<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠন আরএসএসের প্রধান মোহন ভাগবত বলেছেন, ইদানীং ভারতে নতুন প্রবণতা শুরু হয়েছে। দেশের নানা প্রান্তে বিভিন্ন মসজিদ যাচাইয়ের দাবি তুলে আদালতের দ্বারস্থ হচ্ছে ছোট-বড় নানা আকারের হিন্দুত্ববাদী সংগঠন কিংবা কোনো হিন্দু নেতা বা ব্যক্তি। উদ্দেশ্য হলো, ওই মসজিদের স্থানে আগে মন্দির ছিল কি না, সেটা যাচাই করা। এ নিয়ে সম্প্রতি নানা জায়গায় অশান্তি, সাম্প্রদায়িক হিংসা পর্যন্ত ছড়িয়েছে। এ ধরনের ঘটনা ভারতে একেবারেই গ্রহণযোগ্য নয় বলেও জানিয়েছেন তিনি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত বৃহস্পতিবার মহারাষ্ট্রের পুনেতে আয়োজিত </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিশ্বগুরু ভারত</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> কর্মসূচির মঞ্চে ভাষণে তিনি এসব কথা বলেন। আরএসএসপ্রধান বলেছেন, ইদানীং কিছু হিন্দু নেতা দেশের নানা প্রান্তে অযোধ্যার রামমন্দিরের মতো ঝামেলা বাধানোর চেষ্টা করছেন। এটা একেবারেই গ্রহণযোগ্য নয়। ভারত ধর্মনিরপেক্ষ দেশ। ভারতের সেই নজির গড়ে তোলা দরকার, যেখানে বিভিন্ন ধর্মের ও সম্প্রদায়ের মানুষ সহাবস্থান করতে পারবে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রসঙ্গত, সম্প্রতি কট্টর হিন্দুত্ববাদীদের একাংশের পক্ষ থেকে উত্তর প্রদেশের জামা মসজিদ এবং রাজস্থানের আজমির শরিফ নিয়েও সমীক্ষার দাবি তোলা হয়, যা নিয়ে এখনো বিতর্ক চলছে। সে ব্যাপারে মোহন ভাগবত বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারতকে অতীতের সব ভুল থেকে শিক্ষা নিতে হবে। তাহলেই বিশ্ব মানচিত্রে ভারত রোল মডেল হয়ে উঠতে পারবে। আমাদের প্রমাণ করতে হবে, নানা বৈচিত্র্য থাকা সত্ত্বেও কিভাবে একত্রে থাকা যায়।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভাগবত বলেন, অযোধ্যার রামমন্দিরের বিষয়টি ছিল একেবারেই আলাদা। সেখানকার সঙ্গে অন্যান্য ঘটনা গুলিয়ে ফেললে চলবে না। ভাগবত বলেন, রামমন্দির একটা বিশ্বাস ও আস্থার বিষয় ছিল। আর হিন্দুদের মনে হয়েছিল, এটা অবশ্যই গড়ে তোলা উচিত। কিন্তু যেভাবে নতুন বেশ কিছু স্থানে একই ধরনের ইস্যু তুলে ধরা হচ্ছে এবং এর ফলে যে ঘৃণা ও শত্রুতার বাতাবরণ তৈরি হচ্ছে, তা কিছুতেই গ্রহণযোগ্য নয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সমাজে এ ধরনের বৈষম্য ও বিবাদ মেটানোর সবচেয়ে ভালো উপায় হলো প্রাচীন সংস্কৃতিতে ফিরে যাওয়া। চরমপন্থা, আগ্রাসী মনোভাব, জোরজবরদস্তি এবং অন্য ধর্মের আরাধ্য কিছুর অপমান আমাদের সংস্কৃতি সমর্থন করে না। এখানে সংখ্যাগুরু, সংখ্যালঘু বলে কিছু নেই। আমরা সবাই এক। এই দেশে যেন প্রত্যেকেই তার ধর্মবিশ্বাস অনুসারে সৃষ্টিকর্তার উপাসনার সুযোগ পায়।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সূত্র : হিন্দুস্তান টাইমস</span></span></span></span></p>