না আসবে, ততক্ষণ পর্যন্ত এই সমস্যার কোনো সমাধান হবে না।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, প্রধান উপদেষ্টা তাঁর বক্তব্যে নির্বাচনের সম্ভাব্য সময় সম্পর্কে একটা ধারণা দিয়েছেন। কিন্তু তাতে সুস্পষ্ট কোনো রোডম্যাপ নেই। তিনি বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">প্রয়োজনীয় কোন কোন ক্ষেত্রে সংস্কার করা হবে, সে জন্য কতটা সময় প্রয়োজন, তা প্রধান উপদেষ্টার বক্তব্যে স্পষ্ট নয়। আমরা আশা করি, তিনি (প্রধান উপদেষ্টা) সংস্কারের সময় ও নির্বাচনের সময় সুনির্দিষ্ট করে একটি রোডম্যাপ দেবেন।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p> </p>