<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-family:SolaimanLipi">কবিতা আবৃত্তি, গল্প-উপন্যাস নিয়ে মিঠেকড়া আলোচনা আর সুর-সংগীতের খেলা ছিল গতকাল শুক্রবার দিনভর। চলে সাহিত্যের সঙ্গে বিজ্ঞান ও প্রাণ-প্রকৃতির রসায়ন। মহামারির পর প্রথমবার আয়োজিত দশম ঢাকা লিট ফেস্টের দ্বিতীয় দিনে সাহিত্যের সঙ্গে বিজ্ঞানের সম্মিলন ঘটিয়েছেন আয়োজকরা। তারকা লেখক অমিতাভ ঘোষ, নুরুদ্দিন ফারাহ, জয় গোস্বামী ও অভিনেত্রী টিল্ডা সুইনটন যেমন নিজেদের মেলে ধরেছেন, তেমনি বিভিন্ন অধিবেশনে স্বাস্থ্য ও বিজ্ঞানের নানা প্রসঙ্গে কথা বলেছেন সারাহ গিলবার্ট, হাসিনা খান, ইয়াসমিন হক, সেঁজুতি সাহা ও কিশওয়ার চৌধুরীরা।</span></span></span></p> <p><img alt="" height="129" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/2023/shares/99.jpg" style="float:left" width="240" /><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-family:SolaimanLipi">পৌষের কুয়াশাঢাকা সকালে আধ্যাত্মিক সংগীতের মাধ্যমে শুরু হয় গতকালের আনুষ্ঠানিকতা। শাহ সুফি সরদার আমির উদ্দিন চিশতীর সুফিসংগীত পরিবেশন করেন সরদার আফসার উদ্দিন। এরপর দেশ-বিদেশের খ্যাতিমান লেখক, বিজ্ঞানী, গবেষক, নির্মাতা, প্রকাশক ও দর্শকদের আনাগোনায় প্রাণচঞ্চল হয়ে ওঠে বাংলা একাডেমি প্রাঙ্গণ। সকাল ১০টায় আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে শুরু হয় দিনের প্রথম অধিবেশন। তরুণ বিজ্ঞানী সেঁজুতি সাহা ১১টা পর্যন্ত তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলকের সঙ্গে উদ্ভাবনী আলাপে (ইনোভেশন টক) যুক্ত হন। একই সময় একাডেমির বিভিন্ন মিলনায়তন ও প্রাঙ্গণে আরো তিনটি অধিবেশন চলছিল। </span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></strong><strong><span style="font-family:SolaimanLipi">একনায়কতন্ত্রের বীজ থাকে পরিবারে, সমাজে</span></strong><strong><span style="font-family:"Times New Roman","serif"">’</span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-family:SolaimanLipi">একনায়কতন্ত্রের বীজ রোপিত থাকে পরিবারে। সেখান থেকে এটি সংক্রমিত হয়ে সমাজে ছড়িয়ে পড়ে। একনায়ক একদিনে তৈরি হয় না। ধীরে ধীরে সমাজে তার ডালপালা বিস্তৃত হতে থাকে।</span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-family:"Times New Roman","serif"">‘</span><span style="font-family:SolaimanLipi">লস্ট কান্ট্রি, লাস্ট ওয়ার্ডস</span><span style="font-family:"Times New Roman","serif"">’</span><span style="font-family:SolaimanLipi"> অধিবেশনে এভাবেই নিজের মতামত তুলে ধরেন সোমালিয়ার বিখ্যাত লেখক নুরুদ্দিন ফারাহ। ফারাহর লেখকজীবন আর সোমালিয়ার রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট নিয়ে আয়োজিত এই আলোচনা এগিয়ে নেন লিট ফেস্টের পরিচালক কাজী আনিস আহমেদ। আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে বিকেলে অনুষ্ঠিত এ অধিবেশনে সব আসন পূর্ণ ছিল। দর্শক-শ্রোতাদের অনেকেই ছিলেন দাঁড়িয়ে। </span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-family:SolaimanLipi">নুরুদ্দিন ফারাহ বলেন, </span><span style="font-family:"Times New Roman","serif"">‘</span><span style="font-family:SolaimanLipi">মাদার তেরেসা বলেছিলেন পেটে ক্ষুধা নিয়ে তিনি ভালো প্রার্থনা করতে পারেন না। আমিও তেমনই। ভালো লেখার জন্য একজন লেখকের জীবনে সবচেয়ে বেশি যা দরকার তা হলো সুখ ও স্বস্তি।</span><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-family:SolaimanLipi">সোমালি, আরবি ও ইতালীয় ভাষা জানা থাকা সত্ত্বেও কেন লেখার ভাষা হিসেবে ইংরেজিকে বেছে নিলেন, কাজী আনিস আহমেদের এ প্রশ্নের উত্তরে নুরুদ্দিন ফারাহ বলেন, </span><span style="font-family:"Times New Roman","serif"">‘</span><span style="font-family:SolaimanLipi">আমি কার্যকর উপায়ে নিজের বুদ্ধিবৃত্তিক বক্তব্য বোঝাতে পারাকে গুরুত্বপূর্ণ মনে করি। আমার চিন্তা ও বক্তব্য সোমালি, আরবি ও ইতালীয় ভাষায় বলা যেত। কিন্তু সবচেয়ে কার্যকর উপায়ে আমি বলতে পারি ইংরেজিতে। তাই ইংরেজিকে বেছে নেওয়া।</span><span style="font-family:"Times New Roman","serif"">’</span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-family:SolaimanLipi">সাহিত্য ও বিজ্ঞানের সম্মিলন</span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-family:SolaimanLipi">দিনের প্রথম অধিবেশনে তরুণ বিজ্ঞানী সেঁজুতি সাহা নিজের পড়াশোনা, গবেষণা ও উদ্ভাবনের গল্প শোনান। জানান কানাডায় পড়াশোনা করার সময় তিনি উদ্ভাবনের কথা খুব ভাবতেন। সেঁজুতি বলেন, </span><span style="font-family:"Times New Roman","serif"">‘</span><span style="font-family:SolaimanLipi">আমার কাছে উদ্ভাবনের অর্থ হচ্ছে নতুন জিনিস। যার দ্বারা মানুষ লাভবান হয়। আমরা জানি, অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে ব্যাকটেরিয়া দিন দিন প্রতিরোধক হয়ে উঠছে। আমরা ভাইরাসকে ব্যবহার করছিলাম ব্যাকটেরিয়াকে ধ্বংস করার জন্য।</span><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-family:SolaimanLipi">এ সময় ঢাকা লিট ফেস্টে সাহিত্য এবং বিজ্ঞানের সম্মিলন ঘটেছে মন্তব্য করে সেঁজুতি সাহা বলেন, </span><span style="font-family:"Times New Roman","serif"">‘</span><span style="font-family:SolaimanLipi">বিজ্ঞান সাহিত্য ছাড়া চলে না, সাহিত্য বিজ্ঞান ছাড়া চলে না।</span><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-family:SolaimanLipi">জুনাইদ আহেমদ পলক বলেন, </span><span style="font-family:"Times New Roman","serif"">‘</span><span style="font-family:SolaimanLipi">আমি প্রথমবারের মতো এই আয়োজনে এসেছি। এটি একটি চমৎকার আয়োজন।</span><span style="font-family:"Times New Roman","serif"">’</span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-family:SolaimanLipi">প্রযুক্তিগত পরিবর্তনেও ছাপা বই টিকে থাকবে</span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-family:SolaimanLipi">প্রযুক্তির ধাক্কা যত জোরালো হোক, ছাপা বই টিকে থাকবেই। উপন্যাস গল্পনির্ভর রচনা হওয়ায় এর প্রতি বাড়তি আগ্রহ থাকবে পাঠকদের। আমেরিকা-ইউরোপে প্রযুক্তি বহু আগে এসেছে, কিন্তু ছাপা বই হারিয়ে যায়নি। প্রযুক্তিগত পরিবর্তনের ভেতরেও উপন্যাস চিরকাল টিকে থাকবে। </span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-family:SolaimanLipi">বাংলা একাডেমির নজরুল মঞ্চে সকাল ১০টায় বাংলা আখ্যানের ভবিষ্যৎ নিয়ে </span><span style="font-family:"Times New Roman","serif"">‘</span><span style="font-family:SolaimanLipi">আগামীর আখ্যান</span><span style="font-family:"Times New Roman","serif"">’</span><span style="font-family:SolaimanLipi"> শীর্ষক অধিবেশনে এ কথা বলেন কালের কণ্ঠ</span><span style="font-family:"Times New Roman","serif"">’</span><span style="font-family:SolaimanLipi">র প্রধান সম্পাদক ও কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। এ অধিবেশনে আলোচক হিসেবে আরো ছিলেন কথাসাহিত্যিক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। পর্বটি সঞ্চালন করেন লেখক স্বকৃত নোমান।</span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-family:SolaimanLipi">শুরুতেই সঞ্চালক জানতে চান, আগের মতো বৃহৎ আকারের উপন্যাস এখনকার পাঠকরা কেন পড়বে? উত্তরে সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, উপন্যাস কেন পড়বে প্রশ্নটি ঠিক নয়; কিভাবে পড়বে সেটা প্রশ্ন হতে পারে। ছাপার প্রযুক্তি, দৃশ্য মাধ্যমের প্রাবল্যের ভেতরও উপন্যাস পঠিত হবে। </span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-family:SolaimanLipi">গত শতকে যে ভাষায় উপন্যাস লেখা হয়েছে পরিবর্তিত বিশ্বে কি তার বদলে আখ্যান নির্মাতারা নতুন কোনো ভাষায় লিখবেন</span><span style="font-family:"Times New Roman","serif"">—</span><span style="font-family:SolaimanLipi">জানতে চাইলে ইমদাদুল হক মিলন বলেন, </span><span style="font-family:"Times New Roman","serif"">‘</span><span style="font-family:SolaimanLipi">প্রতিটি ভাষাতেই প্রতিদিন নতুন শব্দ যুক্ত হচ্ছে। লেখকরা যে ভাষায় স্বাচ্ছন্দ্যবোধ করেন সে ভাষায় লিখবেন। আমি মনে করি, সাহিত্যকে সমৃদ্ধ করবে নতুন শব্দ ও ভাষা।</span><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-family:SolaimanLipi">পাঠক বৃদ্ধির জন্য রাষ্ট্রের আরো ভূমিকা রাখা উচিত কি না জানতে চান উপস্থাপক। উত্তরে সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, </span><span style="font-family:"Times New Roman","serif"">‘</span><span style="font-family:SolaimanLipi">আমি সাহিত্য থেকে রাষ্ট্রকে দূরে রাখতে চাই। সমাজের ভূমিকা বাড়াতে চাই। মা-বাবারা শিশুদের হাতে বই না দিয়ে ছোটবেলায় বন্দুক তুলে দিচ্ছেন খেলার জন্য। কেউ প্রতিদিন বইয়ের সঙ্গে সময় কাটালে তার চিত্ত প্রশস্ত হবে।</span><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-family:SolaimanLipi">নিজেদের জন্যই পরিবেশের ভালো চাইতে হবে</span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-family:SolaimanLipi">সকাল সোয়া ১১টায় ভারতীয় লেখক অমিতাভ ঘোষের সঙ্গে আলাপে বসেন প্রযোজক ও পরিচালক সাদাফ সায। </span><span style="font-family:"Times New Roman","serif"">‘</span><span style="font-family:SolaimanLipi">দ্য হাংরি টাইড</span><span style="font-family:"Times New Roman","serif"">’</span><span style="font-family:SolaimanLipi"> শীর্ষক এই আলোচনায় উঠে আসে বর্তমান পরিবেশ সংকট, জলবায়ু পরিবর্তন, বাংলা সাহিত্য এবং উন্নয়নের ধারণার সঙ্গে ঐতিহাসিক ঘটনা প্রবাহের নানা অসংগতির প্রসঙ্গ। সুন্দরবন নিয়ে </span><span style="font-family:"Times New Roman","serif"">‘</span><span style="font-family:SolaimanLipi">দ্য হাংরি টাইড</span><span style="font-family:"Times New Roman","serif"">’</span><span style="font-family:SolaimanLipi"> বইটি লেখার সময় তাঁকে জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা ও জীববৈচিত্র্যের সংকট নিয়ে ভাবতে হয়েছে উল্লেখ করে অমিতাভ ঘোষ বলেন, </span><span style="font-family:"Times New Roman","serif"">‘</span><span style="font-family:SolaimanLipi">ঐতিহাসিকভাবেই মানুষ পরিবেশের ক্ষতিসাধন করছে। কিন্তু বর্তমানে এর মাত্রা বিপজ্জনক হারে বেড়েছে।</span><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-family:SolaimanLipi">মানুষ প্রকৃতির চেয়ে দুর্বল মন্তব্য করে অমিতাভ ঘোষ বলেন, </span><span style="font-family:"Times New Roman","serif"">‘</span><span style="font-family:SolaimanLipi">প্রকৃতিকে ধ্বংস করার সক্ষমতা মানুষের নেই। মানুষ পরিবেশের যা-ই ক্ষতি করুক, প্রকৃতি তার সবটাই ফিরিয়ে দেবে। ফলে নিজেরা ভালো থাকতেই পরিবেশের ভালো চাওয়া ছাড়া কোনো বিকল্প নেই।</span><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-family:SolaimanLipi">ঐতিহাসিক উপন্যাস লিখতে হলে তথ্য ও কল্পনার সঠিক ভারসাম্য প্রয়োজন, পর্যবেক্ষণ এ লেখকের।</span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-family:SolaimanLipi">চাপের মুখে সাংবাদিকতা  শীর্ষক অধিবেশন</span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-family:"Times New Roman","serif"">‘</span><span style="font-family:SolaimanLipi">চাপের মুখে সাংবাদিকতা</span><span style="font-family:"Times New Roman","serif"">’</span><span style="font-family:SolaimanLipi"> শীর্ষক আরেকটি অধিবেশন অনুষ্ঠিত হয় বর্ধমান হাউসের বাইরের অংশে। জ্যেষ্ঠ সাংবাদিক তানিম কবিরের সঞ্চালনায় এই আলোচনায় অংশ নেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, প্রতিদিনের বাংলাদেশ-এর সম্পাদক মুস্তাফিজ শফি, বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল ও জ্যেষ্ঠ সাংবাদিক মহসীন হাবিব। সাংবাদিকতায় নানা রকম চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন তাঁরা।</span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-family:SolaimanLipi">সাংবাদিকতার চ্যালেঞ্জ প্রসঙ্গে শ্যামল দত্ত বলেন, </span><span style="font-family:"Times New Roman","serif"">‘</span><span style="font-family:SolaimanLipi">চ্যালেঞ্জের নানা রকম চেহারা আমাদের সামনে বিদ্যমান। বিশ্বজুড়ে মোবাইল প্রযুক্তির বিপ্লব এসেছে। বহুজাতিক কম্পানি থেকেও চাপ আছে।</span><span style="font-family:"Times New Roman","serif"">’</span><span style="font-family:SolaimanLipi"> ডিজিটাল সিকিউরিটি আইন প্রসঙ্গে তিনি বলেন, </span><span style="font-family:"Times New Roman","serif"">‘</span><span style="font-family:SolaimanLipi">এই আইন নিয়ে আমরা প্রতিবাদ করেছি।</span><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-family:SolaimanLipi">মফস্বল সাংবাদিকদের চ্যালেঞ্জ প্রসঙ্গে বাংলা ট্রিবিউন সম্পাদক জুলফিকার রাসেল বলেন, </span><span style="font-family:"Times New Roman","serif"">‘</span><span style="font-family:SolaimanLipi">মফস্বলের সাংবাদিকরা অনেক বেশি ঝুঁকির মধ্যে থাকেন। প্রশাসন, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী সবার হুমকি মোকাবেলা করে তাঁদের সাংবাদিকতা করতে হয়।</span><span style="font-family:"Times New Roman","serif"">’</span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-family:SolaimanLipi">সাংবাদিকতা যখনই চাপে পড়েছে, তখনই বিকশিত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রতিদিনের বাংলাদেশ-এর সম্পাদক মুস্তাফিজ শফি। প্রযুক্তির উৎকর্ষের যুগেও ছাপা পত্রিকা হারিয়ে যাবে না উল্লেখ করে তিনি বলেন, </span><span style="font-family:"Times New Roman","serif"">‘</span><span style="font-family:SolaimanLipi">অনলাইন পত্রিকার ভিত্তি হলো প্রিন্ট পত্রিকা।</span><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-family:SolaimanLipi">সাফ জয়ের পেছনের গল্প</span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-family:SolaimanLipi">দুপুর সাড়ে ১২টায় দ্বিতীয় দিনের আয়োজনে একই জায়গায় সাফ ফুটবল বিজয়ী নারী দলের কোচ ও সদস্যদের নিয়ে আরেকটি পর্ব অনুষ্ঠিত হয়। এই পর্যন্ত উঠে আসার অম্ল-মধুর গল্প শোনান তাঁরা। </span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-family:SolaimanLipi">সাফজয়ী তারকা শামসুন্নাহার জুনিয়র বলেন, </span><span style="font-family:"Times New Roman","serif"">‘</span><span style="font-family:SolaimanLipi">এই অনুভূতি বলে বোঝানোর মতো নয়। সাফ জিতে আসার পর বুঝতে পেরেছি এই দেশের মানুষ ফুটবল কত ভালোবাসেন।</span><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-family:SolaimanLipi">আরো আয়োজন </span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-family:SolaimanLipi">এ ছাড়া দ্বিতীয় দিন </span><span style="font-family:"Times New Roman","serif"">‘</span><span style="font-family:SolaimanLipi">কথাসাহিত্যের ভেতর-বাহির</span><span style="font-family:"Times New Roman","serif"">’</span><span style="font-family:SolaimanLipi"> শীর্ষক একটি আলোচনা পর্বে আলোচনা করেন কথাসাহিত্যিক মাসরুর আরেফিন। </span><span style="font-family:"Times New Roman","serif"">‘</span><span style="font-family:SolaimanLipi">বিজ্ঞানে নারী</span><span style="font-family:"Times New Roman","serif"">’</span><span style="font-family:SolaimanLipi"> শীর্ষক অধিবেশনে বিজ্ঞানী ইয়াসমিন হক ও সেঁজুতি সাহার সঙ্গে আলাপ করেন সারাহ গিলবার্ট ও হাসিনা খান। এ ছাড়াও </span><span style="font-family:"Times New Roman","serif"">‘</span><span style="font-family:SolaimanLipi">পেন : মুক্তির পথ, লেখার স্বাধীনতা</span><span style="font-family:"Times New Roman","serif"">’</span><span style="font-family:SolaimanLipi"> নিয়ে ছিল আরেকটি আলোচনা পর্ব। </span><span style="font-family:"Times New Roman","serif"">‘</span><span style="font-family:SolaimanLipi">সাংস্কৃতিক যুদ্ধ</span><span style="font-family:"Times New Roman","serif"">’</span><span style="font-family:SolaimanLipi"> নিয়ে আরেক পর্বে আলাপ করেছেন যুক্তরাজ্যের অধ্যাপক সারাহ চার্চওয়েল, হানিফ কোরেশি, জনন গনেশ, নীলাঞ্জনা এস. রায় প্রমুখ। ওটিটি কন্টেন্ট নিয়ে ছিল আরেকটি আলোচনা। বিকেল সাড়ে ৫টায় কবি শামীম রেজা মুখোমুখি হন জয় গোস্বামীর। সাড়ে ৬টার পর ব্রিটিশ অভিনেত্রী টিল্ডা সুইনটনের সঙ্গে আলাপে বসেন ঢাকা লিট ফেস্টের পরিচালক আহসান আকবার। এ ছাড়া সারা দিন শিশুদের জন্য নানা আয়োজনের পাশাপাশি ছিল সংগীত পরিবেশনা ও চলচ্চিত্র প্রদর্শনী।</span></span></span></p> <p><img alt="" height="483" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/2023/shares/_kalerkantho-ff2023-7-pic-1.jpg" width="800" /></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-family:SolaimanLipi">বাংলা একাডেমির নজরুল মঞ্চে ঢাকা লিট ফেস্টের অনুষ্ঠানে কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন ও সৈয়দ মঞ্জুরুল ইসলাম।      ছবি : কালের কণ্ঠ</span></span></span></p>