<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া আরো কয়েকজনের আহত হওয়ার খবর মিলেছে। গতকাল রবিবার বিকেলে উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের কালাইরাগ সীমান্তের নাজিরেরগাঁও (১২৫২ নম্বর পিলার) এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলী হোসেন (৩২) উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের কালাইরাগ গ্রামের মৃত ফজর আলীর ছেলে এবং কাওসার আহমদ (৩০) একই গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে। উত্তর রনিখাই ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ফখরুল মিয়া বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিহতদের লাশ নাজিরেরগাঁও কারবালারটুক সীমান্ত এলাকায় পড়ে থাকতে দেখিছি। নিহতদের বাড়িতেও আমি গিয়েছি। তাঁরা সবাই কান্নাকাটি করছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>