<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সরকার ও বিচার বিভাগের কাছে আওয়ামী লীগের প্রতি সুবিচার দাবি করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আমাদের ওপর অবিচার করা হয়েছে, তাদের ওপর যেন সুবিচার করা হয়। তাদের ওপর সুবিচার হলেই তারা শাস্তি পাবে। কারণ, তারা গুমের দায়ে অভিযুক্ত, খুনের দায়ে অভিযুক্ত, লুটের দায়ে অভিযুক্ত, মানুষকে বেইজ্জত করার দায়ে অভিযুক্ত, চুরি-চামারির দায়ে অভিযুক্ত, সব অধিকার হরণের দায়ে অভিযুক্ত।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">তিনি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার আহ্বান জানিয়ে ভারতের উদ্দেশে বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আপনারা এভাবে একজন অপরাধীকে পাহারা দিতে পারেন না, আশ্রয় দিতে পারেন না। সরকার চেয়েছে আমাদের হাতে অপরাধীকে ফেরত দিন। এ দেশের আইন অনুযায়ী তাঁর বিচার হবে।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">তিনি গতকাল বৃহস্পতিবার বিকেলে খুলনা জেলার কয়রা উপজেলার কপোতাক্ষ কলেজ ময়দানে উপজেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এর আগে তিনি পাইকগাছার গদাইপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত পৃথক সমাবেশে এবং ডুমুরিয়া উপজেলার আঠারো মাইলে পথসভায় বক্তৃতা করেন। এসব কর্মসূচিতে জামায়াতের আমির সংখ্যালঘু-সংখ্যাগুরু বলে কোনো বাক্য এ দেশে নেই উল্লেখ করে বলেন, সবাইকে নিয়েই মিলেমিশে দেশ গড়তে চায় জামায়াতে ইসলামী।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">প্রবাসীদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">যারা আমাদের ভোটাধিকার ফিরিয়ে দিয়েছে সেই যুবসমাজের বাড়ি বাড়ি গিয়ে খুঁজে তাদের যেমন ভোটার বানিয়ে ভোটের অধিকার দিতে হবে, তেমনি প্রবাসীদেরও।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সকালে তিনি পাইকগাছা উপজেলার গদাইপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন। এ সময় তিনি বলেন, শেখ হাসিনা দেশের জনগণকে আগেই ভুলে গিয়েছিলেন। সর্বশেষ তাঁর দলের নেতাকর্মীদের দুঃখের সাগরে ভাসিয়ে চলে গেলেন।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">তিনি বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে শুরু করে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত যেসব গুম, খুন, হত্যা, গণহত্যা করা হয়েছে সব খুনের বিচার জনগণ চায়। সেনাবাহিনী ও বিডিআর হত্যা, আয়নাঘরের হত্যা, জামায়াত নেতাদের হত্যা, সর্বশেষ ছাত্র-জনতাকে গণহত্যাসহ সব হত্যার বিচার করতে হবে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সকাল সাড়ে ৭টায় তিনি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার আঠারোমাইল মোড়ে ডুমুরিয়া উপজেলা জামায়াত আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। এ সময় তিনি বলেন, যারা গণহত্যা করেছে তাদের এ দেশে রাজনীতি করার অধিকার নেই। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">কয়রা-পাইকগাছার জামায়াতের সম্ভাব্য প্রার্থী এবং জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ এ সময় সুন্দরবনের সুরক্ষা, কয়রায় এক শ শয্যার হাসপাতাল ও ইসলামী ব্যাংকের শাখা স্থাপনের দাবি জানান। এসব সভায় জামায়াতের বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য দেন।</span></span></span></span></span></p> <p> </p>