<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে বসুন্ধরা শুভসংঘ বোচাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। ঢাকার মিরপুরে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। গাজীপুরের কালিয়াকৈরে অসচ্ছল শিক্ষার্থীকে শিক্ষাসহায়তা দিয়েছেন সংগঠনের সদস্যরা। এ ছাড়া ঠাকুরগাঁওয়ে সংগঠনের উদ্যোগে গাছের চারা রোপণ করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর : </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><img alt="বসুন্ধরা " height="55" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/09.September/03-09-2024/mk/kk-2-2024-09-04-15a.jpg" style="float:left" width="400" />ঢাকা : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীর</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> মিরপুরে বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষার্থীদের নিয়ে ডেঙ্গু সচেতনতায় স্কুলের আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষক সেলিনা আক্তার, তানিয়া ইসলাম, বিথী আক্তার, বসুন্ধরা শুভসংঘ কাফরুল থানা শাখার সদস্য বিথী রায়, আব্দুল্লাহ আল রাজিন, নাজমুল হাসান মারুফ, অন্বেষা পাল পূজা, আল আমিন ইসলাম আদিব প্রমুখ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষক সেলিনা আক্তার বলেন, শিক্ষার্থীদের দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্দেশ্য হলো তারা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার মর্ম বুঝতে পারে। কিভাবে পরিষ্কার রাখবে সে ব্যাপারে জ্ঞান অর্জন করতে পারে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কালিয়াকৈর</span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> (গাজীপুর) : মেধাবী অসচ্ছল শিক্ষার্থীকে শিক্ষাসহায়তা দিয়েছে বসুন্ধরা শুভসংঘ কালিয়াকৈর উপজেলা শাখা। গত সোমবার একাদশ শ্রেণির শিক্ষার্থী মো. শ্রাবণ হোসেনের হাতে সহায়তার অর্থ তুলে দেন সংগঠনের সদস্যরা। শ্রাবণ ভাষাশহীদ আব্দুল জব্বার আনসার ভিডিপি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। তাঁর হাতে অর্থ তুলে দেন সংগঠনটির কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি জুবায়ের আহমেদ সাব্বির ও সাধারণ সম্পাদক নীরঞ্জন চন্দ্র দাস।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বোচাগঞ্জ (দিনাজপুর</span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">) : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে বসুন্ধরা শুভসংঘ বোচাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলার সেতাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন উপজেলা শাখার বন্ধুরা। এ সময় উপস্থিত ছিলেন সেতাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম, সহকারী শিক্ষক হালিমা, বসুন্ধরা শুভসংঘ বোচাগঞ্জ উপজেলা শাখার সহসভাপতি আজাদ আলী জাপান, যুগ্ম সাধারণ সম্পাদক মাশরিফ হাসান রুমন প্রমুখ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঠাকুরগাঁও : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈষম্যবিরোধী</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে ঠাকুরগাঁওয়ে গাছের চারা রোপণ করেছে বসুন্ধরা শুভসংঘ। গতকাল সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসা প্রাঙ্গণে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে বসুন্ধরা শুভসংঘ ঠাকুরগাঁও সদর উপজেলা শাখা। এই কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াছির আরাফাত রাফি, ঠাকুরগাঁও সদর উপজেলা শাখার সহসভাপতি লাবু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাদিক হোসেন, কার্যকরী সদস্য মাসুদ, সম্রাট, মুজাহিদ, আনাস, সিয়াম, আলী, রাফি ও আতিকুর।</span></span></span></span></p>