<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সাভারে শ্রমিক অসন্তোষে শনিবারও ৪১ কারখানা বন্ধ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গাজীপুরে বকেয়া বেতন পরিশোধসহ বিভিন্ন দাবিতে শনিবার তিনটি পোশাক কারখানায় অসন্তোষ দেখা দেয়। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সাভার (ঢাকা) : সাভারের আশুলিয়ায় বন্ধ কারখানা খুলে দেওয়া ও বেতন বৃদ্ধিসহ শ্রমিকদের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। শনিবার সকাল ৮টার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জিরাবো এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় লুসাকা কারখানার প্রমিকরা। পরে তাঁদের সঙ্গে মণ্ডল গ্রুপ ও ম্যাংগো ট্যাঙের শ্রমিকরাও বিক্ষোভে যোগ দেন। শনিবারও শিল্পাঞ্চলে ৪১ কারখানা বন্ধ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">শিল্প পুলিশ জানায়, সকালে লুসাকা গ্রুপের শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরুর পর জিরাবো এলাকার মণ্ডল নিটওয়্যার লিমিটেডের শ্রমিকরাও সড়কে নেমে এসে আন্দোলন শুরু করেন। মণ্ডল গ্রুপের শ্রমিকরা কয়েক দিন ধরে ন্যূনতম মজুরি ২২ হাজার টাকার দাবিতে আন্দোলন করছিলেন। শনিবার তাঁদের সঙ্গে আরো কয়েকটি কারখানার শ্রমিকরা যুক্ত হয়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, শ্রমিকদের আন্দোলনের ফলে আশুলিয়ার মোট ৪১টি কারখানা বন্ধ রয়েছে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গাজীপুর : গাজীপুরে তিন মাসের বকেয়া বেতন ও বন্ধ কারখানা চালু, বেতন বৃদ্ধি ও একটি কারখানার এক কর্মকর্তার পদত্যাগসহ বিভিন্ন দাবিতে শনিবার তিনটি পোশাক কারখানায় অসন্তোষ দেখা দেয়। দুটি কারখানার শ্রমিকরা মহানগরীর সালনা ও সদর উপজেলার মেম্বারবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এতে মহাসড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে। দুর্ভোগে পড়ে অসংখ্য যাত্রী এবং পণ্যবাহী গাড়ি। শিল্প পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">জানা গেছে, অনির্দিষ্টকালের জন্য বন্ধ কারখানা খুলে দেওয়া এবং তিন মাসের বকেয়া বেতনের দাবিতে মহানগরীর দক্ষিণ সালনা এলাকার এইচ আর ওয়ান ফ্যাশন লিমিটেড ও এইচ আর ওয়ান অ্যাকসেসরিজ কারখানার শতাধিক শ্রমিক সকাল ৯টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এক পর্যায়ে যানবাহন চলাচল বন্ধ করে মহাসড়ক অবরোধ করেন তাঁরা। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">শ্রমিকরা জানান, শনিবার সকালে কাজে যোগ দিতে এসে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ দেখতে পান। তিন মাসের বকেয়া বেতন না দিয়ে হঠাৎ কারখানা বন্ধের নোটিশ দেখে শ্রমিকরা উত্তেজিত হয়ে পড়েন। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সদর থানার ওসি মো. ফারুক বলেন, সকাল ১১টার দিকে বুঝিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে তাঁরা কারখানার সামনে অবস্থান নেন।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">অপরদিকে প্রশাসনিক কর্মকর্তার পদত্যাগ এবং মানবসম্পদ বিভাগের কয়েকজন কর্মকর্তার স্বেচ্ছাচারিতা, বিভিন্ন ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে সকালে সদর উপজেলার জয়দেবপুর থানার মেম্বারবাড়ী এলাকার সিলিকন সুইং লিমিটেডের শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করেন। অন্যদিকে মহানগরীর কোনাবাড়ীতে বেতন বৃদ্ধিসহ ১৯ দফা দাবিতে বিক্ষোভ করেন যমুনা ডেনিমস কারখানার কর্মকর্তা-কর্মচারীরা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নারায়ণগঞ্জ : ফতুল্লার বিসিক শিল্পনগরীতে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ না করে কারখানা লে-অফ ঘোষণা করায় বিক্ষোভ করেছেন শ্রমিকরা। শনিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়ক অবরোধ করে অবন্তী কালার টেক্সের শ্রমিকরা এই বিক্ষোভ করেন। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। এরপর দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে বিক্ষুব্ধ শ্রমিকদের নিয়ে আলোচনায় বসেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। আগামী ১০ অক্টোবরের মধ্যে মালিকপক্ষ শ্রমিকদের সব বকেয়া বেতন পরিশোধ করে কারখানা চালু করবে এমন আশ্বাসে শ্রমিকরা শান্ত হন।</span></span></span></span></span></p>