<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার পক্ষে বাংলাদেশের ৫৭ শতাংশ মানুষ। অন্যদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে ৩৫.৫ শতাংশ। ভয়েস অব আমেরিকা বাংলার জরিপে আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা উচিত, নাকি রাজনীতি করতে দেওয়া উচিত</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ প্রশ্নের জবাবে এই চিত্র পাওয়া গেছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উত্তরদাতাদের ৪.৯ শতাংশ এ ব্যাপারে জানে না বলেছে; আর ২.৬ শতাংশ এ প্রশ্নের উত্তর দিতে রাজি হয়নি। অন্য উত্তরদাতাদের তুলনায় ১৮ থেকে ৩৪ বছর বয়সী তরুণ উত্তরদাতারা (৩৯.৯ শতাংশ) আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে বেশি সংখ্যায় মত দিয়েছে। অন্যদিকে ৩৫ বছর বা তার চেয়ে বেশি বয়সী উত্তরদাতাদের ৩০.৮ শতাংশ আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত ১৩ থেকে ২৭ অক্টোবর ভয়েস অব আমেরিকা দেশব্যাপী একটি জরিপ পরিচালনা করে। সুনির্দিষ্ট (ক্লোজ এন্ড) প্রশ্নমালার ওপর ভিত্তি করে কম্পিউটার এসিস্টেড টেলিফোন ইন্টারভিউইংয়ের মাধ্যমে দেশের আটটি বিভাগে ১৮ বছর বা এর চেয়ে বেশি বয়সী এক হাজার মানুষের মধ্যে জরিপটি পরিচালিত হয়, যা গতকাল বুধবার প্রকাশিত হয়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে কত দিনের জন্য করা উচিত</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এমন প্রশ্নের জবাবে যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত বলে মত দিয়েছে সেসব উত্তরদাতার অর্ধেকের বেশি ৫৪.১ শতাংশ বলেছে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা উচিত। নিষিদ্ধের পক্ষে মত দেওয়া উত্তরদাতাদের ১৫.২ শতাংশ দেখতে চায় আওয়ামী লীগকে ১০ বছরের বেশি সময় নিষিদ্ধ করা হয়েছে, আর পাঁচ থেকে ১০ বছর নিষিদ্ধ করা হয়েছে দেখতে চায় ৮.৯ শতাংশ। আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে মত দেওয়া উত্তরদাতাদের ১১.২ শতাংশ চায় এক থেকে পাঁচ বছর নিষিদ্ধ, আর ৩.৩ শতাংশ বলেছে তারা এক বছরের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে। এ ব্যাপারে উত্তর দিতে চায়নি ১.৮ এবং জানে না বলেছে ৫.৫ শতাংশ।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তরুণ উত্তরদাতাদের (১৮ থেকে ৩৪) ৫৩.৯ শতাংশ এবং ৩৫ বা তার চেয়ে বেশি বয়সী ৬০.৩ শতাংশ উত্তরদাতা আওয়ামী লীগকে রাজনীতি চালিয়ে যেতে দেওয়ার পক্ষে মত দিয়েছে। নারী উত্তরদাতাদের মধ্যে ৫২.২ ও পুরুষদের মধ্যে ৬১.৮ শতাংশ উত্তরদাতা চায় আওয়ামী লীগকে রাজনীতি চালিয়ে যেতে দেওয়া হোক। আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া উচিত বলে মনে করে গ্রামীণ উত্তরদাতাদের ৫৭.১ শতাংশ এবং শহরের উত্তরদাতাদের ৫৬.৭ শতাংশ।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্যদিকে, আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছে তরুণ উত্তরদাতাদের (১৮ থেকে ৩৪) ৩৯.৯ এবং ৩৫ বা তার চেয়ে বেশি বয়সী উত্তরদাতাদের ৩০.৮ শতাংশ। শহরের উত্তরদাতাদের ৩৮.২ এবং গ্রামীণ উত্তরদাতাদের ৩৪.৬ শতাংশ আওয়ামী লীগকে নিষিদ্ধ দেখতে চায়। নারীদের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ চায় ৩৮.৭ ও পুরুষদের মধ্যে ৩২.৩ শতাংশ উত্তরদাতা। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে আওয়ামী লীগ নেতাদের রাজনীতিতে অংশগ্রহণ কি নিষিদ্ধ করা উচিত, নাকি রাজনীতি করতে দেওয়া উচিত</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ নেতাদের রাজনীতি থেকে নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছেন ৪৬.৮ শতাংশ উত্তরদাতা, যদিও প্রায় সমানসংখ্যক ৪৫.৮ শতাংশ তাদের রাজনীতি করে যেতে দেওয়া ও নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার পক্ষে। ৪.২ শতাংশ এ ব্যাপারে জানে না, আর ৩.১ শতাংশ উত্তরদাতা এ বিষয়ে উত্তর দিতে রাজি হয়নি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বয়স্ক উত্তরদাতাদের তুলনায় তরুণরা আওয়ামী লীগ নেতাদের রাজনীতি থেকে নিষিদ্ধের পক্ষে বেশি সংখ্যায় মত দিয়েছে। ১৮ থেকে ৩৪ বছর বয়সী উত্তরদাতাদের ৫২.১ শতাংশ ও ৩৫ ও তার চেয়ে বেশি বয়সী উত্তরদাতাদের ৪১.৩ শতাংশ আওয়ামী লীগ নেতাদের রাজনীতি থেকে নিষিদ্ধ করার পক্ষে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাকস্বাধীনতা বেড়েছে মনে করে ৬০.৪% মানুষ</span></span></strong></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে ৬০.৪ শতাংশ মানুষ মনে করে, অন্তর্বর্তী সরকারের অধীনে মত প্রকাশের স্বাধীনতা আওয়ামী লীগ সরকারের আমলের চেয়ে বেড়েছে। একই জরিপে দেখা গেছে, ৬১.২ শতাংশ মানুষ মনে করে এই সময় সংবাদমাধ্যমগুলো আওয়ামী লীগ আমলের চেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জরিপে অংশ নেওয়া ২৫.২ শতাংশ উত্তরদাতা মনে করেন, অন্তর্বর্তী সরকারের আমলে মত প্রকাশের স্বাধীনতা আওয়ামী লীগ সরকারের আমলের মতোই রয়েছে। অন্যদিকে ১৪.২ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, তারা অন্তর্বর্তী সরকারের অধীনে আওয়ামী লীগ সরকারের চেয়ে কম স্বাধীনতা অনুভব করছে। জরিপে অংশ নেওয়া ০.২ শতাংশ উত্তরদাতা কোনো মন্তব্য করেনি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুরুষদের মধ্যে ৬৪.৩ শতাংশ এবং নারীদের মধ্যে ৫৬.৫ শতাংশ উত্তরদাতা মনে করে, অন্তর্বর্তী সরকারের অধীনে মত প্রকাশের স্বাধীনতা আগের সরকারের চেয়ে বেশি। তরুণ (১৮ থেকে ৩৪ বছর বয়সী) উত্তরদাতাদের মধ্যে ৫৭.১ শতাংশ এবং ৩৫ বছর বা তার বেশি বয়সী উত্তরদাতাদের মধ্যে ৬৩.৮ শতাংশ জানায়, তারা অন্তর্বর্তী সরকারের আমলে মত প্রকাশের ক্ষেত্রে বেশি স্বাধীনতা অনুভব করছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গ্রামাঞ্চলের ৫৮.৪ শতাংশ এবং শহরাঞ্চলের ৬৬.৩ শতাংশ উত্তরদাতা মনে করে, অন্তর্বর্তী সরকারের অধীনে তারা আওয়ামী লীগ সরকারের আমলের চেয়ে বেশি স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে। ৬১.২ শতাংশ উত্তরদাতা মনে করে, অন্তর্বর্তী সরকারের সময় সংবাদমাধ্যমের স্বাধীনতা আওয়ামী লীগ সরকারের চেয়ে বেড়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্তর্বর্তী সরকারের সময় সংবাদমাধ্যমগুলো আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি স্বাধীনতা পাচ্ছে, এমন মত পোষণ করেছে শহরের ৭৩.৮ শতাংশ উত্তরদাতা। গ্রামের উত্তরদাতাদের মধ্যে এই মতামত জানিয়েছে ৫৭.১ শতাংশ। তরুণ (১৮ থেকে ৩৪ বছর বয়সী) উত্তরদাতাদের মধ্যে ৬৫.৭ শতাংশ এবং ৩৫ বছর বা তার বেশি বয়সী উত্তরদাতাদের ৫৬.৫ শতাংশ মনে করে, বর্তমান সরকারের অধীনে সংবাদমাধ্যমগুলো আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে। পুরুষদের মধ্যে ৬৮.২ শতাংশ এবং নারীদের মধ্যে ৫৪.২ শতাংশ উত্তরদাতা জানায়, অন্তর্বর্তী সরকারের সময় সংবাদমাধ্যমগুলো আগের সরকারের তুলনায় বেশি স্বাধীনতা পাচ্ছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>