<p><strong>কালো টুপি পরার বিধান</strong></p> <p>প্রশ্ন : একজন আলেম বলেন, কালো টুপি পরা বৈধ নয়। তাঁর এই বক্তব্য কি সঠিক?</p> <p>আদনান, সিরাজগঞ্জ</p> <p>উত্তর : পোশাকের মধ্যে যে রং ব্যবহার করা পুরুষের জন্য নিষিদ্ধ, ওই রং ছাড়া অন্য যেকোনো রঙের পোশাক ব্যবহার করতে পারবে। টুপিও পোশাকের অংশ, তাই নিষিদ্ধ রং ছাড়া যেকোনো রঙের টুপি ব্যবহার করা যাবে। ফলে কালো রঙের টুপি পরাতে কোনো অসুবিধা নেই।</p> <p>(আদ্দুররুল মুখতার : ৬/৩৫৮, আবু দাউদ, হাদিস : ৪০৩১, তাফসিরে ইবনে কাসির : ১/২৫৬, ফাতাওায়ে ফকীহুল মিল্লাত : ১১/৪৯১)</p> <p> </p> <p><strong>না জেনে শিরক করে ফেললে</strong></p> <p>প্রশ্ন : কেউ যদি নিজের অজান্তে শিরক করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ কি তাকে ক্ষমা করবেন? দয়া করে জানাবেন।</p> <p>    বেলাল, বগুড়া</p> <p>উত্তর : জানা-অজানায় কৃত সব ধরনের শিরক থেকে আল্লাহর কাছে বিশুদ্ধ অন্তরে তাওবা করলে মহান আল্লাহ ক্ষমা করে দেবেন।</p> <p>(মুসনাদে আহমদ : ৪/৪০৩)</p> <p> </p> <p> </p>