<p><img alt="মিরপুর থানা শাখা" height="33" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/04.April/20-04-2024/K/kalerkantho-OA-52A.jpg" style="float:left" width="250" />বসুন্ধরা শুভসংঘ মিরপুর থানা শাখার আয়োজনে মোবাইল ফটোগ্রাফি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটের কালাই উপজেলায় আয়োজন করা হয় ‘নীরবে-নিভৃতে বই পড়া’ কর্মসূচি। প্রতিনিধিদের পাঠানো খবর :</p> <p>ঢাকা : বসুন্ধরা শুভসংঘ মিরপুর থানা শাখার আয়োজনে মোবাইল ফটোগ্রাফি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর মিরপুর-১৪ নম্বর সেকশনে বসুন্ধরা শুভসংঘ স্কুলের শ্রেণিকক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রেজেন্টেশনের মাধ্যমে অংশগ্রহণকারীদের ফটোগ্রাফি সম্পর্কিত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে তাঁরা নিজেদের দক্ষতা আরো বাড়িয়ে নিতে পারেন। কর্মশালায় অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে অংশগ্রহণকারীরা ভবিষ্যতে ফটোগ্রাফি নিয়ে বিস্তারিত জ্ঞান অর্জন করতে পারবেন। কর্মশালায় অংশগ্রহণ করেন বসুন্ধরা শুভসংঘের সদস্য বিথি রায়, দিবা দেবনাথ, ওয়ালী খান ইউসুফযাই, আব্দুল্লাহ আল রাজিন, আলিফ বিন জামান, আলিফ জাহেরি, সেজুতি আক্তার, অন্বেষা পাল পূজা, বীথি রয়, মাহাদী রশিদ, নাজমুল হাসান মারুফ, অর্পিতা চাকমা, নুসরাত জাহান শ্রাবনী, সাদিয়া আক্তার মিম, সাজ্জাদুর রহমান শেখ, তৌফিক আল সাদিফ, এরোমা জাবিন, রুফাইফা আক্তার প্রমুখ।</p> <p>জয়পুরহাট : বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে কালাই উপজেলায় ‘নীরবে-নিভৃতে বই পড়া’ কর্মসূচি আয়োজন করা হয়। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার সমশিরা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়। এ আয়োজন প্রসঙ্গে বসুন্ধরা শুভসংঘ কালাই উপজেলা শাখার সভাপতি এম রাসেল আহমেদ বলেন, ‘আমাদের এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনা। বই মানুষের কল্পনাশক্তি বাড়ায় এবং বই পড়তে এসে অনেক সমমনা মানুষের সঙ্গে পরিচয় হয়। তারা নিজেদের মধ্যে বই নিয়ে কথা বলে। এর মাধ্যমে একটি সামাজিক সম্পর্কেরও চর্চা হয়। তা ছাড়া আমরা খোলা জায়গা বেছে নিয়েছি, কারণ এতে মনের বিস্তৃতি ঘটে।’</p>