<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চাকরির নিয়োগপত্র, ছবিসহ পরিচয়পত্র এবং সরকারঘোষিত মজুরি প্রদানের দাবিতে চট্টগ্রাম বন্দরের কনটেইনার আনা-নেওয়া বন্ধ রয়েছে। কনটেইনার পরিবহনকারী সংগঠন প্রাইম মুভার ট্রেইলার, কংক্রিট মিক্সচার, ফ্ল্যাটবেড ও ডাম্প ট্রাক শ্রমিক ইউনিয়নের ডাকা ধর্মঘটের ফলে ২১টি বেসরকারি কনটেইনার ডিপো অচল হয়ে পড়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল সোমবার সকাল থেকে রাত ৮টায় প্রতিবেদন লেখা পর্যন্ত বেসরকারি ডিপোগুলো থেকে রপ্তানি পণ্যবাহী কনটেইনার বন্দরে নেওয়া যায়নি। একইভাবে আমদানি পণ্যবাহী কনটেইনার বন্দর থেকে ডিপো বা কারখানায় নিতে পারেননি ব্যবসায়ীরা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশের আমদানি-রপ্তানির প্রায় ৯৯ শতাংশ পণ্য কনটেইনারের মাধ্যমে পরিবহন করা হয়। রপ্তানি পণ্য প্রথমে বেসরকারি কনটেইনার ডিপোতে পাঠানো হয়। সেখানে কাস্টমসসহ অন্যান্য আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর পণ্য কনটেইনারে তোলা হয়। এরপর এসব কনটেইনার জাহাজে তুলে দেওয়ার জন্য বন্দরে পাঠানো হয় প্রাইম মুভার ট্রেইলার গাড়িতে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ব্যবসায়ীরা জানিয়েছেন, ধর্মঘটে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে পণ্য রপ্তানিতে। চট্টগ্রাম বন্দর দিয়ে প্রতিদিন গড়ে দুই হাজার টিইইউএস (২০ ফুট দৈর্ঘ্যের একক কনটেইনার) পণ্য রপ্তানি হয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশের পণ্য পরিবহনের বৃহৎ সংগঠন চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্ল্যাটবেড ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দীর্ঘদিন ধরে আমাদের আশ্বাস দিচ্ছে, চাকরির নিয়োগপত্র, ছবিসহ পরিচয়পত্র এবং সরকারঘোষিত মজুরি দেবে। কিন্তু এর কোনোটাই হচ্ছে না। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তাই আমরা কনটইেনার পরিবহন বন্ধ রেখেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>