ঢাকা, শুক্রবার ২১ মার্চ ২০২৫
৭ চৈত্র ১৪৩১, ২০ রমজান ১৪৪৬

ঢাকা, শুক্রবার ২১ মার্চ ২০২৫
৭ চৈত্র ১৪৩১, ২০ রমজান ১৪৪৬

সিলেটের পর্যটন খাতে হাজার কোটি টাকার ক্ষতি

ইয়াহইয়া ফজল, সিলেট
ইয়াহইয়া ফজল, সিলেট
শেয়ার
সিলেটের পর্যটন খাতে হাজার কোটি টাকার ক্ষতি

চলতি মৌসুমে একের পর এক ধাক্কায় বিপর্যস্ত সিলেটের পর্যটন খাত। তিন দফায় বন্যার ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই দেশের অস্থিতিশীল পরিস্থিতি ও কারফিউয়ে মুখ থুবড়ে পড়েছে এ খাত। এতে চলতি মৌসুমে পর্যটন খাতের ক্ষতি হাজার কোটি টাকা ছাড়িয়েছে।

এমন চলতে থাকলে অস্তিত্ব সংকটে পড়তে হবে বলে আশঙ্কা করছেন খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা।

মূলত করোনার পর থেকে এই খাতে শনির দশা চলছে। এরপর বাইশের বন্যাসহ লাগাতার আঘাত সিলেটের পর্যটনকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দিচ্ছে না দাবি তাঁদের।

সিলেটের বেশির ভাগ পর্যটনকেন্দ্র জলকেন্দ্রিক। প্রকৃতিকন্যা জাফলং কিংবা সাদা পাথর, রাতারগুল, পান্থুমাই, মায়াবি ঝরনা, লালাখালের মতো জনপ্রিয় কেন্দ্রগুলো জলকেন্দ্রিক।

তাই বর্ষা মৌসুম সিলেটের পর্যটনের উত্কৃষ্ট সময়। সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর এই পাঁচ মাস পর্যটনের ভরা মৌসুম। অথচ চলতি মৌসুমের শুরুতেই পর্যটনে বড় ধাক্কা দেয় বন্যা। বন্যার কারণে ঈদের বড় ব্যবসাও হাত ছাড়া হয়।
তিন দফা বন্যার পর সব কিছু গুছিয়ে ওঠার আগেই দেশের সহিংস পরিস্থিতি ও কারফিউ মিলে বিরাট বিপর্যয়ে এ খাতে সংশ্লিষ্ট ব্যক্তিরা। গত ১০ জুলাইয়ের পর সিলেটের বেশির ভাগ হোটেল, মোটেল ও রিসোর্টে কোনো বুকিং পড়েনি। পর্যটনকেন্দ্রগুলোতে নেমেছে সুনসান নীরবতা।

সিলেটের পর্যটন খাতে হাজার কোটি টাকার ক্ষতিদেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র সিলেটের সাদা পাথর সরেজমিন ঘুরে দেখা গেছে, সেখানে রাজ্যের নিস্তব্ধতা। নৌকাঘাটের শত শত দোকানের হাতে গোনা কয়েকটি খোলা।

বাকিগুলো বন্ধ পড়ে আছে। রেস্টুরেন্টগুলো খোলা থাকলেও ভেতরে খাঁ খাঁ শূন্যতা। পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকরা অফুরন্ত অলস সময় কাটানোর চেষ্টা করছেন আড্ডায় আর মোবাইল গেইমসে।

সাদা পাথর পর্যটনকেন্দ্রের ব্যবসায়ীরা বলছেন, এ সময়টায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতি সপ্তাহে লাখের অধিক পর্যটক এখানে ঘুরতে আসে। মাসে সে সংখ্যা চার থেকে পাঁচ লাখ ছাড়ায়। দুই ঈদে পর্যটকদের উপচে পড়া ভিড় জমে। কিন্তু এবার দফায় দফায় বন্যা আর দেশের সহিংস পরিস্থিতি সাদা পাথরকে পর্যটকশূন্য করে দিয়েছে। ফলে বিপর্যয়ে পড়েছেন তাঁরা। সেখানকার হোটেল, রেস্তোরাঁ ও কসমেটিকস ব্যবসায়ীরা কয়েক কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন।

সাদা পাথর পর্যটন ব্যবসায়ী সমিতির সভাপতি সফাত উল্লাহ বলেন, পর্যটন এলাকার শতাধিক কসমেটিকসের দোকান, ১০টি রেস্তোরাঁ, কয়েকটি হোটেল, রিসোর্ট, শতাধিক ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ী ও শত শত নৌকা রয়েছে। পর্যটকদের ওপরই মূলত তাঁদের ব্যবসা, জীবন-জীবিকা নির্ভরশীল। শুধু ঈদ মৌসুমে কয়েক কোটি টাকার ব্যবসা হয়। কিন্তু বন্যা ও রাজনৈতিক অস্থিরতার কারণে গত এক মাসে আমাদের ৯০ শতাংশ ব্যবসা কমে গেছে। এতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে।

একই পরিস্থিতি অন্যসব পর্যটনকেন্দ্রের। জাফলং গ্রিন রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক বাবলু বখত বলেন, ঈদের দিন থেকে এখন পর্যন্ত রুম বুকিংয়ের অবস্থা চরম খারাপ। বন্যার কারণে ঈদে ব্যবসা হয়নি। এতে ব্যবসায় বড় ধাক্কা খেয়েছি। বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর কয়েক দিন পর্যটক এলেও চলমান সহিংস পরিস্থিতির কারণে আবার বিপর্যয়। এভাবে পুরো মৌসুম গেলে আমাদের জন্য টিকে থাকা কঠিন হবে।

হোটেল, মোটেল ও রেস্ট হাউস অনার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া লিপন কালের কণ্ঠকে বলেন, মূলত রমজানের পর থেকেই ব্যবসায় বিপর্যয়। তখন অধিক তাপমাত্রার কারণে হিট স্ট্রোকের ভয়ে অনেকে মুভ করেননি।

হোটেল-রেস্টুরেন্ট খাতে অন্তত ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে দাবি করে তিনি বলেন, ব্যক্তিগতভাবে আমার দুটি হোটেলে প্রতিদিন ব্যয় আড়াই লাখ টাকা। অথচ আয় শূন্য টাকা। সিলেটে শত শত হোটেল-মোটেল আছে। তাহলে হিসাব করেন আর্থিক ক্ষতির পরিমাণ।

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন বলেন, চলতি মৌসুমে পর্যটন খাতে সিলেট জেলার ক্ষতি হয়েছে হাজার কোটি টাকার ওপরে।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

শেয়ার

মুদ্রাবাজার

শেয়ার

করপোরেট খবর

শেয়ার
করপোরেট খবর

ইসলামী ব্যাংক : ইসলামী ব্যাংক বাংলাদেশের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতি ছাঈদ আহমাদ এতে সভাপতিত্ব করেন। সভায় শরিয়াহ সুপারভাইজরি কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. আবু বকর রফীক, সদস্যসচিব অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুস সামাদসহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি


https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/03.March/21-03-2025/2/kalerkantho-ib-7a.jpg

প্রাইম ব্যাংক : দাতব্য কাজ পরিচালনা করতে ঢাকা আহছানিয়া মিশনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক।

প্রাইম ব্যাংকের ডিএমডি মো. নাজিম এ চৌধুরী ও ঢাকা আহছানিয়া মিশনের প্রেসিডেন্ট অধ্যাপক ড. গোলাম রহমান চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ইসলামী ব্যাংকিং বিভাগের প্রধান ও ভাইস প্রেসিডেন্ট সৈয়দ ইবনে শাহরিয়ারসহ অন্যরা। সংবাদ বিজ্ঞপ্তি


https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/03.March/21-03-2025/2/kalerkantho-ib-7a.jpg

ওয়ালটন : ওয়ালটনের ডিপ ফ্রিজ কিনে মিলিয়নেয়ার হলেন সিলেটের কানাইঘাটের কাওসার আহমেদ। এর আগে সিজন-২২-এ ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নেয়ার হয়েছেন ফরিদপুরের কলেজ শিক্ষার্থী রাসেল ফকির, নেত্রকোনার খোকন মিয়া ও ঢাকার ক্ষুদ্র ব্যবসায়ী আলী মর্তুজা।

সিলেটের কানাইঘাটে ওয়ালটন প্লাজা সংলগ্ন মাঠে কাওসারের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন চিত্রনায়ক আমিন খান। সংবাদ বিজ্ঞপ্তি


https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/03.March/21-03-2025/2/kalerkantho-ib-7a.jpg

শাহ্জালাল ইসলামী ব্যাংক : শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৩৯২তম সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান এ কে আজাদ এতে সভাপতিত্ব করেন। এ সময় ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ ও মহিউদ্দিন আহমেদ, পরিচালক ড. আনোয়ার হোসেন খান, মো. সানাউল্লাহ সাহিদ, মো. আব্দুল বারেক প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তি

প্রাসঙ্গিক
মন্তব্য

ইফতার ও সাহরি ফেস্ট করবে ফুডি

বাণিজ্য ডেস্ক
বাণিজ্য ডেস্ক
শেয়ার
ইফতার ও সাহরি ফেস্ট করবে ফুডি

বাংলাদেশের ফুড ডেলিভারিভিত্তিক ফুডি অ্যাপ একটি ব্যতিক্রমধর্মী ফেস্টিভাল আয়োজন করতে যাচ্ছে। যার নাম হবে ফুডি ইফতার ও সাহরি ফেস্ট ২০২৫। এই ফেস্ট আগামী ২৯ মার্চ পর্যন্ত প্রতিদিন দুপুর ২টা থেকে বিরতিহীনভাবে রাত ১১টা পর্যন্ত রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক এভিনিউ মাঠে অনুষ্ঠিত হবে। এই মেলার মাধ্যমে পবিত্র রমজান মাসে নানাবিধ আয়োজনের সমাহার নিয়ে উপস্থিত থাকবে নতুন, পুরান ঢাকার রেস্টুরেন্টগুলোর মধ্যে প্রায় ৩০টি স্টল।

একই ভেন্যুতে পছন্দের সব ধরনের খাবারসামগ্রী পেতে সহায়তা করবে এই ব্যতিক্রমধর্মী মেলা।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ