<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কোহিনূর কেমিক্যাল : ডিজিটাল প্ল্যাটফরমে ৩৭তম বার্ষিক সাধারণ সভা করেছে প্রসাধনী প্রস্তুতকারক ও বিপণনকারী প্রতিষ্ঠান কোহিনূর কেমিক্যাল কম্পানি (বাংলাদেশ) লিমিটেড। এতে সভাপতিত্ব করেন কম্পানির চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিম। এ সময় আরো উপস্থিত ছিলেন এমডি মো. রেজাউল করিম, পরিচালক মো. এবাদুল করিমসহ অন্যরা। সংবাদ বিজ্ঞপ্তি</span></span></span></span></p> <hr /> <p style="text-align:center"><img alt="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/12 December/20-12-2024/2/kalerkantho-ib-8a.jpg" height="600" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/12 December/20-12-2024/2/kalerkantho-ib-8a.jpg" width="1000" /></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকা ব্যাংক : ঢাকা ব্যাংক ও সিনজেনটা বাংলাদেশ লিমিটেড একটি কো-ব্র্যান্ডেড মাস্টার কার্ড চালু করেছে। এতে সিনজেনটার এশিয়ার প্রধান পল লাক্সটন উপস্থিত থেকে কৃষকদের জন্য এ ধরনের আর্থিক সেবা চালু করেন। আরো উপস্থিত ছিলেন সিনজেনটার এমডি হেদায়েত উল্লাহ, ঢাকা ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড রিটেইল বিজনেস ডিভিশন এইচ এম মোস্তাফিজুর রহমান প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি</span></span></span></span></p> <hr /> <p style="text-align:center"><img alt="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/12 December/20-12-2024/2/kalerkantho-ib-8a.jpg" height="600" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/12 December/20-12-2024/2/kalerkantho-ib-8b.jpg" width="1000" /></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এডিএন টেলিকম : এডিএন টেলিকম লিমিটেডের ২১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন হয়েছে। এতে সভাপতিত্ব করেন পরিচালক পর্ষদের চেয়ারম্যান আসিফ মাহমুদ। পরিচালকদের মধ্যে মো. মঈনুল ইসলাম, মো. মাহফুজ আলী সোহেল ও ওয়াকার আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন। আরো ছিলেন ইন্ডিপেনডেন্ট পরিচালক মো. মারুফ, ব্যবস্থাপনা পরিচালক হেনরি হিলটন। সংবাদ বিজ্ঞপ্তি</span></span></span></span></p> <hr /> <p style="text-align:center"><img alt="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/12 December/20-12-2024/2/kalerkantho-ib-8a.jpg" height="600" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/12 December/20-12-2024/2/kalerkantho-ib-8c.jpg" width="1000" /></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রিমিয়ার ব্যাংক : ঢাকার বনানী এসএমই সার্ভিস সেন্টারে দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসির স্থানান্তরিত শাখার উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ আবু জাফর প্রধান অতিথি হিসেবে শাখার উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন এয়ার কনসার্ন ইন্টারন্যাশনালের এমডি এইচ বি এম শোয়েভ রহমান, প্রিমিয়ার ব্যাংকের এএমডি সৈয়দ নওশের আলী প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি</span></span></span></span></p>