<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আবাসিক বা বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ বন্ধ রয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে তিতাস গ্যাস। গত বৃহস্পতিবার তিতাস গ্যাস টিএন্ডডি পিএলসির ব্যবস্থাপক (জনসংযোগ) মো. আল আমিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সরকারি সিদ্ধান্ত মোতাবেক আবাসিক/বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ/লোড বৃদ্ধির সংযোগ বন্ধ রয়েছে। কিছু গণমাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় আবাসিকে/বাসাবাড়িতে নতুন বা লোড বৃদ্ধির সংযোগ দেওয়ার প্রকাশিত সংবাদ সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন। কিছু প্রতারকচক্র জনগণকে বিভ্রান্ত করছে, যা থেকে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার পরামর্শ প্রদান করা হলো। প্রয়োজনে গ্যাস বিতরণ কম্পানির সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।</span></span></span></span></p>