<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানার লুট হওয়া গুলি উদ্ধার করেছে পুলিশ। সায়েরাগাছা এলাকার একটি আমবাগান থেকে ৬০ রাউন্ড রাবার বুলেট উদ্ধার করে করা হয়। গতকাল দুপুরে কাশিয়াডাঙ্গা থানার এসআই মীর আরমান হোসেন টিম নিয়ে টহল ডিউটি পালনের সময় বুলেটগুলো দেখতে পান। ৫ আগস্ট আরএমপি সদর দপ্তরসহ বিভিন্ন থানা, ফাঁড়ি ও পুলিশ বক্সে হামলা চালিয়ে দুষ্কৃতকারীরা আগ্নেয়াস্ত্র, গুলি এবং সরকারি বিভিন্ন মালপত্র লুট করে নিয়ে যায়।</span></span></span></span></p>