<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও সাবেক হুইপ ইকবালুর রহিমসহ ৫৯ জনের নামে দিনাজপুরে একটি মামলা করা হয়েছে। এ ছাড়া বগুড়া ও কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আরো তিনটি মামলা করা হয়েছে। এসব মামলায় ২৮৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরো ৩১০ জনকে আসামি করা হয়েছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দিনাজপুর : সাবেক প্রধানমন্ত্রী  আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও সাবেক হুইপ ইকবালুর রহিমসহ ৫৯ জনের নামে শুক্রবার রাতে দিনাজপুর কোতোয়ালি থানায় মামলাটি করেন জেলার রাজবাটী এলাকার এ বি এম সিদ্দিকের ছেলে ফাহিম ফয়সাল। দিনাজপুর কোতোয়ালি থানার ওসি ফরিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার অন্যা আসামিরা হলেন দিনাজপুর সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান উপজেলা ইমদাদ সরকার, সাধারণ সম্পাদক এবং ৪ নম্বর শেখপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিনুল ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, শহর আওয়ামী লীগের সহসভাপতি শেখ মোহাম্মদ শাহ আলম, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নওশাদ ইকবাল কলিন্স, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন প্রমুখ।  </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বগুড়া : বগুড়ায় বিএনপি নেত্রী সুরাইয়া জেরিনকে হত্যাচেষ্টার অভিযোগে আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্যসহ ১২৬ জনের নামে মামলা করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরো ১৫০ থেকে ১৬০ জনকে আসামি করা হয়েছে। শুক্রবার রাতে বগুড়া সদর থানায় এই মামলাটি করা হয়। মামলার বাদী বগুড়া জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও গাবতলী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া জেরিন। গতকাল বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দীন ও তাঁর ছেলে মো. তৌফিকুল হাসান সাগরের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। গত শুক্রবার রাতে পাকুন্দিয়া থানায় মামলা দুটি করা হয়। পাকুন্দিয়া থানার ওসি আসাদুজ্জামান টিটু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রথম মামলাটি করেন পাকুন্দিয়া পৌর এলাকার দরদরা গ্রামের বিএনপিকর্মী নজরুল ইসলাম। এ মামলায় আওয়ামী লীগের ৯৩ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ ৮০ থেকে ৯০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।</span></span></p>