<p>নড়াইলে বাসনা মল্লিক (৪৫) নামের এক নারী ইউপি সদস্যকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পরিবারের অভিযোগ, পাওনা টাকা চাওয়ায় তাকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। তবে পুলিশ বলছে, ওই নারীর মৃত্যু রহস্যজনক।</p> <p>বাসনা মল্লিক নড়াইলের মাইজপাড়া ইউনিয়নের সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি পোড়াডাঙ্গা গ্রামের নেপাল মল্লিকের স্ত্রী। গতকাল বৃহস্পতিবার যশোর সদর হাসপাতালে মৃত্যুর পর ময়নাতদন্ত শেষে আজ শুক্রবার তাকে গ্রামে সমাধিস্থ করা হয়।</p> <p>পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত মঙ্গলবার তিনি ইউনিয়ন পরিষদে টিবিসি পণ্য বিতরণে যান। পরে তিনি বাড়ি ফিরে না আসায় স্বামী নেপাল মল্লিক তাকে খুঁজতে বের হন। দৌলতপুর বাজারে পেয়ে তাকে বাড়ি নিয়ে আসা হয়। এর পর থেকে বাসনা বমি করতে থাকেন। এক পর্যায়ে তাকে যশোর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।</p> <p>নেপাল মল্লিক অভিযোগ করেন, তার স্ত্রীকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। পাওনা টাকা চাওয়ায় তাকে হত্যা করা হয়। তবে তাদের কাছে বাসনা মল্লিক টাকা পেতেন সে বিষয় কিছুই জানাতে পারেননি তিনি। এ বিষয়ে এখন পর্যন্ত থানায় পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করা হয়নি।</p> <p>এদিকে বাসনা মল্লিককে হত্যার আগে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার ছেলে রিংকু মল্লিক। তিনি বলেন, 'প্রথমে আমার মা কোনো কিছুই বলেনি। পরে আমাকে বলেছেন, দৌলতপুর বাজারে কয়েকজন মিলে তাকে ধর্ষণ করেছে। এরপর ভিডিও করে তার কাছে দুই লাখ টাকা দাবি করে। এরপর তার মুখে বিষ ঢেলে দিয়ে তাকে হত্যা করেছে।'</p> <p>তবে ময়না তদন্তের রিপোর্ট জানতে যশোর সদর হাসপাতালে কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।</p> <p>নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, বাসনা মল্লিকের মৃত্যু রহস্যজনক। পরিবারের পক্ষ থেকে একটি দাবি করা হয়েছে। তবে আমরা তদন্ত করছি।</p>