<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ধলাবুক ডাহুক। দেশের গ্রামাঞ্চলের একটি পরিচিত জলচর পাখি। চঞ্চল পাখিটি দেখতে খুব সুন্দর। পরিবেশবান্ধব। তার </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কোয়াক কোয়াক</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> মিষ্টি ডাক শুনতে বেশ লাগে। পাখিটির হাঁটা বেশ ছন্দোময়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">একসময় গ্রামবাংলার খাল, বিল, জলার ধারে দেদার দেখা মিলত পাখিটির। শিকারিদের উপদ্রব, বিচরণ করার উপযোগী জলাশয় কমে যাওয়া, খাদ্যসংকট</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এসব কারণে আগের মতো আর এই পাখি দেখা যায় না। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ধলাবুক ডাহুকের দৈর্ঘ্য ৩২ সেন্টিমিটার, ওজন ১৯০ থেকে ২০০ গ্রাম, ডানার বিস্তার ১৬ সেন্টিমিটার, ঠোঁট চার সেন্টিমিটার, পা ৫.৫ সেন্টিমিটার, লেজ ৬.৫ সেন্টিমিটার। পিঠ প্রায় পুরোটা কালচে ধূসর পালকে আবৃত। মাথার সামনের অংশ থেকে বুকসহ নিচের দিক সাদা। তলপেট ও বগল স্লেট-ধূসর। লেজের নিচে লালচে দারচিনি রং। চোখ গাঢ় লাল, পা ও পায়ের পাতা ধাতব হলুদ থেকে হলদে সবুজ। ঠোঁট হলদে সবুজ, ঠোঁটের ওপরের গোড়ার অংশে লালচে রং। স্ত্রী ও পুরুষ ডাহুক দেখতে একই রকম। অপ্রাপ্তবয়স্ক পাখির ঠোঁট লাল হয় না। আর ডাহুকছানা পুরোটাই কালো। এরা পানিতে স্বচ্ছন্দে বিচরণ করতে পারে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ডাহুক সাধারণত জলাভূমিতে বিচরণ করে। জলজ আগাছার মধ্যে হেঁটে খাবার খুঁজে বেড়ায়। খাদ্যতালিকায় রয়েছে পোকা, লার্ভা, শামুকজাতীয় প্রাণী, কেঁচো, বীজ ও জলজ উদ্ভিদের কচি পাতা। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভোর ও গোধূলি বেলায় এরা বেশি কর্মচঞ্চল থাকে। ডিমে তা দেওয়া অবস্থায় ধলাবুক ডাহুক একা চলাচল করে। ছানা ফুটে গেলে জুটি বেঁধে থাকে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জুন থেকে অক্টোবর মাস এদের প্রজনন মৌসুম। পানির কাছাকাছি ভূমি থেকে প্রায় পাঁচ মিটার উঁচু গাছ বা বাঁশঝাড়ে লতাপাতা দিয়ে বাসা বানিয়ে ছয়-সাতটি ডিম পাড়ে। ছানা ফুটে গেলে মায়ের সঙ্গে খাবার খুঁজতে বের হয়। ওই সময় মা-বাবা মিলে ছানাদের পাহারায় রাখে। ধলাবুক ডাহুক বিশ্বে বিপন্ন তালিকায় রয়েছে। বাংলাদেশের বন্য প্রাণী আইনে এই প্রজাতি সংরক্ষিত। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পাখি গবেষক ও পটুয়াখালী সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক পীযূষ কান্তি হরি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ডাহুক একটি পরিবেশবান্ধব উপকারী পাখি। ঝোপ-জঙ্গল, জলাশয়ের ক্ষতিকর পোকামাকড় খেয়ে ওরা আমাদের পরিবেশ সুস্থ রাখতে সহায়ক ভূমিকা পালন করে। জলাশয় কমে যাওয়া আর শিকারিদের দৌরাত্ম্যে এটি হারিয়ে যাচ্ছে। পাখিটি রক্ষায় পদক্ষেপ নেওয়া জরুরি। এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে। একই সঙ্গে ডাহুক রক্ষায় শিকারিদের বিরুদ্ধে কঠোর আইনও প্রয়োগ করতে হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p> </p>