চট্টগ্রাম বন্দরে শতভাগ ডিজিটাল গেট ফি পদ্ধতি চালু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
চট্টগ্রাম বন্দরে শতভাগ ডিজিটাল গেট ফি পদ্ধতি চালু

চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে প্রবেশে ডিজিটাল গেট ফি (মোবাইল অ্যাপ) পদ্ধতি চালু করেছে কর্তৃপক্ষ। এতে অনলাইনের মাধ্যমে আগে থেকে গেট পাস নেওয়ার সুবিধা থাকায় গাড়িচালকদের প্রবেশ ১৫-২০ মিনিট থেকে কমে ১-২ মিনিটে নেমে আসবে। ফলে বন্দর এলাকায় যানজট কমবে এবং সেই সঙ্গে বাড়বে পণ্য পরিবহন কার্যক্রমের গতি। গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম বন্দরের ৪ নম্বর গেট এলাকায় অনলাইন গেট পাস প্রকল্প উদ্বোধন করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান।

চট্টগ্রাম বন্দরে দিনে প্রায় আট হাজার গাড়ি প্রবেশ করে। প্রতিটি গাড়িকে গেট পাস সংগ্রহ করে বন্দরের সংরক্ষিত এলাকায় প্রবেশ করতে হয়। আগে এই গেট পাস সংগ্রহের জন্য গাড়ির চালক বা সহকারীকে নির্দিষ্ট অফিসে গিয়ে গেট পাস সংগ্রহ করতে হতো। চট্টগ্রাম বন্দরের টার্মিনাল অপারেটিং সিস্টেমে (টিওস) যুক্ত হওয়া এই অনলাইন গেট পাস প্রযুক্তিগত সহায়তা নিয়ে তৈরি করেছে ডাটাসফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেড।

নতুন ব্যবস্থায় বন্দরে প্রবেশের ৫৭.৫০ টাকা ফি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আগেই পরিশোধ করা যাবে। ফলে গেটে আর নগদ লেনদেনের প্রয়োজন হবে না। এতে যানবাহন প্রবেশের সময় ১৫-২০ মিনিট থেকে কমে মাত্র ১-২ মিনিটে নেমে আসবে।

অনলাইন গেট উদ্বোধন অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান বলেন, অনলাইন গেট পাস চালুর ফলে বন্দরের কার্যক্রম আরো দ্রুত ও দক্ষ হবে।

কনটেইনার হ্যান্ডলিং, লোডিং ও আনলোডিং প্রক্রিয়া সহজ হবে। নতুন এই ব্যবস্থায় পণ্য পরিবহনের গতিবিধি তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে, যা যানবাহনের সঠিক পরিসংখ্যান ও নিরাপত্তা নিশ্চিত করবে। এই অনলাইন ব্যবস্থার জন্য প্রায় এক লাখ ট্রাকচালক ও সহকারীকে বন্দরের ডাটাবেইসে নিবন্ধন করা হয়েছে। সেখানে তাঁদের ছবি সংযুক্ত করা হয়েছে। এ প্রক্রিয়া এখনো চলমান।
অথচ এর আগে গেট পাস সংগ্রহের জন্য ব্যবহারকারীদের লাইনে দাঁড়াতে হতো। এর ফলে বিমানবন্দর সড়কে যানজট সৃষ্টি হতো। চালকরা পাশেই গাড়ি রেখে পাস সংগ্রহ করতেন, যা যানজট আরো বাড়াত।

মন্তব্য

সম্পর্কিত খবর

বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

শেয়ার

মুদ্রাবাজার

শেয়ার

করপোরেট খবর

শেয়ার
করপোরেট খবর

ইসলামী ব্যাংক : ইসলামী ব্যাংক বাংলাদেশের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতি ছাঈদ আহমাদ এতে সভাপতিত্ব করেন। সভায় শরিয়াহ সুপারভাইজরি কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. আবু বকর রফীক, সদস্যসচিব অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুস সামাদসহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি


https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/03.March/21-03-2025/2/kalerkantho-ib-7a.jpg

প্রাইম ব্যাংক : দাতব্য কাজ পরিচালনা করতে ঢাকা আহছানিয়া মিশনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক।

প্রাইম ব্যাংকের ডিএমডি মো. নাজিম এ চৌধুরী ও ঢাকা আহছানিয়া মিশনের প্রেসিডেন্ট অধ্যাপক ড. গোলাম রহমান চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ইসলামী ব্যাংকিং বিভাগের প্রধান ও ভাইস প্রেসিডেন্ট সৈয়দ ইবনে শাহরিয়ারসহ অন্যরা। সংবাদ বিজ্ঞপ্তি


https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/03.March/21-03-2025/2/kalerkantho-ib-7a.jpg

ওয়ালটন : ওয়ালটনের ডিপ ফ্রিজ কিনে মিলিয়নেয়ার হলেন সিলেটের কানাইঘাটের কাওসার আহমেদ। এর আগে সিজন-২২-এ ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নেয়ার হয়েছেন ফরিদপুরের কলেজ শিক্ষার্থী রাসেল ফকির, নেত্রকোনার খোকন মিয়া ও ঢাকার ক্ষুদ্র ব্যবসায়ী আলী মর্তুজা।

সিলেটের কানাইঘাটে ওয়ালটন প্লাজা সংলগ্ন মাঠে কাওসারের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন চিত্রনায়ক আমিন খান। সংবাদ বিজ্ঞপ্তি


https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/03.March/21-03-2025/2/kalerkantho-ib-7a.jpg

শাহ্জালাল ইসলামী ব্যাংক : শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৩৯২তম সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান এ কে আজাদ এতে সভাপতিত্ব করেন। এ সময় ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ ও মহিউদ্দিন আহমেদ, পরিচালক ড. আনোয়ার হোসেন খান, মো. সানাউল্লাহ সাহিদ, মো. আব্দুল বারেক প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তি

প্রাসঙ্গিক
মন্তব্য

ইফতার ও সাহরি ফেস্ট করবে ফুডি

বাণিজ্য ডেস্ক
বাণিজ্য ডেস্ক
শেয়ার
ইফতার ও সাহরি ফেস্ট করবে ফুডি

বাংলাদেশের ফুড ডেলিভারিভিত্তিক ফুডি অ্যাপ একটি ব্যতিক্রমধর্মী ফেস্টিভাল আয়োজন করতে যাচ্ছে। যার নাম হবে ফুডি ইফতার ও সাহরি ফেস্ট ২০২৫। এই ফেস্ট আগামী ২৯ মার্চ পর্যন্ত প্রতিদিন দুপুর ২টা থেকে বিরতিহীনভাবে রাত ১১টা পর্যন্ত রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক এভিনিউ মাঠে অনুষ্ঠিত হবে। এই মেলার মাধ্যমে পবিত্র রমজান মাসে নানাবিধ আয়োজনের সমাহার নিয়ে উপস্থিত থাকবে নতুন, পুরান ঢাকার রেস্টুরেন্টগুলোর মধ্যে প্রায় ৩০টি স্টল।

একই ভেন্যুতে পছন্দের সব ধরনের খাবারসামগ্রী পেতে সহায়তা করবে এই ব্যতিক্রমধর্মী মেলা।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ